ETV Bharat / state

শিলিগুড়িতে মমতার নিশানায় টি-বোর্ড, শিল্প সম্মেলনে 1 লক্ষ কোটির বিনিয়োগ-প্রস্তাব - BISWA BANGLA BUSINESS SUMMIT

উত্তরবঙ্গের 8 জেলার শিল্পপতিদের নিয়ে শিল্প সম্মেলন ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চারটি শিল্পতালুকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ৷

BISWA BANGLA BUSINESS SUMMIT
শিলিগুড়িতে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় টি-বোর্ড ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2025 at 7:20 PM IST

4 Min Read

শিলিগুড়ি, 19 মে: উত্তরবঙ্গে আয়োজিত বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে চা-বাগান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চা-বাগানের শ্রমিকদের নিয়ে ভোট রাজনীতির অভিযোগ তুললেন শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই ৷ প্রয়োজনে তৃণমূলের জনপ্রতিনিধি এবং চা শিল্পপতিদের নিয়ে দিল্লিতে টি-বোর্ডের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা ৷

ঘটনার সূত্রপাত চা-বাগান ও সেখানে বিনিয়োগ নিয়ে আলোচনার সময় ৷ সেখানে যেমন নানান প্রস্তাব দেওয়া হয়, সেই সঙ্গে টি-বোর্ডের বিরুদ্ধে চা-বাগানগুলি বন্ধ করার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ৷ জলপাইগুড়ি স্মল টি-গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী সেই অভিযোগ করেন ৷

তিনি বলেন, "টি-বোর্ড গত বছর 30 নভেম্বর নতুন চা-পাতা তোলায় নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ যা পরে রাজ্য সরকার খারিজ করে দেয় ৷ ফের একবার টি-বোর্ড একই সিদ্ধান্ত নিয়েছে ৷ আর সেই নিয়ে চক্রান্ত করছে ৷ আমরা চাই আপনি বিষয়টা দেখুন ৷" যা শুনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ভোট-রাজনীতির অভিযোগে সরব হন মমতা ৷

মমতা হুঁশিয়ারি দেন, "এসব হবে না ৷ এসব চলতে পারে না ৷ ভোটের রাজনীতি করা হচ্ছে ৷ ভোটের আগে বন্ধ বাগান খুলে দেব, সব করে দেব ৷ পরে সব ভুলে যাবে, এটা হবে না ৷ আপনারা এবার ঘেরাও করে দেবেন ৷ প্রয়োজনে প্রতিনিধি পাঠিয়ে দিল্লিতে টি-বোর্ড ঘেরাও করে রাখা হবে ৷" এ দিন নেপালের চা ভারতে ঢোকা নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ তবে, এই বিষয়ে রাজ্য সরকার দ্রুত একটি টি-টেস্টিং ল্যাবরেটরি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি ৷

প্রসঙ্গত, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিদের নিয়ে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার ৷ এ দিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ-সহ উত্তরের আট জেলার জেলাশাসক এবং পুলিশ আধিকারিকরা ৷

এ দিন মঞ্চ থেকে মমতা জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন করেন ৷ এই স্কাইওয়াক তৈরি করতে রাজ্য সরকার পাঁচ কোটি টাকা খরচ করে বলে জানান তিনি ৷ পাশাপাশি, ছোট ও মাঝারি শিল্প দফতরের অধীনে চারটি শিল্পতালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ তার মধ্যে জলপাইগুড়িতে দু’টি ও আলিপুরদুয়ারে দু’টি শিল্পতালুক রয়েছে ৷ জলপাইগুড়ি জেলার আমবাড়ি-ফালাকাটা ও ডাবগ্রামে এবং আলিপুরদুয়ারের এথেলবাড়ি ও জয়গাঁতে দু’টি শিল্পতালুক তৈরি করা হয়েছে ৷ চারটে শিল্পতালুক মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় 124 একর ৷ প্রকল্পে খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকা ৷

এই শিল্পতালুকগুলিতে অন্তত পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেছে রাজ্য সরকার ৷ সেই সঙ্গে এ দিনের শিল্প সম্মেলনে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব এসেছে বলে দাবি করেছে প্রশাসন ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কলকাতার মতো উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নে আন্তর্জাতিকমানের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছিলেন ৷ সেই মতো মেয়র গৌতম দেবকে জমি চিহ্নিত করার দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মাটিগাড়ায় আন্তর্জাতিকমানের ওই কনভেশন সেন্টার তৈরি করা হবে বলে এ দিন জানিয়েছেন মমতা ৷

এছাড়াও শিল্পপতিদের কাছ থেকে বিনিয়োগ, ট্রেড লাইসেন্স সরলীকরণ, মিউটেশন-সহ একাধিক অভিযোগ উঠে আসে ৷ মুখ্যসচিবকে সেই সব সমস্যার দ্রুত সমাধান করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কোচবিহারের মদনমোহন-সহ বিভিন্ন মন্দিরকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরির দাবিও তোলেন কোচবিহারের শিল্পপতিরা ৷

বাণিজ্যের বাইরে এ দিন মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ পুলিশের উদ্দেশে তাঁর কড়া বার্তা, পুলিশ যেন শিল্পপতিদের গাড়ি আটকে হয়রান না-করে বা টাকা না-তোলে ৷ উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, তখন টোল ট্যাক্স, জিএসটি, পুলিশের হয়রানিতে খরচ বেড়ে যাচ্ছে । বিষয়টি ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে চরম কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ৷"

এ নিয়ে মমতার বক্তব্য, "টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের ৷ এখন তো একটাই ট্যাক্স ৷ আগে রাজ্য নিত ৷ রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম নেওয়া যাবে না ৷ তবে, একটা অনুরোধ করে দেখতে পারি ৷ কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না ! তবে, পুলিশ যাতে না-নেয়, সেটা দেখা হবে ৷" অপরদিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি থেকে আরও বেশি বাস চালু করার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শিলিগুড়ি, 19 মে: উত্তরবঙ্গে আয়োজিত বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে চা-বাগান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চা-বাগানের শ্রমিকদের নিয়ে ভোট রাজনীতির অভিযোগ তুললেন শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই ৷ প্রয়োজনে তৃণমূলের জনপ্রতিনিধি এবং চা শিল্পপতিদের নিয়ে দিল্লিতে টি-বোর্ডের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা ৷

ঘটনার সূত্রপাত চা-বাগান ও সেখানে বিনিয়োগ নিয়ে আলোচনার সময় ৷ সেখানে যেমন নানান প্রস্তাব দেওয়া হয়, সেই সঙ্গে টি-বোর্ডের বিরুদ্ধে চা-বাগানগুলি বন্ধ করার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ৷ জলপাইগুড়ি স্মল টি-গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী সেই অভিযোগ করেন ৷

তিনি বলেন, "টি-বোর্ড গত বছর 30 নভেম্বর নতুন চা-পাতা তোলায় নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ যা পরে রাজ্য সরকার খারিজ করে দেয় ৷ ফের একবার টি-বোর্ড একই সিদ্ধান্ত নিয়েছে ৷ আর সেই নিয়ে চক্রান্ত করছে ৷ আমরা চাই আপনি বিষয়টা দেখুন ৷" যা শুনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ভোট-রাজনীতির অভিযোগে সরব হন মমতা ৷

মমতা হুঁশিয়ারি দেন, "এসব হবে না ৷ এসব চলতে পারে না ৷ ভোটের রাজনীতি করা হচ্ছে ৷ ভোটের আগে বন্ধ বাগান খুলে দেব, সব করে দেব ৷ পরে সব ভুলে যাবে, এটা হবে না ৷ আপনারা এবার ঘেরাও করে দেবেন ৷ প্রয়োজনে প্রতিনিধি পাঠিয়ে দিল্লিতে টি-বোর্ড ঘেরাও করে রাখা হবে ৷" এ দিন নেপালের চা ভারতে ঢোকা নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ তবে, এই বিষয়ে রাজ্য সরকার দ্রুত একটি টি-টেস্টিং ল্যাবরেটরি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি ৷

প্রসঙ্গত, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের আট জেলার শিল্পপতিদের নিয়ে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার ৷ এ দিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ-সহ উত্তরের আট জেলার জেলাশাসক এবং পুলিশ আধিকারিকরা ৷

এ দিন মঞ্চ থেকে মমতা জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন করেন ৷ এই স্কাইওয়াক তৈরি করতে রাজ্য সরকার পাঁচ কোটি টাকা খরচ করে বলে জানান তিনি ৷ পাশাপাশি, ছোট ও মাঝারি শিল্প দফতরের অধীনে চারটি শিল্পতালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ তার মধ্যে জলপাইগুড়িতে দু’টি ও আলিপুরদুয়ারে দু’টি শিল্পতালুক রয়েছে ৷ জলপাইগুড়ি জেলার আমবাড়ি-ফালাকাটা ও ডাবগ্রামে এবং আলিপুরদুয়ারের এথেলবাড়ি ও জয়গাঁতে দু’টি শিল্পতালুক তৈরি করা হয়েছে ৷ চারটে শিল্পতালুক মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় 124 একর ৷ প্রকল্পে খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকা ৷

এই শিল্পতালুকগুলিতে অন্তত পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেছে রাজ্য সরকার ৷ সেই সঙ্গে এ দিনের শিল্প সম্মেলনে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ-প্রস্তাব এসেছে বলে দাবি করেছে প্রশাসন ৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কলকাতার মতো উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নে আন্তর্জাতিকমানের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছিলেন ৷ সেই মতো মেয়র গৌতম দেবকে জমি চিহ্নিত করার দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ মাটিগাড়ায় আন্তর্জাতিকমানের ওই কনভেশন সেন্টার তৈরি করা হবে বলে এ দিন জানিয়েছেন মমতা ৷

এছাড়াও শিল্পপতিদের কাছ থেকে বিনিয়োগ, ট্রেড লাইসেন্স সরলীকরণ, মিউটেশন-সহ একাধিক অভিযোগ উঠে আসে ৷ মুখ্যসচিবকে সেই সব সমস্যার দ্রুত সমাধান করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কোচবিহারের মদনমোহন-সহ বিভিন্ন মন্দিরকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরির দাবিও তোলেন কোচবিহারের শিল্পপতিরা ৷

বাণিজ্যের বাইরে এ দিন মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ পুলিশের উদ্দেশে তাঁর কড়া বার্তা, পুলিশ যেন শিল্পপতিদের গাড়ি আটকে হয়রান না-করে বা টাকা না-তোলে ৷ উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, তখন টোল ট্যাক্স, জিএসটি, পুলিশের হয়রানিতে খরচ বেড়ে যাচ্ছে । বিষয়টি ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে চরম কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ৷"

এ নিয়ে মমতার বক্তব্য, "টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের ৷ এখন তো একটাই ট্যাক্স ৷ আগে রাজ্য নিত ৷ রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম নেওয়া যাবে না ৷ তবে, একটা অনুরোধ করে দেখতে পারি ৷ কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না ! তবে, পুলিশ যাতে না-নেয়, সেটা দেখা হবে ৷" অপরদিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি থেকে আরও বেশি বাস চালু করার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.