কলকাতা, 27 মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন । বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অধীনে একটি কলেজে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পাওয়া এক বিশাল সম্মানের বিষয় । এটি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক । ঐতিহাসিক যে সভাকক্ষে তিনি বক্তৃতা দেবেন, সেখানে এর আগে বিশ্বখ্যাত বাঙালি বক্তা, নোবেল বিজয়ী অমর্ত্য সেনও বক্তৃতা দিয়েছেন ।
এমন একটি গুরুত্বপূর্ণ দিনে, অনেক নেতাই হয়তো নির্জনে প্রস্তুতি নিতে পছন্দ করতেন, আলাদাভাবে ভ্রমণ করতেন এবং নিজের চিন্তাভাবনায় মগ্ন থাকতেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পথে হেঁটেছেন । তিনি তাঁর প্রতিনিধি দলের সঙ্গেই বাসে করে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন ৷
লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী, অনুষ্ঠানটি আজ বিকেল 5টায় (ভারতীয় সময় রাত 10:30) শুরু হওয়ার কথা । স্থানীয় সময় প্রায় বেলা 11টায় মমতা তাঁর দলের সঙ্গে অক্সফোর্ডের উদ্দেশে বাসে ওঠেন । সড়কপথে এই যাত্রা প্রায় দুই ঘণ্টা সময় নেবে বলে আশা করা হচ্ছে ৷ তাই তিনি অনুষ্ঠানের অনেক আগেই অক্সফোর্ডে পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে । পুরো যাত্রায় মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশি দেখিয়েছে । নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি দলের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং সকলের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করেন ।
লন্ডনের কনকনে ঠান্ডার কথা মাথায় রেখে, তিনি অন্যদের জন্য গরম জলের ব্যবস্থাও করেছিলেন ৷ দীর্ঘ বাসযাত্রায় তিনি সাংবাদিকদের গান গাওয়ার অনুরোধও করেন । এরপর শুরু হয় রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান এবং আধুনিক বাংলা গানের এক স্বতঃস্ফূর্ত সঙ্গীতানুষ্ঠান ৷
বক্তৃতার আগে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে ঐতিহাসিক ক্যাম্পাস, সেখানকার কিংবদন্তী লাইব্রেরি এবং বিভিন্ন শিক্ষাবিভাগ, যেখানে বিশ্বের সেরা কিছু মনীষী অধ্যয়ন ও অধ্যাপনা করেছেন, সেগুলির একটি ট্যুর দেওয়ার পরিকল্পনা করেছে । মমতা তাঁর ভাষণের আগে বেশ কয়েকজন বিশিষ্ট গবেষক এবং অধ্যাপকের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে ।
তিনি ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু ও নারীদের ক্ষমতায়ন’ বিষয়ে কেলগ কলেজে তাঁর বক্তৃতা দেবেন ৷ স্বাভাবিকভাবেই, তাঁর ভাষণে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি বিশেষভাবে স্থান পাবে বলে আশা করা হচ্ছে । ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে । তিনি আলাদাভাবে অনুষ্ঠানে পৌঁছাবেন ।
মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ এবং বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি । কলেজের পক্ষ থেকে উপস্থিত থাকবেন কেলগ কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিচি এবং প্রতিষ্ঠানের ফেলো, উদ্যোক্তা লর্ড করণ বিলিমোরিয়া ।
অক্সফোর্ডের কর্মসূচি শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতেই লন্ডনে ফিরে আসবেন । শুক্রবার হিথরো বিমানবন্দর থেকে তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে ।