ETV Bharat / state

একবারও প্রতিবাদ করেছেন ? শিকল বেঁধে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে মোদিকে তোপ মমতার - MAMATA BANERJEE

শিকল বেঁধে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
বিধানসভায় মোদিকে তোপ মমতার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 7:41 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: শিকল বেঁধে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে সংবাদ মাধ্যমে । যেভাবে শিকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । এবার এই নিয়ে রাজ্য বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়ে তিনি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

মঙ্গলবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের জবাবী বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একদিকে যখন ভারত-আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী । বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "হতে পারে প্রোটোকল, কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কীভাবে এ ধরনের ঘটনা ঘটে !"

ETV BHARAT
শিকল বেঁধে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা আমেরিকা থেকে এল তাঁদের কেন শিকল বেঁধে নিয়ে আসা হল ! কী উত্তর আপনাদের (কেন্দ্র সরকারকে) ? আপনারা বলছেন ওটা ওদের প্রোটোকল । আমি প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি, আপনি উপস্থিত থাকাকালীন তাঁদের এভাবে নিয়ে আসা হয়েছে । প্রোটোকল তো সব দেশের এক রকম হয় না । মানবিকতাই তো সবার ঊর্ধ্বে ।"

প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "আপনি কি একবারও এর প্রতিবাদ করেছিলেন ?" বিদেশমন্ত্রী জয়শঙ্করের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "এঁরা কিন্তু কেউ বাংলার লোক নন । এঁরা কিন্তু গুজরাত, মহারাষ্ট্র, পঞ্জাবের লোক । যদি অনুপ্রবেশ করেও থাকে, আপনি বলতে পারতেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি আমি আমার ফ্লাইটে করে ভারতীয়দের নিয়ে আসব । কেউ কি দায়িত্ব নিয়েছিলেন !"

ETV BHARAT
বিধানসভায় মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী আরও বলেন, "কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিলে ওই মানুষগুলো সম্মানের সঙ্গে দেশে ফিরে আসতে পারত । কিন্তু সেই দায়িত্ব নেওয়া হয়নি । পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘণ্টা ঘুরিয়ে ঘুরিয়ে তাঁদের দেশে ফেরানো হল । এর মধ্যে থেকে মহিলারাও বাদ যায়নি । তা সত্ত্বেও আমরা কেন কিছু বলিনি ! আজকে বলছি, কারণ আপনারা বলতে বাধ্য করছেন । কিছু না বলা সত্ত্বেও আপনারা আমাকে টেরোরিস্টের সঙ্গে যুক্ত আছি বলে দিচ্ছেন, এর থেকে মৃত্যু হওয়া ভালো । এই দেশটা আমাদের সবার দেশ । তাই দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনও কথা আমরা বলি না । আমরা বিদেশনীতি এবং অভ্যন্তরীণ নীতির প্রশ্নে সবসময় বলি, কেন্দ্র সরকার যেটা বলবে আমরা সেটাই মেনে নেব ।"

কলকাতা, 18 ফেব্রুয়ারি: শিকল বেঁধে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে সংবাদ মাধ্যমে । যেভাবে শিকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । এবার এই নিয়ে রাজ্য বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়ে তিনি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

মঙ্গলবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের জবাবী বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একদিকে যখন ভারত-আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কীভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী । বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "হতে পারে প্রোটোকল, কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কীভাবে এ ধরনের ঘটনা ঘটে !"

ETV BHARAT
শিকল বেঁধে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা আমেরিকা থেকে এল তাঁদের কেন শিকল বেঁধে নিয়ে আসা হল ! কী উত্তর আপনাদের (কেন্দ্র সরকারকে) ? আপনারা বলছেন ওটা ওদের প্রোটোকল । আমি প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি, আপনি উপস্থিত থাকাকালীন তাঁদের এভাবে নিয়ে আসা হয়েছে । প্রোটোকল তো সব দেশের এক রকম হয় না । মানবিকতাই তো সবার ঊর্ধ্বে ।"

প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "আপনি কি একবারও এর প্রতিবাদ করেছিলেন ?" বিদেশমন্ত্রী জয়শঙ্করের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "এঁরা কিন্তু কেউ বাংলার লোক নন । এঁরা কিন্তু গুজরাত, মহারাষ্ট্র, পঞ্জাবের লোক । যদি অনুপ্রবেশ করেও থাকে, আপনি বলতে পারতেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি আমি আমার ফ্লাইটে করে ভারতীয়দের নিয়ে আসব । কেউ কি দায়িত্ব নিয়েছিলেন !"

ETV BHARAT
বিধানসভায় মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রী আরও বলেন, "কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিলে ওই মানুষগুলো সম্মানের সঙ্গে দেশে ফিরে আসতে পারত । কিন্তু সেই দায়িত্ব নেওয়া হয়নি । পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘণ্টা ঘুরিয়ে ঘুরিয়ে তাঁদের দেশে ফেরানো হল । এর মধ্যে থেকে মহিলারাও বাদ যায়নি । তা সত্ত্বেও আমরা কেন কিছু বলিনি ! আজকে বলছি, কারণ আপনারা বলতে বাধ্য করছেন । কিছু না বলা সত্ত্বেও আপনারা আমাকে টেরোরিস্টের সঙ্গে যুক্ত আছি বলে দিচ্ছেন, এর থেকে মৃত্যু হওয়া ভালো । এই দেশটা আমাদের সবার দেশ । তাই দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনও কথা আমরা বলি না । আমরা বিদেশনীতি এবং অভ্যন্তরীণ নীতির প্রশ্নে সবসময় বলি, কেন্দ্র সরকার যেটা বলবে আমরা সেটাই মেনে নেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.