ETV Bharat / state

লন্ডনের রাজপথে 'বাপু'কে সংবিধানরক্ষার আকুতি মমতার, কার উদ্দেশ্যে বার্তা ? - MAMATA BANERJEE

চলতে চলতে গান্ধিমূর্তি দেখে হঠাৎ থেমে গেলেন ৷ এরপর বাপু'র চরণে ফুল দিয়ে সংবিধানরক্ষার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee at London
লন্ডনের রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশাল মিডিয়া পোস্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 26, 2025 at 11:01 PM IST

Updated : March 26, 2025 at 11:06 PM IST

2 Min Read

লন্ডন, 26 মার্চ: লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার দেখা গেল একটু ভিন্ন মেজাজে। এদিন দুপুরে সেন্ট জেমস কোর্ট হোটেলে শিল্প সম্মেলন শুরুর ঠিক আগে, এবং শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর, মুখ্যমন্ত্রী আচমকাই বেরিয়ে পড়েন লন্ডনের রাজপথে । সঙ্গী ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ।

দু'জনের মধ্যে যখন কথোপকথন চলছিল, তখনই পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধির মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন মমতা । জানা গিয়েছে, মূর্তিটি দেখেই প্রণাম জানানোর ইচ্ছেপ্রকাশ করেন তিনি। তবে ফুল সঙ্গে না থাকায় প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হন । কিন্তু কর্তব্যরত নিরাপত্তারক্ষী কুসুম কুমার দ্বিবেদী দ্রুত মূর্তির পাশের ছোট বাগান থেকে কয়েকটি ফুল তুলে আনেন । এরপর মুখ্যমন্ত্রী চটি খুলে, সেই ফুলগুলি গান্ধি-মূর্তির পাদদেশে অর্পণ করেন । সেখানেই দাঁড়িয়ে স্পষ্ট স্বরে বলেন, "বাপু, সংবিধানটাকে রক্ষা করো !"

মোদি সরকারের আমলে বিরোধীরা দীর্ঘদিন ধরে দেশের সংবিধান বিপন্ন হওয়ার অভিযোগ করে আসছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সরব হয়েছেন । রাজনৈতিক মহলে এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন বারবার । এমতাবস্থায়, লন্ডনের বুকে দাঁড়িয়ে, জাতির জনকের মূর্তির সামনে মুখ্যমন্ত্রীর সংবিধানরক্ষার প্রার্থনা জানালেন।

ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । অনেকেই মনে করছেন, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে মোদি সরকারকে একপ্রকার বার্তা দিলেন । এর আগে, মঙ্গলবার বিকেলে ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর নাচের দলের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর হোটেলে দেখা করতে এসেছিলেন । আগামী সপ্তাহে লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান রয়েছে । সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডোনাকে একটি সোয়েটার উপহার দেন এবং বুধবার দুপুরে তাঁর সঙ্গে লন্ডন ভ্রমণের আমন্ত্রণ জানান । ডোনাও সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে লন্ডন শহর ঘুরে দেখেন ৷

লন্ডন, 26 মার্চ: লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার দেখা গেল একটু ভিন্ন মেজাজে। এদিন দুপুরে সেন্ট জেমস কোর্ট হোটেলে শিল্প সম্মেলন শুরুর ঠিক আগে, এবং শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর, মুখ্যমন্ত্রী আচমকাই বেরিয়ে পড়েন লন্ডনের রাজপথে । সঙ্গী ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ।

দু'জনের মধ্যে যখন কথোপকথন চলছিল, তখনই পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধির মূর্তির সামনে এসে দাঁড়িয়ে পড়েন মমতা । জানা গিয়েছে, মূর্তিটি দেখেই প্রণাম জানানোর ইচ্ছেপ্রকাশ করেন তিনি। তবে ফুল সঙ্গে না থাকায় প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হন । কিন্তু কর্তব্যরত নিরাপত্তারক্ষী কুসুম কুমার দ্বিবেদী দ্রুত মূর্তির পাশের ছোট বাগান থেকে কয়েকটি ফুল তুলে আনেন । এরপর মুখ্যমন্ত্রী চটি খুলে, সেই ফুলগুলি গান্ধি-মূর্তির পাদদেশে অর্পণ করেন । সেখানেই দাঁড়িয়ে স্পষ্ট স্বরে বলেন, "বাপু, সংবিধানটাকে রক্ষা করো !"

মোদি সরকারের আমলে বিরোধীরা দীর্ঘদিন ধরে দেশের সংবিধান বিপন্ন হওয়ার অভিযোগ করে আসছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সরব হয়েছেন । রাজনৈতিক মহলে এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন বারবার । এমতাবস্থায়, লন্ডনের বুকে দাঁড়িয়ে, জাতির জনকের মূর্তির সামনে মুখ্যমন্ত্রীর সংবিধানরক্ষার প্রার্থনা জানালেন।

ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । অনেকেই মনে করছেন, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে মোদি সরকারকে একপ্রকার বার্তা দিলেন । এর আগে, মঙ্গলবার বিকেলে ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর নাচের দলের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর হোটেলে দেখা করতে এসেছিলেন । আগামী সপ্তাহে লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান রয়েছে । সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডোনাকে একটি সোয়েটার উপহার দেন এবং বুধবার দুপুরে তাঁর সঙ্গে লন্ডন ভ্রমণের আমন্ত্রণ জানান । ডোনাও সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে লন্ডন শহর ঘুরে দেখেন ৷

Last Updated : March 26, 2025 at 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.