ETV Bharat / state

বুলডোজারে বিরতি, হবে সার্ভে: মমতা - Mamata puts brake on bulldozer

Mamata puts brake on bulldozer: আপাতত একমাস বুলডোজার দিয়ে উচ্ছেদে বিরতির সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাস্তাঘাট ও ফুটপাথ বেআইনি দখলদারমুক্ত করতে সার্ভে করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ আর এজন্য একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 2:44 PM IST

Updated : Jun 27, 2024, 3:59 PM IST

ETV BHARAT
উচ্ছেদ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 জুন: সোমবার পুরসভাগুলিকে মুখ্যমন্ত্রীর তোপ, আর তারপরই বেআইনি দখলদার উচ্ছেদে রাজ্যজুড়ে বুলডোজারের তৎপরতা - গত দু'দিন ধরে এই দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ ইতিমধ্যেই এই নিয়ে সরব বিরোধীরা ৷ উঠে আসছে যোগী আদিত্যনাথের 'বুলডোজার নীতি'র কথা ৷ এমনকী বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ এই পরিস্থিতিতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

'বুলডোজার নীতি'তে যে তিনি বিশ্বাসী নন, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্ন সভাঘরের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আপাতত একমাস আর কোনও উচ্ছেদ হবে না ৷ এই সময়ের মধ্যে সার্ভে চালিয়ে সবকিছু ঠিক করে নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ হকারদের জন্য ও পার্কিংয়ের জন্য আলাদা জোন তৈরি করতে একটি কমিটিও গঠন করেছেন তিনি ৷ এই কমিটিতে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও থাকবেন অতীন ঘোষ, অরূপ বিশ্বাস, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার ৷ কমিটিতে হকার ইউনিয়নের দু'জনকেও রাখা হয়েছে ৷ পুলিশকে সঙ্গে নিয়ে এই কমিটিকে সার্ভে করে রিপোর্ট পেশ করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের সময়ে উত্তরপ্রদেশে বেআইনি দখলদারদের উচ্ছেদে এবং অভিযুক্তদের বাড়িতে বুলডোজার হামলা চালানোর একের পর এক ঘটনা নিয়ে বিতর্ক হয়েছে দেশজুড়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে প্রতিবারই যোগীর পাশে দাঁড়ালেও সুপ্রিম কোর্টও বিষয়টিকে ভালো ভাবে নেয়নি ৷ গত সোমবার পুরসভাগুলির সঙ্গে বৈঠকে সরকারি জমি দখল নিয়ে পুলিশ ও কাউন্সিলরদের একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তারপরই দু'দিন ধরে দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে বুলডোজার দিয়ে চলছে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান ৷ ভেঙে ফেলা হয়েছে শয়ে শয়ে ঝুপড়ি, দোকানপাট ৷ বঙ্গের এই ঘটনার সঙ্গে তুলনা টেনে উঠে এসেছে যোগীর বুলডোজার নীতির কথা ৷ তবে তিনি যে বুলডোজারে বিশ্বাসী নন, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি এদিন বলেন, "উচ্ছেদ আমাদের লক্ষ্য নয় ৷ তবে সবটাই নিয়ম মেনে করতে হবে ৷ হকারদের দোষ দিয়ে লাভ কী ? দোষ আমাদেরই । আমরা নিউ মার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিই না কেন ? যেখানে ওঁরা বসতে পারবেন । এটা আমাদেরই করে দিতে হবে ।" কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, "প্রথমে বসাচ্ছেন (হকারদের), তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন সেটা আমি মানি না ৷"

বুলডোজার দিয়ে যাদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা বর্তমানে কোথায় আছেন, প্রকৃতই তাঁরা গরিব কি না, তার খোঁজখবর নিতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে সরকার তাঁদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷ প্রয়োজনে হকারদের জন্য বিমা করা যায় কি না, তাও ভেবে দেখার কথা বলেন তিনি ৷

কলকাতা, 27 জুন: সোমবার পুরসভাগুলিকে মুখ্যমন্ত্রীর তোপ, আর তারপরই বেআইনি দখলদার উচ্ছেদে রাজ্যজুড়ে বুলডোজারের তৎপরতা - গত দু'দিন ধরে এই দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ ইতিমধ্যেই এই নিয়ে সরব বিরোধীরা ৷ উঠে আসছে যোগী আদিত্যনাথের 'বুলডোজার নীতি'র কথা ৷ এমনকী বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ এই পরিস্থিতিতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

'বুলডোজার নীতি'তে যে তিনি বিশ্বাসী নন, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্ন সভাঘরের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আপাতত একমাস আর কোনও উচ্ছেদ হবে না ৷ এই সময়ের মধ্যে সার্ভে চালিয়ে সবকিছু ঠিক করে নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ হকারদের জন্য ও পার্কিংয়ের জন্য আলাদা জোন তৈরি করতে একটি কমিটিও গঠন করেছেন তিনি ৷ এই কমিটিতে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও থাকবেন অতীন ঘোষ, অরূপ বিশ্বাস, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার ৷ কমিটিতে হকার ইউনিয়নের দু'জনকেও রাখা হয়েছে ৷ পুলিশকে সঙ্গে নিয়ে এই কমিটিকে সার্ভে করে রিপোর্ট পেশ করতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের সময়ে উত্তরপ্রদেশে বেআইনি দখলদারদের উচ্ছেদে এবং অভিযুক্তদের বাড়িতে বুলডোজার হামলা চালানোর একের পর এক ঘটনা নিয়ে বিতর্ক হয়েছে দেশজুড়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে প্রতিবারই যোগীর পাশে দাঁড়ালেও সুপ্রিম কোর্টও বিষয়টিকে ভালো ভাবে নেয়নি ৷ গত সোমবার পুরসভাগুলির সঙ্গে বৈঠকে সরকারি জমি দখল নিয়ে পুলিশ ও কাউন্সিলরদের একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তারপরই দু'দিন ধরে দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে বুলডোজার দিয়ে চলছে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান ৷ ভেঙে ফেলা হয়েছে শয়ে শয়ে ঝুপড়ি, দোকানপাট ৷ বঙ্গের এই ঘটনার সঙ্গে তুলনা টেনে উঠে এসেছে যোগীর বুলডোজার নীতির কথা ৷ তবে তিনি যে বুলডোজারে বিশ্বাসী নন, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি এদিন বলেন, "উচ্ছেদ আমাদের লক্ষ্য নয় ৷ তবে সবটাই নিয়ম মেনে করতে হবে ৷ হকারদের দোষ দিয়ে লাভ কী ? দোষ আমাদেরই । আমরা নিউ মার্কেট এলাকায় একটা বিল্ডিং বানিয়ে দিই না কেন ? যেখানে ওঁরা বসতে পারবেন । এটা আমাদেরই করে দিতে হবে ।" কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, "প্রথমে বসাচ্ছেন (হকারদের), তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন সেটা আমি মানি না ৷"

বুলডোজার দিয়ে যাদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা বর্তমানে কোথায় আছেন, প্রকৃতই তাঁরা গরিব কি না, তার খোঁজখবর নিতে বলেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে সরকার তাঁদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷ প্রয়োজনে হকারদের জন্য বিমা করা যায় কি না, তাও ভেবে দেখার কথা বলেন তিনি ৷

Last Updated : Jun 27, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.