ETV Bharat / state

আচমকাই অর্থ দফতরে মুখ্যমন্ত্রী, কেন ? - MAMATA MAKES SURPRISE VISIT

নবান্নে আজ আচমকাই কাজ দেখতে 12 তলায় অর্থ দফতরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷

ETV BHARAT
আচমকাই অর্থ দফতরে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2025 at 6:57 PM IST

2 Min Read

কলকাতা, 3 জুন: অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রী নবান্নের কর্মীদের কর্মসংস্কৃতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন । আগেও কয়েকবার আচমকাই কারওকে কিছু না-জানিয়ে বিভিন্ন দফতরের কাজ দেখতে পৌঁছে গিয়েছেন । মঙ্গলবারও একই ঘটনা ঘটল । এদিন দুপুর বারোটা নাগাদ নবান্নে আসার পরই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন অর্থ দফতরে ।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এক প্রশাসনিক বৈঠকে অর্থসচিব প্রভাত মিশ্রকে অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র একজন জেন্টালম্যান।" তার পরেই তিনি বলেন, "তোমার যে টিম বসে আছে, দু’-এক জন ছাড়া বেশিরভাগই বামপন্থী । ওটাকে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে । দরকার হলে তুমি নতুন এফিশিয়েন্ট লোক নিয়ে এসো ।" মুখ্যমন্ত্রীর সংযোজন, "আমি নিজে সারপ্রাইজ ভিজিট করে দেখেছি, ফাইলের পর ফাইল পড়ে থাকে, আর আলোচনা হয় মিটিং-মিছিল কীভাবে হবে ।"

এরপরেই আজ অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আচমকা 12 তলায় পৌঁছে যাওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এদিন 12 তলায় পৌঁছেই প্রথমে মুখ্যমন্ত্রী যান অর্থসচিবের ঘরে । তারপরে কিছুক্ষণ করিডোরে পর্যবেক্ষণ করার পর অর্থ দফতরের কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি । পরে কর্মীদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন মুখ্যমন্ত্রী । এ দিন মুখ্যমন্ত্রী কর্মীদের সঙ্গে কথা বলে কেমন কাজকর্ম চলছে, কোথাও অসুবিধা হচ্ছে কি না জানতে চান । জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী 12 তলায় প্রায় সাত মিনিট মতো ছিলেন । তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি সরাসরি 14 তলায় নিজের ঘরে চলে যান ।

অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট এবারই প্রথম নয় । এর আগেও আচমকাই এভাবে অর্থ দফতরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার এভাবে মুখ্যমন্ত্রীর অর্থ দফতরে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে দেওয়া ইঙ্গিত থেকে স্পষ্ট, অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে সেভাবে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সে কারণেই বারবার তাঁর অর্থ দফতরে পৌঁছে যাওয়া কি না, তা নিয়ে চর্চা চলছে ।

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ লোকনাথ বাবার তিরোধান দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকলা মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ । কিন্তু প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকায় তিনি মন্দির কর্তৃপক্ষের এই অনুরোধ রাখতে পারেননি । তবে দলের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারকে এদিন এই অনুরোধ রক্ষায় চাকলা মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি । সেই মতো আজ চাকলা মন্দিরে গিয়েছেন কাকলি ।

কলকাতা, 3 জুন: অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রী নবান্নের কর্মীদের কর্মসংস্কৃতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন । আগেও কয়েকবার আচমকাই কারওকে কিছু না-জানিয়ে বিভিন্ন দফতরের কাজ দেখতে পৌঁছে গিয়েছেন । মঙ্গলবারও একই ঘটনা ঘটল । এদিন দুপুর বারোটা নাগাদ নবান্নে আসার পরই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন অর্থ দফতরে ।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এক প্রশাসনিক বৈঠকে অর্থসচিব প্রভাত মিশ্রকে অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন । বলেছিলেন, "দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র একজন জেন্টালম্যান।" তার পরেই তিনি বলেন, "তোমার যে টিম বসে আছে, দু’-এক জন ছাড়া বেশিরভাগই বামপন্থী । ওটাকে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে । দরকার হলে তুমি নতুন এফিশিয়েন্ট লোক নিয়ে এসো ।" মুখ্যমন্ত্রীর সংযোজন, "আমি নিজে সারপ্রাইজ ভিজিট করে দেখেছি, ফাইলের পর ফাইল পড়ে থাকে, আর আলোচনা হয় মিটিং-মিছিল কীভাবে হবে ।"

এরপরেই আজ অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আচমকা 12 তলায় পৌঁছে যাওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এদিন 12 তলায় পৌঁছেই প্রথমে মুখ্যমন্ত্রী যান অর্থসচিবের ঘরে । তারপরে কিছুক্ষণ করিডোরে পর্যবেক্ষণ করার পর অর্থ দফতরের কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি । পরে কর্মীদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন মুখ্যমন্ত্রী । এ দিন মুখ্যমন্ত্রী কর্মীদের সঙ্গে কথা বলে কেমন কাজকর্ম চলছে, কোথাও অসুবিধা হচ্ছে কি না জানতে চান । জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী 12 তলায় প্রায় সাত মিনিট মতো ছিলেন । তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি সরাসরি 14 তলায় নিজের ঘরে চলে যান ।

অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট এবারই প্রথম নয় । এর আগেও আচমকাই এভাবে অর্থ দফতরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার এভাবে মুখ্যমন্ত্রীর অর্থ দফতরে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে দেওয়া ইঙ্গিত থেকে স্পষ্ট, অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে সেভাবে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর সে কারণেই বারবার তাঁর অর্থ দফতরে পৌঁছে যাওয়া কি না, তা নিয়ে চর্চা চলছে ।

এদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ লোকনাথ বাবার তিরোধান দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকলা মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ । কিন্তু প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকায় তিনি মন্দির কর্তৃপক্ষের এই অনুরোধ রাখতে পারেননি । তবে দলের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারকে এদিন এই অনুরোধ রক্ষায় চাকলা মন্দিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি । সেই মতো আজ চাকলা মন্দিরে গিয়েছেন কাকলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.