কলকাতা, 5 জুন: হঠাৎ এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাসপাতালে আসেন তিনি । প্রায় দু'ঘণ্টা থাকার পর সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ হাসপাতালের উডবার্ন থেকে বেরোন মমতা ।
এদিন তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এসএসকেএম হাসপাতালে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন । উডবার্ন থেকে বেরিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই জানা যায় মুখ্যমন্ত্রীর হাসপাতালে আসার প্রধান কারণ । দূর থেকে হাত তুলে মমতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "চোখের পাওয়ার দেখাতে এসেছিলাম ।" সেখানে তাঁকে দিল্লি সফর নিয়ে জিজ্ঞাসা করা হলে জানান, এখনও সঠিকভাবে কিছু জানেন না ।
হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটা হাসপাতাল । এখানে এই বিষয়ে তিনি কোনও কথা বলবেন না ।
গতবছর এই সময় নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক সপ্তাহ অন্তর তাঁর দুটো চোখেই এই অস্ত্রোপচার করা হয়েছিল । প্রায় একবছর হয়ে গিয়েছে । সেই কারণেই তিনি এদিন এসএসকেএমে চোখের পরীক্ষা করাতে এসেছিলেন বলে জানা গিয়েছে ।
এর আগে একাধিকবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী । কখনও বিদেশ সফরে গিয়ে পায়ে চোট পেয়ে, আবার কখনও দেখা গিয়েছিল কপাল ফেটে গিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । সেই সময় কপালে চারটে সেলাই পড়েছিল তাঁর । এছাড়াও মাঝে মাঝে নিজের রুটিন চেকআপ করাতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনও চোখের চিকিৎসায় গিয়েছিলেন ।