ETV Bharat / state

'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার - Lok Sabha Election 2024

Mamata Banerjee in Bangaon: মতুয়াগড় বনগাঁ থেকে মমতার দাবি দেশে ক্ষমতায় আসছে 'ইন্ডিয়া' জোট ৷ বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা থেকে বিজেপি'র আসনসংখ্যাও বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানালেন, বিজেপি বড়জোর 190-195 আসন পাবে দেশে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 3:45 PM IST

Updated : May 13, 2024, 5:06 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (মমতা বন্দ্যোপাধ্যায়-ফেসবুক)
বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

বনগাঁ, 13 মে: তৃতীয় দফার পরই কুপোকাৎ হয়ে গিয়েছে বিজেপি ৷ চতুর্থ দফা নির্বাচনের দিন বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা থেকে নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করে চলতি লোকসভা নির্বাচনে বিজেপি'র সিট সংখ্যা বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মতুয়াগড়ে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, 315টির-ও বেশি আসন নিয়ে দেশে ক্ষমতায় আসছে 'ইন্ডিয়া' জোট ৷

বিজেপি'র 'ইসবার 400 পার' স্লোগানকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "তিনটে দফা যা হয়েছে, তাতেই কুপোকাৎ হয়েছে ৷ এপাশ-ওপাশ-ধপাস হবে ৷ বলেছিল না, ইসবার 400 পার ? দু'শোই পেরোবে না তো 400 কী করে পেরোবে ?" এরপরই মমতা লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, "এবার ইন্ডিয়া জোট-ই জিতবে ৷ কালকে পর্যন্ত আমাদের যা হিসাব আছে, তাতে ওরা বড়জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে 3-4টে পার্টিকে বাদ দিয়ে ৷"

বনগাঁ মতুয়াগড় হওয়ায় সেখান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ্যমন্ত্রী যে কেন্দ্রকে বিঁধবেন, সেকথা জানাই ছিল ৷ সম্ভাবনায় সিলমোহর দিয়ে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, "মতুয়াদের প্রতি যখন এত ভালোবাসা তাহলে কেন দিচ্ছেন না নিঃশর্ত অধিকার? কেন বলছেন ফর্ম ফিল-আপ করে বাবা-মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো?" নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা আরও বলেন,"সবাই আমার নাগরিক ৷ গায়ের জোরে মতুয়া ভাই-বোনেদের অধিকার আমি কেড়ে নিতে দেব না ৷ মনে রাখবেন আপনাদের গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে ৷ আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদিকে পেরোতে হবে ৷"

বাংলায় ক্ষমতায় এলে বিজেপি'র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল করা মন্তব্য প্রসঙ্গেও মতুয়াগড় থেকে এদিন সুর চড়িয়েছেন মমতা ৷ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিরর সুরে বিজেপি'কে এদিন বলেন, "তৃণমূল বাংলায় হারবে না ৷ আর লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে এলে তোমাদের হাতগুলোকে কী করতে হয় আমার জানা আছে ৷"

আরও পড়ুন:

  1. 'আমার মনে এত জ্বালা', মোদিকে বিঁধে কী বললেন মমতা ?
  2. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির

বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

বনগাঁ, 13 মে: তৃতীয় দফার পরই কুপোকাৎ হয়ে গিয়েছে বিজেপি ৷ চতুর্থ দফা নির্বাচনের দিন বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা থেকে নরেন্দ্র মোদিকে ফের আক্রমণ করে চলতি লোকসভা নির্বাচনে বিজেপি'র সিট সংখ্যা বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মতুয়াগড়ে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, 315টির-ও বেশি আসন নিয়ে দেশে ক্ষমতায় আসছে 'ইন্ডিয়া' জোট ৷

বিজেপি'র 'ইসবার 400 পার' স্লোগানকে কটাক্ষ করে মমতা এদিন বলেন, "তিনটে দফা যা হয়েছে, তাতেই কুপোকাৎ হয়েছে ৷ এপাশ-ওপাশ-ধপাস হবে ৷ বলেছিল না, ইসবার 400 পার ? দু'শোই পেরোবে না তো 400 কী করে পেরোবে ?" এরপরই মমতা লোকসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, "এবার ইন্ডিয়া জোট-ই জিতবে ৷ কালকে পর্যন্ত আমাদের যা হিসাব আছে, তাতে ওরা বড়জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে 3-4টে পার্টিকে বাদ দিয়ে ৷"

বনগাঁ মতুয়াগড় হওয়ায় সেখান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ্যমন্ত্রী যে কেন্দ্রকে বিঁধবেন, সেকথা জানাই ছিল ৷ সম্ভাবনায় সিলমোহর দিয়ে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, "মতুয়াদের প্রতি যখন এত ভালোবাসা তাহলে কেন দিচ্ছেন না নিঃশর্ত অধিকার? কেন বলছেন ফর্ম ফিল-আপ করে বাবা-মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো?" নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা আরও বলেন,"সবাই আমার নাগরিক ৷ গায়ের জোরে মতুয়া ভাই-বোনেদের অধিকার আমি কেড়ে নিতে দেব না ৷ মনে রাখবেন আপনাদের গায়ে হাত দেওয়ার আগে আমার গায়ে হাত দিতে হবে ৷ আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদিকে পেরোতে হবে ৷"

বাংলায় ক্ষমতায় এলে বিজেপি'র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল করা মন্তব্য প্রসঙ্গেও মতুয়াগড় থেকে এদিন সুর চড়িয়েছেন মমতা ৷ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিরর সুরে বিজেপি'কে এদিন বলেন, "তৃণমূল বাংলায় হারবে না ৷ আর লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে এলে তোমাদের হাতগুলোকে কী করতে হয় আমার জানা আছে ৷"

আরও পড়ুন:

  1. 'আমার মনে এত জ্বালা', মোদিকে বিঁধে কী বললেন মমতা ?
  2. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির
Last Updated : May 13, 2024, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.