ETV Bharat / state

মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার ‘শেষ’ আবেদন মমতার - Mamata Meets Junior Doctors

Mamata Banerjee Meets Junior Doctors: শনিবার বিধাননগরে স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেখানে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেন ৷ সঙ্গে উল্লেখ করেন যে এটাই তাঁর শেষ চেষ্টা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 1:20 PM IST

Updated : Sep 14, 2024, 3:16 PM IST

Mamata Banerjee Meets Junior Doctors
জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে একমাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ শনিবার বিধাননগরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হয়ে সেই আন্দোলনকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়ে বললেন, ‘‘এটা আমার শেষ চেষ্টা ।’’

এ দিন দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান ৷ সেখানে গিয়ে তিনি অবশ্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে কোনও আলোচনা করেননি ৷ বরং নিজের বক্তব্য ডাক্তারদের সামনে তুলে ধরেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আন্দোলনের ব্যথা বুঝি ৷ আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি ৷ আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দিন আমার কোন অসুবিধা নেই । তবে আমাকে পাঁচ মিনিট সময় দিন ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমার একটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজেই এখানে ছুটে এসেছি ৷ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই ৷ আমি জানি আমার পোস্ট বড় কথা নয় ৷ আমি জানি মানুষের পোস্টই বড় কথা ৷ আপনার কাল সারারাত ঝড় জলে কষ্ট পেয়েছেন আমারও কষ্ট হয়েছে ৷’’

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ 33 দিন 34 দিন আপনার আন্দোলন করছেন আমি ঘুমোতে পারিনি । আপনারা ঝড় জলে আন্দোলন করছেন ৷ আমিও ঘুমোতে পারিনি ৷ এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন ৷ আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আপনাদের দাবিগুলো কথা বলে সহানুভূতির সঙ্গে আমি খতিয়ে দেখব ।’’

তিনি আরও জানান, সরকার তিনি একা চালান না ৷ তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজিও রয়েছেন ৷ সকলের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বলেন, ‘‘যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন ৷ আমি চাই তিলোত্তমার বিচার হোক ৷ আমি সিবিআইকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব বিচার হোক ৷ যদি আমার উপর আস্থা ভরসা থাকে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব । আপনাদের উপর কোনও অবিচার করব না ৷’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে ৷ দোষীরা কেউ আমার বন্ধু নয় ৷ কেউ আমার শত্রু নয় ৷ আপনারা ভাবছেন দোষীরা আমার বন্ধু ৷ আমি তাদের চিনি না ৷ তারা কেউ আমার বন্ধু নয় ৷ সবটাই আসে প্রসেসের মাধ্যমে ৷ আমি সাধ্যমতো চেষ্টা করব কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ৷’’

তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ফেরার অনুরোধ করেন ৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দেন ৷ একই সঙ্গে জানান যে এ দিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে এসেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ৷ তিনি বলেন, ‘‘এটা আমার শেষ চেষ্টা । যদি আমার উপর ভরসা রাখেন অবিচার হবে না ৷’’

কলকাতা, 14 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুলে একমাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ শনিবার বিধাননগরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধরনা মঞ্চে হাজির হয়ে সেই আন্দোলনকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়ে বললেন, ‘‘এটা আমার শেষ চেষ্টা ।’’

এ দিন দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান ৷ সেখানে গিয়ে তিনি অবশ্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে কোনও আলোচনা করেননি ৷ বরং নিজের বক্তব্য ডাক্তারদের সামনে তুলে ধরেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আন্দোলনের ব্যথা বুঝি ৷ আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি ৷ আপনারা আমার বিরুদ্ধে স্লোগান দিন আমার কোন অসুবিধা নেই । তবে আমাকে পাঁচ মিনিট সময় দিন ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমার একটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজেই এখানে ছুটে এসেছি ৷ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই ৷ আমি জানি আমার পোস্ট বড় কথা নয় ৷ আমি জানি মানুষের পোস্টই বড় কথা ৷ আপনার কাল সারারাত ঝড় জলে কষ্ট পেয়েছেন আমারও কষ্ট হয়েছে ৷’’

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ 33 দিন 34 দিন আপনার আন্দোলন করছেন আমি ঘুমোতে পারিনি । আপনারা ঝড় জলে আন্দোলন করছেন ৷ আমিও ঘুমোতে পারিনি ৷ এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন ৷ আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আপনাদের দাবিগুলো কথা বলে সহানুভূতির সঙ্গে আমি খতিয়ে দেখব ।’’

তিনি আরও জানান, সরকার তিনি একা চালান না ৷ তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজিও রয়েছেন ৷ সকলের সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বলেন, ‘‘যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন ৷ আমি চাই তিলোত্তমার বিচার হোক ৷ আমি সিবিআইকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব বিচার হোক ৷ যদি আমার উপর আস্থা ভরসা থাকে আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব । আপনাদের উপর কোনও অবিচার করব না ৷’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে ৷ দোষীরা কেউ আমার বন্ধু নয় ৷ কেউ আমার শত্রু নয় ৷ আপনারা ভাবছেন দোষীরা আমার বন্ধু ৷ আমি তাদের চিনি না ৷ তারা কেউ আমার বন্ধু নয় ৷ সবটাই আসে প্রসেসের মাধ্যমে ৷ আমি সাধ্যমতো চেষ্টা করব কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ৷’’

তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ফেরার অনুরোধ করেন ৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দেন ৷ একই সঙ্গে জানান যে এ দিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নন, দিদি হিসেবে এসেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ৷ তিনি বলেন, ‘‘এটা আমার শেষ চেষ্টা । যদি আমার উপর ভরসা রাখেন অবিচার হবে না ৷’’

Last Updated : Sep 14, 2024, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.