ETV Bharat / state

বিশ্বব্যাংকের ঋণ চুক্তি নিয়ে কেন তাঁকে অন্ধকারে রাখা হল ? মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মমতার - MAMATA BANERJEE

তাঁর অগোচরেই একটি দফতর বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করায় মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2025 at 1:15 PM IST

2 Min Read

কলকাতা, 3 জুন: বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তি করেছে রাজ্য সরকারের একটি দফতর ৷ অথচ তা জানেনই না মুখ্যমন্ত্রী ! এতেই সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর দফতরের অনুমতি ছাড়া যেন বড় কোনও সিদ্ধান্ত গৃহীত না-হয় ৷

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিজ দফতরের কাজকর্মের স্বচ্ছতা এবং সমন্বয়ের অভাব নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন যে, যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে অবহিত করা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে তা হচ্ছে না । এমনকি বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও মুখ্যমন্ত্রীর অগোচরেই থেকে যাচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী । আর সে কারণে রীতিমতো মন্ত্রীর সমালোচনাও করেন তিনি ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের একটি দফতর বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তি করেছে, যার বিস্তারিত তথ্য সময়মতো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, "সরকারের একটি দফতর বিশ্বব্যাংকের থেকে ঋণ নিচ্ছে । অথচ আমার নজরে তা আনা হচ্ছে না, ক্যাবিনেটেও আনা হল না, আর তুমি ঋণ নিয়ে নেবে ? এটা চলতে পারে না ৷" তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তথ্য যেন সরাসরি তাঁর দফতরে আসে । এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর দফতরের চূড়ান্ত অনুমতির প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট করে দিলেন ।

এছাড়াও, রাজ্যের সরকারি আইনি পরিকাঠামো কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তিনি আইনমন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "লিগাল সেলে কোনও কাজ হচ্ছে না ।" লিগাল সেল শুধু নামেই আছে বলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং লিগাল সেলকে আরও সক্রিয় করার জন্য মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দেন তিনি ।

মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের ফলে মন্ত্রীদের দফতরী সিদ্ধান্তে আরও বেশি সতর্ক এবং সমন্বিত হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে । এটি রাজ্যের প্রশাসনিক কার্যকারিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 3 জুন: বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তি করেছে রাজ্য সরকারের একটি দফতর ৷ অথচ তা জানেনই না মুখ্যমন্ত্রী ! এতেই সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রিসভার বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর দফতরের অনুমতি ছাড়া যেন বড় কোনও সিদ্ধান্ত গৃহীত না-হয় ৷

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিজ দফতরের কাজকর্মের স্বচ্ছতা এবং সমন্বয়ের অভাব নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন যে, যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে অবহিত করা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে তা হচ্ছে না । এমনকি বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও মুখ্যমন্ত্রীর অগোচরেই থেকে যাচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী । আর সে কারণে রীতিমতো মন্ত্রীর সমালোচনাও করেন তিনি ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের একটি দফতর বিশ্বব্যাংকের সঙ্গে ঋণের চুক্তি করেছে, যার বিস্তারিত তথ্য সময়মতো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, "সরকারের একটি দফতর বিশ্বব্যাংকের থেকে ঋণ নিচ্ছে । অথচ আমার নজরে তা আনা হচ্ছে না, ক্যাবিনেটেও আনা হল না, আর তুমি ঋণ নিয়ে নেবে ? এটা চলতে পারে না ৷" তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তথ্য যেন সরাসরি তাঁর দফতরে আসে । এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্যের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর দফতরের চূড়ান্ত অনুমতির প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট করে দিলেন ।

এছাড়াও, রাজ্যের সরকারি আইনি পরিকাঠামো কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তিনি আইনমন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন । বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "লিগাল সেলে কোনও কাজ হচ্ছে না ।" লিগাল সেল শুধু নামেই আছে বলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং লিগাল সেলকে আরও সক্রিয় করার জন্য মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দেন তিনি ।

মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের ফলে মন্ত্রীদের দফতরী সিদ্ধান্তে আরও বেশি সতর্ক এবং সমন্বিত হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে । এটি রাজ্যের প্রশাসনিক কার্যকারিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.