ETV Bharat / state

কোপাই দখলের পর মাফিয়াদের নজরে লাগোয়া তিনফসলা জমি, দেদার লুট মাটি-বালি - SOIL AND SAND SMUGGLING

নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় দেদার লুট মাটি-বালি ৷ জানা নেই, দাবি বিডিও এবং কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ৷

Soil and Sand Smuggling
কোপাই দখলের পর মাফিয়াদের নজরে তিনফসলা জমি, দেদার লুট মাটি-বালি ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2025 at 4:39 PM IST

4 Min Read

বোলপুর, 8 এপ্রিল: শান্তিনিকেতনে বালি ও মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে কোপাই নদী সংলগ্ন তিনফসলা জমি দখল হওয়ার অভিযোগ ৷ নদীর পাড় কেটে মাটি ও বালি তোলার পর, এবার মাফিয়াদের নজরে নদীর পার লাগোয়া চাষের জমি ৷ যেখান থেকে প্রথমে দেদার মাটি কেটে পাচার হচ্ছে ৷ আর মাটির স্তর সরলেই বালি পাচার করছে মাফিয়ারা ৷ এমনই অভিযোগ করছেন বীরভূমের বোলপুর ব্লকের কোপাই নদীর তীরে অবস্থিত কংকালীতলা পঞ্চায়েতের গ্রামগুলির বাসিন্দারা ৷

অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কার্যকলাপ হচ্ছে ৷ কিন্তু, গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক বা বোলপুরের বিডিও, কেউই নাকি বিষয়টি জানেন না ৷ এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে পঞ্চায়েত প্রধান ছায়ারানি সাহার বক্তব্য, "আমি বিষয়টা জানতাম না ৷ আপনার থেকে শুনলাম ৷ খোঁজ নিয়ে দেখব ৷ প্রশাসনকেও জানাব ৷ সেই মতো এই বিষয়ে ব্যবস্থা নিতে বলব ৷"

প্রশাসনের নাকের ডগায় দেদার লুট মাটি-বালি (নিজস্ব ভিডিয়ো)

আর ব্লক উন্নয়ন আধিকারিক আবার ইটিভি ভারতকে ধন্যবাদ জানালেন তাঁকে অবগত করানোর জন্য ৷ বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, "আমি আপনার থেকেই বিষয়টা প্রথমবার জানলাম ৷ আপনাকে ধন্যবাদ ! আমি অবশ্যই ভূমি দফতরকে বলব বিষয়টা দেখতে ৷ প্রয়োজনে আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলে দেখব বিষয়টা ৷"

Soil and Sand Smuggling
চাষের জমি কেটে মাটি ও বালি পাচারের ফলে তৈরি হওয়া 10-12 ফুটের খাদ ৷ (নিজস্ব ছবি)

প্রশাসনের তরফে বলা হচ্ছে, তারা কিছু জানে না ৷ এ দিকে কোপাই নদী তীরবর্তী চাষের জমিগুলির অর্ধেকের বেশি দখল হয়ে গিয়েছে ৷ শুধু দখল নয় ৷ সেই জমি যথেচ্ছভাবে কাটায় গভীর খাদ তৈরি হয়েছে ৷ যা সরেজমিনে খতিয়ে দেখেছে ইটিভি ভারত ৷ জমিহারা কৃষকদের একাংশ অভিযোগ করছেন, ভয় দেখিয়ে অথবা অল্প দামে কৃষকদের থেকে জমি রীতিমতো কেড়ে নেওয়া হচ্ছে ৷

Soil and Sand Smuggling
কোপাইয়ের তীরে মাটি কাটার পর বেরিয়ে এসেছে নীচের বালির স্তর ৷ (নিজস্ব ছবি)

প্রথমে জমির উপরের মাটি কেটে তুলে নেওয়া হচ্ছে ৷ আর সেই মাটির স্তর সরে গেলে বেরিয়ে আসছে তলার বালি ৷ এরপর সেই বালি কেটে পাচার হয়ে যাচ্ছে ৷ আর পুরোটাই হচ্ছে রাতের বেলায় ৷ জেসিবি নামিয়ে একের পর এক ট্রাকে মাটি ও বালি ভর্তি করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ গ্রামবাসীদের দাবি, পুলিশ মাঝে মধ্যেই এলাকায় টহল দিয়ে যায় ৷ বেআইনিভাবে যে চাষের জমি দখল করে মাটি ও বালি তোলা হচ্ছে, তাও পুলিশের নজর এড়ায়নি বলে অভিযোগ করেছেন একাংশ কৃষক ৷

Soil and Sand Smuggling
কোপাই নদী সংলগ্ন চাষের জমির মাটি ও বালি কেটে পাচার ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, কোপাই নদী ও তার আশেপাশের জমি থেকে মাটি ও বালি কাটায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ তা সত্ত্বেও কোপাই নদীর চর থেকে দেদার মাটি ও বালি তোলা হয়েছে ৷ যার ফলে কোপাইয়ের গতিপথ বদলেছে বলে অভিযোগ করছেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গ্রামগুলির বাসিন্দারা ৷

এবার মাটি ও বালি মাফিয়াদের নজর পড়েছে নদীর পারের চাষের জমিতে ৷ নির্বিচারে মাটি ও বালি কাটা শুরু হয়েছে ৷ স্বাভাবিকভাবেই ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে ৷ আর তেমনটা হলে, আগামী কয়েকবছরে কোপাই নদী জনবসতিতে প্রবেশ করতে পারে ৷ যার ফল হবে বন্যা ৷

Soil and Sand Smuggling
চাষের জমি কেটে মাটি ও বালি পাচারের ফলে তৈরি হওয়া গভীর খাদ ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, "সবাই রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে গিয়েছে ৷ রামকৃষ্ণদেবের বাণী আছে না, 'টাকা মাটি, মাটি টাকা' ৷ এরা তো মাটিটাকেই সোনা বানিয়ে ফেলেছে ৷ যা চাক্ষুস করলাম, কীভাবে কোপাই নদীর পার কেটেছে ৷ জমি মাফিয়ারা নদী পার দখল করেছে, নদীর যে ভূগোল সেটাকে ইতিহাস বানিয়ে দিচ্ছে ৷ 50 থেকে 100 বছর পর কেউ জানতেও পারবে না এখানে নদী ছিল ৷ এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ৷ নদীর গতিপথ যদি এভাবে বদল করা হয়, তা হলে যেকোনও দিন জনপদ দিয়ে নদী বইবে ৷ কোপাই নদীকে এত জোরে কোপ মারা হচ্ছে যে, এই কোপেতেই সে শেষ হয়ে যাবে !"

এই বেআইনি কর্মকাণ্ড শাসকদল তৃণমূলের সমর্থনে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাংশ গ্রামবাসী ৷ রাম লোহার বলেন, "নদীর পারের জমি বলে ভালো ফলন হয় ৷ কিন্তু, কেটে নিচ্ছে জমির মাটি-বালি ৷ আমাদের জমিগুলো যদি ওদের দিয়ে না-দিই, এমনইতেই ধস নামবে ৷ সবই তো কেটে নিয়েছে ৷ বন্যার আশঙ্কা আছে চরম ৷ ভালো রকম আতঙ্কে আছি ৷ কখনও-কখনও পুলিশ আসে, দেখে চলে যায় ৷ আবার কাটে ৷ এতে সবাই যুক্ত ৷ কী আর বলব, কারও নাম বললে আমাদের উপর হামলা হবে ৷"

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে স্থান পেয়েছে এই কোপাই নদী ৷ সেই 'আমাদের ছোট নদী' গত দুই দশক ধরে মাফিয়াদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে ৷ কখনও নদীর পার দখল করে হচ্ছে কংক্রিটের নির্মাণ, কখনও লুট হচ্ছে মাটি ও বালি ৷

বোলপুর, 8 এপ্রিল: শান্তিনিকেতনে বালি ও মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে কোপাই নদী সংলগ্ন তিনফসলা জমি দখল হওয়ার অভিযোগ ৷ নদীর পাড় কেটে মাটি ও বালি তোলার পর, এবার মাফিয়াদের নজরে নদীর পার লাগোয়া চাষের জমি ৷ যেখান থেকে প্রথমে দেদার মাটি কেটে পাচার হচ্ছে ৷ আর মাটির স্তর সরলেই বালি পাচার করছে মাফিয়ারা ৷ এমনই অভিযোগ করছেন বীরভূমের বোলপুর ব্লকের কোপাই নদীর তীরে অবস্থিত কংকালীতলা পঞ্চায়েতের গ্রামগুলির বাসিন্দারা ৷

অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কার্যকলাপ হচ্ছে ৷ কিন্তু, গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক বা বোলপুরের বিডিও, কেউই নাকি বিষয়টি জানেন না ৷ এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নে পঞ্চায়েত প্রধান ছায়ারানি সাহার বক্তব্য, "আমি বিষয়টা জানতাম না ৷ আপনার থেকে শুনলাম ৷ খোঁজ নিয়ে দেখব ৷ প্রশাসনকেও জানাব ৷ সেই মতো এই বিষয়ে ব্যবস্থা নিতে বলব ৷"

প্রশাসনের নাকের ডগায় দেদার লুট মাটি-বালি (নিজস্ব ভিডিয়ো)

আর ব্লক উন্নয়ন আধিকারিক আবার ইটিভি ভারতকে ধন্যবাদ জানালেন তাঁকে অবগত করানোর জন্য ৷ বোলপুরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, "আমি আপনার থেকেই বিষয়টা প্রথমবার জানলাম ৷ আপনাকে ধন্যবাদ ! আমি অবশ্যই ভূমি দফতরকে বলব বিষয়টা দেখতে ৷ প্রয়োজনে আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলে দেখব বিষয়টা ৷"

Soil and Sand Smuggling
চাষের জমি কেটে মাটি ও বালি পাচারের ফলে তৈরি হওয়া 10-12 ফুটের খাদ ৷ (নিজস্ব ছবি)

প্রশাসনের তরফে বলা হচ্ছে, তারা কিছু জানে না ৷ এ দিকে কোপাই নদী তীরবর্তী চাষের জমিগুলির অর্ধেকের বেশি দখল হয়ে গিয়েছে ৷ শুধু দখল নয় ৷ সেই জমি যথেচ্ছভাবে কাটায় গভীর খাদ তৈরি হয়েছে ৷ যা সরেজমিনে খতিয়ে দেখেছে ইটিভি ভারত ৷ জমিহারা কৃষকদের একাংশ অভিযোগ করছেন, ভয় দেখিয়ে অথবা অল্প দামে কৃষকদের থেকে জমি রীতিমতো কেড়ে নেওয়া হচ্ছে ৷

Soil and Sand Smuggling
কোপাইয়ের তীরে মাটি কাটার পর বেরিয়ে এসেছে নীচের বালির স্তর ৷ (নিজস্ব ছবি)

প্রথমে জমির উপরের মাটি কেটে তুলে নেওয়া হচ্ছে ৷ আর সেই মাটির স্তর সরে গেলে বেরিয়ে আসছে তলার বালি ৷ এরপর সেই বালি কেটে পাচার হয়ে যাচ্ছে ৷ আর পুরোটাই হচ্ছে রাতের বেলায় ৷ জেসিবি নামিয়ে একের পর এক ট্রাকে মাটি ও বালি ভর্তি করে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ গ্রামবাসীদের দাবি, পুলিশ মাঝে মধ্যেই এলাকায় টহল দিয়ে যায় ৷ বেআইনিভাবে যে চাষের জমি দখল করে মাটি ও বালি তোলা হচ্ছে, তাও পুলিশের নজর এড়ায়নি বলে অভিযোগ করেছেন একাংশ কৃষক ৷

Soil and Sand Smuggling
কোপাই নদী সংলগ্ন চাষের জমির মাটি ও বালি কেটে পাচার ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, কোপাই নদী ও তার আশেপাশের জমি থেকে মাটি ও বালি কাটায় নিষেধাজ্ঞা রয়েছে ৷ তা সত্ত্বেও কোপাই নদীর চর থেকে দেদার মাটি ও বালি তোলা হয়েছে ৷ যার ফলে কোপাইয়ের গতিপথ বদলেছে বলে অভিযোগ করছেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা গ্রামগুলির বাসিন্দারা ৷

এবার মাটি ও বালি মাফিয়াদের নজর পড়েছে নদীর পারের চাষের জমিতে ৷ নির্বিচারে মাটি ও বালি কাটা শুরু হয়েছে ৷ স্বাভাবিকভাবেই ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে ৷ আর তেমনটা হলে, আগামী কয়েকবছরে কোপাই নদী জনবসতিতে প্রবেশ করতে পারে ৷ যার ফল হবে বন্যা ৷

Soil and Sand Smuggling
চাষের জমি কেটে মাটি ও বালি পাচারের ফলে তৈরি হওয়া গভীর খাদ ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, "সবাই রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে গিয়েছে ৷ রামকৃষ্ণদেবের বাণী আছে না, 'টাকা মাটি, মাটি টাকা' ৷ এরা তো মাটিটাকেই সোনা বানিয়ে ফেলেছে ৷ যা চাক্ষুস করলাম, কীভাবে কোপাই নদীর পার কেটেছে ৷ জমি মাফিয়ারা নদী পার দখল করেছে, নদীর যে ভূগোল সেটাকে ইতিহাস বানিয়ে দিচ্ছে ৷ 50 থেকে 100 বছর পর কেউ জানতেও পারবে না এখানে নদী ছিল ৷ এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ৷ নদীর গতিপথ যদি এভাবে বদল করা হয়, তা হলে যেকোনও দিন জনপদ দিয়ে নদী বইবে ৷ কোপাই নদীকে এত জোরে কোপ মারা হচ্ছে যে, এই কোপেতেই সে শেষ হয়ে যাবে !"

এই বেআইনি কর্মকাণ্ড শাসকদল তৃণমূলের সমর্থনে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাংশ গ্রামবাসী ৷ রাম লোহার বলেন, "নদীর পারের জমি বলে ভালো ফলন হয় ৷ কিন্তু, কেটে নিচ্ছে জমির মাটি-বালি ৷ আমাদের জমিগুলো যদি ওদের দিয়ে না-দিই, এমনইতেই ধস নামবে ৷ সবই তো কেটে নিয়েছে ৷ বন্যার আশঙ্কা আছে চরম ৷ ভালো রকম আতঙ্কে আছি ৷ কখনও-কখনও পুলিশ আসে, দেখে চলে যায় ৷ আবার কাটে ৷ এতে সবাই যুক্ত ৷ কী আর বলব, কারও নাম বললে আমাদের উপর হামলা হবে ৷"

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে স্থান পেয়েছে এই কোপাই নদী ৷ সেই 'আমাদের ছোট নদী' গত দুই দশক ধরে মাফিয়াদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে ৷ কখনও নদীর পার দখল করে হচ্ছে কংক্রিটের নির্মাণ, কখনও লুট হচ্ছে মাটি ও বালি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.