ETV Bharat / state

কংগ্রেসের ইস্তাহারে পাহাড় 'উপেক্ষা', ক্ষোভ প্রদেশ নেতৃত্বের একাংশে - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: আশাহত উত্তরবঙ্গ তথা পাহাড়ের 'ইন্ডিয়া' জোটের সদস্যরা ৷ বৃহস্পতিবার কংগ্রেসের প্রকাশিত ইস্তাহারে পাহাড় ও উত্তরবঙ্গ প্রসঙ্গকে পুরোপুরি উপেক্ষা করার অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে ইভিটি ভারতকে ফোনে একান্ত সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিলেন উত্তবঙ্গের কংগ্রেস ও জোটের একাংশ নেতৃত্ব ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 4:21 PM IST

Lok Sabha Election 2024
ETV BHARAT

দার্জিলিং, 5 এপ্রিল: মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, পি চিদম্বরম এবং রাহুল গান্ধির উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে শুক্রবার কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনের ইস্তাহারে প্রকাশ করেছে ৷ কিন্তু, সেখানে পাহাড় সমস্যা বা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একটি বাক্যও নেই ৷ আর এতেই হাইকমান্ডের উপর বেজায় ক্ষিপ্ত উত্তরবঙ্গে কংগ্রেসের একাংশ ৷ অথচ লাদাখ ও মণিপুর প্রসঙ্গ সেখানে রয়েছে ৷ এ নিয়ে তৃণমূল-বিজেপি কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি ৷

উল্লেখ্য, নির্বাচনের আগে থেকে প্রদেশ কংগ্রেস ও কংগ্রেসের উত্তরবঙ্গের নেতাদের তরফে দাবি করা হয়েছিল, 2024 নির্বাচনে পাহাড় এবং উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দেবে হাইকমান্ড ৷ সেই মতো জেলা ও প্রদেশ নেতৃত্বের তরফে ইস্তাহারের জন্য প্রস্তাবও চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ কিন্তু, এদিন ইস্তাহার প্রকাশের পর দেখা যায়, পাহাড় কিংবা উত্তরবঙ্গের আর্থ সামাজিক পরিস্থিতি তথা চা, পর্যটন ও পরিবেশ, শিল্প-বাণিজ্য কোনও কিছুরই উল্লেখ করা হয়নি ৷ বিশেষ করে রাহুল গান্ধির শিলিগুড়ি দিয়ে 'ভারত জোড় ন্যায় যাত্রা'র পর পাহাড়ের নেতৃত্বের মধ্যে আশার আলো জেগেছিল ৷ কিন্তু, আজকের ইস্তাহার প্রকাশের পর তারাও বেশ মর্মাহত ৷

'ইন্ডিয়া' জোটের সদস্য দল তথা কংগ্রেস নেতাদের তরফে পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান, বিভিন্ন সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান, পাহাড়ের সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণ, ষষ্ঠ তফসিলি জাতির অন্তর্ভুক্তিকরণ, 11 জনজাতির স্বীকৃতি, শিলিগুড়িতে আইটি হাব, ইকনমিক করিডোরের মতো প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ কিন্তু, এর একটিও ইস্তাহারে রাখা হয়নি ৷

এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার বলেন, "আমার মনে হয় এই ইস্তাহারটি গোটা দেশের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে ৷ তবে, আমাদের নেতৃত্ব পাহাড় তথা উত্তরবঙ্গ নিয়ে যথেষ্ট তৎপর ৷" ইন্ডিয়া জোটের শরিক হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "ইস্তাহারে প্রকাশ করে কিছু হবে না ৷ বিজেপিও ইস্তাহারে পাহাড় সমস্যা সমাধানের কথা জানিয়েছিল ৷ একটা কাজও করেনি ৷ কিন্তু, আমরা ও কংগ্রেস, পাহাড় ও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট ৷"

যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেসের উত্তরবঙ্গ ও পাহাড়ের ইনচার্জ বিনয় তামাং ৷ তিনি বলেন, "ইস্তাহারে পাহাড় বা উত্তরবঙ্গ নিয়ে একটা শব্দ পর্যন্ত নেই ৷ এমনিতেই মুনিশ তামাংকে প্রার্থী করে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ এবার ইস্তাহারেও কিছু রাখা হয়নি ৷ তারা বিজেপিকে ময়দান ছেড়ে দিল ৷ আমি নিজে চিঠি দিয়ে পাহাড় সমস্যা সমাধান ও উত্তরবঙ্গের ইস্তেহারের জন্য নয়টি প্রস্তাব পাঠিয়েছিলাম ৷ একটিও নেওয়া হয়নি ৷ এভাবে মানুষকে প্রচারে কিছুই বলা যাবে না ৷"

উত্তরবঙ্গকে উপেক্ষা প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধেছে তৃণমূল ও বিজেপি ৷ শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব বলেন,"কংগ্রেসের সিলেবাসে পাহাড় আর উত্তরবঙ্গ আগেও ছিল না, এখনও নেই ৷ তাই তারা শূন্য হয়ে গিয়েছে ৷ এবারও ভোট পাবে না ৷" বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "কংগ্রেসের মাথাব্যাথাই নেই পাহাড় বা উত্তরবঙ্গ নিয়ে ৷ খালি বিভ্রান্তিমূলক কথা বলে ভোট পেতে চায় ৷ বিজেপি যা বলে, তা করে ৷"

আরও পড়ুন:

  1. সংরক্ষণের সীমা বৃদ্ধি, 30 লক্ষ চাকরি ! ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি কংগ্রেসের
  2. রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?
  3. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা

দার্জিলিং, 5 এপ্রিল: মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, পি চিদম্বরম এবং রাহুল গান্ধির উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে শুক্রবার কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনের ইস্তাহারে প্রকাশ করেছে ৷ কিন্তু, সেখানে পাহাড় সমস্যা বা উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একটি বাক্যও নেই ৷ আর এতেই হাইকমান্ডের উপর বেজায় ক্ষিপ্ত উত্তরবঙ্গে কংগ্রেসের একাংশ ৷ অথচ লাদাখ ও মণিপুর প্রসঙ্গ সেখানে রয়েছে ৷ এ নিয়ে তৃণমূল-বিজেপি কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি ৷

উল্লেখ্য, নির্বাচনের আগে থেকে প্রদেশ কংগ্রেস ও কংগ্রেসের উত্তরবঙ্গের নেতাদের তরফে দাবি করা হয়েছিল, 2024 নির্বাচনে পাহাড় এবং উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দেবে হাইকমান্ড ৷ সেই মতো জেলা ও প্রদেশ নেতৃত্বের তরফে ইস্তাহারের জন্য প্রস্তাবও চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব ৷ কিন্তু, এদিন ইস্তাহার প্রকাশের পর দেখা যায়, পাহাড় কিংবা উত্তরবঙ্গের আর্থ সামাজিক পরিস্থিতি তথা চা, পর্যটন ও পরিবেশ, শিল্প-বাণিজ্য কোনও কিছুরই উল্লেখ করা হয়নি ৷ বিশেষ করে রাহুল গান্ধির শিলিগুড়ি দিয়ে 'ভারত জোড় ন্যায় যাত্রা'র পর পাহাড়ের নেতৃত্বের মধ্যে আশার আলো জেগেছিল ৷ কিন্তু, আজকের ইস্তাহার প্রকাশের পর তারাও বেশ মর্মাহত ৷

'ইন্ডিয়া' জোটের সদস্য দল তথা কংগ্রেস নেতাদের তরফে পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান, বিভিন্ন সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান, পাহাড়ের সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণ, ষষ্ঠ তফসিলি জাতির অন্তর্ভুক্তিকরণ, 11 জনজাতির স্বীকৃতি, শিলিগুড়িতে আইটি হাব, ইকনমিক করিডোরের মতো প্রস্তাব পাঠানো হয়েছিল ৷ কিন্তু, এর একটিও ইস্তাহারে রাখা হয়নি ৷

এই বিষয়ে দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার বলেন, "আমার মনে হয় এই ইস্তাহারটি গোটা দেশের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে ৷ তবে, আমাদের নেতৃত্ব পাহাড় তথা উত্তরবঙ্গ নিয়ে যথেষ্ট তৎপর ৷" ইন্ডিয়া জোটের শরিক হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "ইস্তাহারে প্রকাশ করে কিছু হবে না ৷ বিজেপিও ইস্তাহারে পাহাড় সমস্যা সমাধানের কথা জানিয়েছিল ৷ একটা কাজও করেনি ৷ কিন্তু, আমরা ও কংগ্রেস, পাহাড় ও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট ৷"

যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেসের উত্তরবঙ্গ ও পাহাড়ের ইনচার্জ বিনয় তামাং ৷ তিনি বলেন, "ইস্তাহারে পাহাড় বা উত্তরবঙ্গ নিয়ে একটা শব্দ পর্যন্ত নেই ৷ এমনিতেই মুনিশ তামাংকে প্রার্থী করে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ এবার ইস্তাহারেও কিছু রাখা হয়নি ৷ তারা বিজেপিকে ময়দান ছেড়ে দিল ৷ আমি নিজে চিঠি দিয়ে পাহাড় সমস্যা সমাধান ও উত্তরবঙ্গের ইস্তেহারের জন্য নয়টি প্রস্তাব পাঠিয়েছিলাম ৷ একটিও নেওয়া হয়নি ৷ এভাবে মানুষকে প্রচারে কিছুই বলা যাবে না ৷"

উত্তরবঙ্গকে উপেক্ষা প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধেছে তৃণমূল ও বিজেপি ৷ শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব বলেন,"কংগ্রেসের সিলেবাসে পাহাড় আর উত্তরবঙ্গ আগেও ছিল না, এখনও নেই ৷ তাই তারা শূন্য হয়ে গিয়েছে ৷ এবারও ভোট পাবে না ৷" বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "কংগ্রেসের মাথাব্যাথাই নেই পাহাড় বা উত্তরবঙ্গ নিয়ে ৷ খালি বিভ্রান্তিমূলক কথা বলে ভোট পেতে চায় ৷ বিজেপি যা বলে, তা করে ৷"

আরও পড়ুন:

  1. সংরক্ষণের সীমা বৃদ্ধি, 30 লক্ষ চাকরি ! ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি কংগ্রেসের
  2. রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?
  3. কয়েক কোটির সম্পত্তি, কম নয় সোনার পরিমাণও, দেখুন রাহুল গান্ধির হলফনামা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.