মালদা, 21 ফেব্রুয়ারি: এবার আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিশ এল মালদাতেও ৷ হবিবপুর ব্লকের আইহো গ্রামপঞ্চায়েতের বকশিনগর গ্রামের খোট্টাপাড়ায় এক পরিবারের তিনজনের আধার কার্ড বাতিল হওয়ার নোটিশ এসেছে ৷ সেই চিঠি হাতে পেয়ে ঘুম উড়েছে ওই পরিবারের ৷ যদিও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
খোট্টাপাড়ার পাল পরিবারের কাছে গতকালই আধার কার্ড বাতিলের নোটিশ পৌঁছয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির রিজিওনাল অফিস থেকে পাঠানো সেই নোটিশে লেখা রয়েছে, বসবাসের সঠিক তথ্য প্রমাণ না-থাকায় আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেটের 28-এ রেগুলেশন অনুযায়ী সেই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে ৷
তবে শুধু মালদায় নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেই অনেকের আধার কার্ড বাতিলের খবর পাওয়া যাচ্ছে ৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি পাঠিয়েছেন ৷ রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, কেন্দ্র আধার কার্ড বাতিল করলেও রাজ্যের তরফে তাদের পরিচয়পত্র দেওয়া হবে ৷ তার জন্য ইতিমধ্যেই পোর্টাল খোলা হয়েছে ৷
পাল পরিবারের তিন সদস্যের আধার কার্ড বাতিল হওয়া প্রসঙ্গে গ্রামের লোকজন জানাচ্ছে, ওই পরিবারের আধার-নির্ভর সব পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ৷ এর মধ্যে রেশন কিংবা রান্নার গ্যাস রয়েছে ৷ তেমনই ব্যাংকিং পরিষেবাও ৷ অথচ ওই পরিবারের সবার আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ড, মোবাইল, ব্যাংকের পাশবুক-সহ সবকিছু রয়েছে ৷
এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা অমৃত হালদার বলেন, "গতকাল চিঠি পেতেই ওই পরিবারের লোকজন আমার কাছে এসেছিলেন ৷ তাঁদের নাকি ভারতে থাকার কোনও তথ্য প্রমাণ জমা করা হয়নি ৷ বিষয়টি আমি দলকে জানিয়েছি ৷ এনিয়ে আমি প্রশাসনের কাছেও আর্জি জানাব, যাতে এর জন্য এই পরিবারটি সরকারি সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত না-হয় ৷ এদের কাছে সবকিছুই রয়েছে ৷ তবু কেন এমন হল, তা আমাদেরও জানতে হবে ৷ অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, এর জন্য কোনও সমস্যা হবে না ৷ যদি বিজেপি সরকার কারও আধার কার্ড বাতিলও করে দেয়, তাদের জন্য দিদি নতুন ব্যবস্থা করছেন ৷ রাজ্য সরকারের পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা হবে ৷"
আরও পড়ুন: