জলপাইগুড়ি, 24 মে: কবিরাজির অছিলায় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল কবিরাজের বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় স্থানীয় এক কবিরাজের দারস্থ হয়েছিলেন বধূ ও তাঁর স্বামী । বধূর অভিযোগ, চিকিৎসার নামে শ্লীলতাহানি করে ওই কবিরাজ । বধূর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কবিরাজকে । ধৃতের বাড়ি জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত বেলাকোবা এলাকায় ।
অভিযোগ, কয়েক বছর আগে বিয়ে করলেও সন্তান হয়নি ওই বধূর । অনেক চিকিৎসা করিয়েও কোনও সুরাহা হয়নি ৷ এই পরিস্থিতিতে এক কবিরাজের সন্ধান পান ওই বধূ ও তাঁর স্বামী ৷ তার পর তাঁরা ওই সেখানে যান ৷ শুরু হয় চিকিৎসা ৷ শুক্রবার চিকিৎসার কারণেই ওই কবিরাজের কাছে স্বামীকে নিয়ে যান ওই বধূ ৷

তাঁর অভিযোগ, কবিরাজ প্রথমে তাঁর স্বামীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন ৷ তার পর চিকিৎসার অছিলায় তাঁর শ্লীলতাহানি করেন ৷ এর পর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ বাইরে এসে স্বামীকে সব জানান ৷ তার পর তাঁর স্বামীর সঙ্গে তিনি যান জলপাইগুড়ি মহিলা থানায় । সেখানেই কবিরাজের নামে অভিযোগ দায়ের করেন ওই বধূ ।
এরপর পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে । এদিকে গৃহবধূর স্বামী বলেন, ‘‘আমরা এলাকায় জ্যেঠু বলেই ডাকতাম কবিরাজকে । কিন্তু তিনি এমন কাজ করবেন ভাবতেই পারছি না । এমন ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে সেই কারণেই আমরা থানার দ্বারস্থ হয়েছি ।’’
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কবিরাজ ৷ তিনি বলেন, ‘‘আমি কেবল কবিরাজির কাজই করি । আমি তেমন কিছুই করিনি ৷’’ জলপাইগুড়ি মহিলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে ৷
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷