ETV Bharat / state

বিশ্বকর্মা পুজোয় আকাশের দখল নিতে তৈরি ময়ূরপঙ্খী-চাঁদিয়াল - Vishwakarma Puja 2024

Kite Market: বিশ্বকর্মা পুজোর আগে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে ঘুড়ির দোকানগুলিতে ভিড় জমিয়েছেন ক্রেতারা ৷ পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী থেকে মুখপোড়া ঘুড়ির রমরমা বাজার ৷ কাগজের থেকে প্লাস্টিকের ঘুড়ি কদর পাচ্ছে বেশি ৷

Kite Market
বিশ্বকর্মা পুজো মানেই রংবেরঙের ঘুড়ি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 5:37 PM IST

জয়নগর, 15 সেপ্টেম্বর: কয়েকটা দিন পরেই বিশ্বকর্মা পুজো । এই পুজো যেন বাঙালির শারদীয়া উত্‍সবের আগমনীর বার্তা বয়ে নিয়ে আসে । আর বিশ্বকর্মা পুজো মানেই তো আকাশ জুড়ে ঘুড়ির মেলা । পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী থেকে মুখপোড়া, বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে সেদিন দিনভর চলবে কাটাকুটি খেলা ৷ তাই এই সময়ে ঘুড়ির চাহিদা তুঙ্গে ৷

ঘুড়ির দোকানে ভিড় আমজনতার (ইটিভি ভারত)

হাতে আর বেশিদিন নেই ৷ দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে গঞ্জের বাজারে প্রতিবছরের মতো এ বছরও রাস্তার দুই ধারে বসে গিয়েছে একের পর এক ঘুড়ির দোকান । আর সেই ঘুড়ির দোকানগুলিতে ভিড় জমিয়েছেন ক্রেতারা । এখন আবার বিভিন্ন ধরনের সুতোর কদরও বেড়েছে । আগে যে কোনও সুতো দিয়েই ঘুড়ি ওড়ানো হত । এখন আবার নানা ধরনের মাঞ্জা এসেছে বাজারে । আগেকার কাঁচের গুঁড়োর মাঞ্জার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চিনের মাঞ্জা । বেশ ভালো ধার তাতে । শক্তপোক্তও বটে । ফলে অনেকেই এখন চিনা মাঞ্জার দিকে ঝুঁকেছেন ।

চমক রয়েছে ঘুড়িতেও । পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ির বাজার । সে কাগজের হোক বা প্লাস্টিকের । এখন আবার সেই প্রচলিত ধরনে থাবা বসিয়েছে বিভিন্ন বাহারি ঘুড়ি । যা সবসময় চৌকো নয় । চিনে যেমন নানা ধরনের আকৃতির ঘুড়ি দেখা যায় । এখন রাজ্যের বিভিন্ন কোনাতেও ঘুড়িপ্রেমীদের হাতে সেসব ঘুড়ি শোভা পাচ্ছে । আকাশেও উড়ছে সেসব ঘুড়ি ।

ঘুড়ি ব্যবসায়ী মইদুল হক বলেন, "এখন তুলনামূলকভাবে বিশ্বকর্মা পুজোতে ভালো বাজার ৷ মাঞ্জা সুতোও বিক্রি হচ্ছে ৷ এবারে প্লাস্টিকের ঘুড়ি বেশি বিকোচ্ছে ৷ তবে কাগজের ঘুড়ির মানুষ কম কিনছে ৷ মেলায় কাগজের ঘুড়ি বেশি কেনেন সকলে ৷" ক্রেতা সঞ্জিত হালদারের কথায়, "আমাদের জয়নগরে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর চল আগে ছিল না ৷ মূলত পৌষ মেলার সময় এখানে ঘুড়ি বেশি ওড়ে ৷ তবে এবার আমরা কলকাতার মতো বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াব ৷ তাই ঘুড়ি কিনতে এসেছি ৷"

জয়নগর, 15 সেপ্টেম্বর: কয়েকটা দিন পরেই বিশ্বকর্মা পুজো । এই পুজো যেন বাঙালির শারদীয়া উত্‍সবের আগমনীর বার্তা বয়ে নিয়ে আসে । আর বিশ্বকর্মা পুজো মানেই তো আকাশ জুড়ে ঘুড়ির মেলা । পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী থেকে মুখপোড়া, বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে সেদিন দিনভর চলবে কাটাকুটি খেলা ৷ তাই এই সময়ে ঘুড়ির চাহিদা তুঙ্গে ৷

ঘুড়ির দোকানে ভিড় আমজনতার (ইটিভি ভারত)

হাতে আর বেশিদিন নেই ৷ দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে গঞ্জের বাজারে প্রতিবছরের মতো এ বছরও রাস্তার দুই ধারে বসে গিয়েছে একের পর এক ঘুড়ির দোকান । আর সেই ঘুড়ির দোকানগুলিতে ভিড় জমিয়েছেন ক্রেতারা । এখন আবার বিভিন্ন ধরনের সুতোর কদরও বেড়েছে । আগে যে কোনও সুতো দিয়েই ঘুড়ি ওড়ানো হত । এখন আবার নানা ধরনের মাঞ্জা এসেছে বাজারে । আগেকার কাঁচের গুঁড়োর মাঞ্জার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চিনের মাঞ্জা । বেশ ভালো ধার তাতে । শক্তপোক্তও বটে । ফলে অনেকেই এখন চিনা মাঞ্জার দিকে ঝুঁকেছেন ।

চমক রয়েছে ঘুড়িতেও । পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ির বাজার । সে কাগজের হোক বা প্লাস্টিকের । এখন আবার সেই প্রচলিত ধরনে থাবা বসিয়েছে বিভিন্ন বাহারি ঘুড়ি । যা সবসময় চৌকো নয় । চিনে যেমন নানা ধরনের আকৃতির ঘুড়ি দেখা যায় । এখন রাজ্যের বিভিন্ন কোনাতেও ঘুড়িপ্রেমীদের হাতে সেসব ঘুড়ি শোভা পাচ্ছে । আকাশেও উড়ছে সেসব ঘুড়ি ।

ঘুড়ি ব্যবসায়ী মইদুল হক বলেন, "এখন তুলনামূলকভাবে বিশ্বকর্মা পুজোতে ভালো বাজার ৷ মাঞ্জা সুতোও বিক্রি হচ্ছে ৷ এবারে প্লাস্টিকের ঘুড়ি বেশি বিকোচ্ছে ৷ তবে কাগজের ঘুড়ির মানুষ কম কিনছে ৷ মেলায় কাগজের ঘুড়ি বেশি কেনেন সকলে ৷" ক্রেতা সঞ্জিত হালদারের কথায়, "আমাদের জয়নগরে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর চল আগে ছিল না ৷ মূলত পৌষ মেলার সময় এখানে ঘুড়ি বেশি ওড়ে ৷ তবে এবার আমরা কলকাতার মতো বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াব ৷ তাই ঘুড়ি কিনতে এসেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.