শিক্ষকরা বেতন পাবেন কি না, এবিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "বেতন নিয়ে কিছু বলব না ৷ আদালত অবমাননা হয়, তেমন কিছু বলব না ৷ রাজ্য সরকার, এসএসসি রিভিউ পিটিশন করবে ৷ হয়তো বঞ্চিত শিক্ষকরাও করবেন ৷"
সরাসরি: যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব বলে জানিয়েছে এসএসসি, বৈঠক শেষে দাবি চাকরিহারাদের - JOBLESS TEACHERS PROTEST


Published : April 10, 2025 at 2:22 PM IST
|Updated : April 10, 2025 at 7:17 PM IST
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26 হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিয়োগের ব্যাপারে আশ্বস্ত করেছেন ৷ কিন্তু আশ্বস্ত হতে পারছেন না তাঁরা ৷ হকের চাকরির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রতিবাদ ৷ এরই মধ্যে বুধবার পরিস্থিতির আরও অবনতি হয় ৷ কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে যান চাকরিহারা শিক্ষকরা ৷ তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ মারা হয় লাথিও ৷ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ৷ গোটা বিষয়টিকে অবাঞ্ছিত বলে ব্যাখ্যা করেছেন রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থ ৷
LIVE FEED
চাকরিহারাদের বেতন পাওয়া নিয়ে সংশয়
আইনি পরামর্শ নিয়েই পদক্ষেপ, বার্তা ব্রাত্যর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি রক্ষা করতে এবং তাঁরা যাতে আইনি প্রতিরক্ষা, সহযোগিতা, পরামর্শ পান, সে ব্যাপারে নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেছিলেন ৷ চাকরিহারা শিক্ষকরা আমাদের সঙ্গে বসতে চেয়ে চিঠি লিখেছিলেন ৷ আবেদন জানিয়েছিলেন ৷ সেইমতো আজ এই বৈঠক হল ৷ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা যে দাবিগুলির কথা বলেছেন, তার সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতে হলে, আমরা আইনি কবচ, সহযোগিতা, পরামর্শ ছাড়া কোনও কাজই করতে পারব না ৷"
কসবায় বহিরাগত ছিলেন না দাবি চাকরিহারাদের
শুক্রবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কসবায় ডিআই অফিস অভিযানে বহিরাগতরা ছিলেন ৷ এদিন বৈঠক শেষে এক শিক্ষক মেহবুব পরিষ্কার বলেন, "ওখানে কোনও বহিরাগত ছিলেন না ৷ সবাই আমাদের লোক ৷"
মিরর ইমেজ নেই, জানাল এসএসসি
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দু'ঘণ্টারও বেশি সময় ধরে চাকিরহারা শিক্ষকদের বৈঠক হল ৷ বৈঠক শেষে বাইরে বেরিয়ে শিক্ষকদের তরফে সাংবাদিকদের বলা হল, এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কাছে মিরর ইমেজ নেই ৷ কিন্তু নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে, সেটা তারা পোর্টালে আপলোড করতে পারে ৷ তার আগে আইনি পরামর্শ নেবে এসএসসি ৷ সেই অনুযায়ী আগামী সোমবার, 14 এপ্রিলের মধ্যে পোর্টালে 22 লক্ষ যোগ্য শিক্ষা-শিক্ষাকর্মীর তথ্য প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন ৷
'যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব'
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির কমিশনারের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক শেষ হয়েছে ৷ বৈঠক শেষে চাকরিহারাদের দাবি এসএসসি তাঁদের জানিয়েছে, যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব ৷
ওএমআর শিট নিয়ে নয়া দাবি অভিজিতের
রাজ্য় সরকার চাইলে দু'ঘণ্টার মধ্যে ওএমআর শিট প্রকাশ করতে পারে এসএসসি ৷ এমনই দাবি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ স্কুল সার্ভিস কমিশন আইনের 18 নম্বর ধারা উল্লেখ করে তাঁর দাবি সেখানে স্পষ্ট করে বলা আছে কমিশনকে নিজের কাজ করতে সাহায্য করবে রাজ্য ৷ তাই তারা চাইলে কমিশনকে নির্দেশ দিতে পারে ৷ আর তাহলেই স্পষ্ট বোঝা যাবে কারা যোগ্য আর কারা অযোগ্য !
শিক্ষকদের এমন ব্যবহার আশা করা যায় না: পুলিশ কমিশনার
কলকাতা পুলিশের কমিশনার জানান, এটা শিক্ষকদের অনুষ্ঠান ছিল ৷ সে মতোই আয়োজন করা হয়েছিল ৷ শিক্ষকদের থেকে কেউ এমন ব্যবহার আশা করে না ৷ তালা লাগানোর কর্মসূচি ছিল ৷ কিন্তু সেটা করা হয়নি ৷ যিনি লাথি মেরেছেন তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখলে সব বোঝাই যাবে ৷ শিক্ষকরা এক পুলিশ কর্মীকে এমন মেরেছেন যার ফলে তিনি অনেক দিন হাঁটতে পারবেন না ৷
লাথি মারার ঘটনায় তদন্ত চলছে
পুলিশের লাথি মারার ঘটনায় তদন্ত চলছে ৷ পুলিশ বলপ্রয়োগ করলেই তদন্ত হয় বলে জানান গোয়েন্দা প্রধান ৷
আত্মরক্ষায় বল প্রয়োগ করে পুলিশ, দাবি গোয়েন্দা প্রধানের
কসবার ডিআই অফিসে লাঠিচার্জের জন্য আবারও ঘুরিয়ে চাকরিপ্রার্থীদের দায়ী করল লালবাজার ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার জানান, আত্মরক্ষার জন্যই বলপ্রয়োগ করেছে পুলিশ ৷
শুরু বৈঠক
যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারা শিক্ষকদের 12 জনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে রয়েছন শিক্ষা দফতরের আধিকারিক থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ।

চাকরিহারাদের দাবি মেনে নিল সরকার
চাকরিহারাদের দাবি মেনে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তরফে 12 জনকেই বিকাশ ভবনে প্রবেশ করতে দেওয়া হল ৷
বৈঠক ঘিরে জটিলতা
চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে জটিলতা ৷ বিকাশ ভবনে শিক্ষা দফতরের অফিসের এই বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেই উপস্থিত থাকার কথা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ বসুর ৷ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তরফে 13 জন উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছিল ৷ শেষমেশ এসে পৌঁছন 12 জন ৷ কিন্তু রাজ্য় সরকারের তরফে 8 জনকে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে ৷ চাকরিহারাদের দাবি 12 জনকে আসতে না দেওয়া পর্যন্ত তাঁরা বৈঠক-কক্ষে প্রবেশ করবেন না ৷
শুরু হতে চলেছে বৈঠক
দুপুর তিনটে নাগাদ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ৷ প্রথমে ঠিক হয়েছিল দুপুর দুটো থেকে বৈঠক শুরু হবে ৷ পরে বৈঠকের সময় পিছিয়ে হয় দুপুর তিনটে ৷

ওএমআর শিট প্রকাশের দাবি ভাস্করদের
চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে সামিল হলেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ ৷ তিনি বলেন, "আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ৷ কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে কিনা তা নিয়ে সংশয় আছে ৷ কারণ, এই ধরনের যে কোনও বৈঠক তখনই ফলপ্রসু হয় যখন সরকার নমনীয় হয় ৷ কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, অযোগ্যদের রক্ষা করা এই সরকারের রাজধর্ম ৷ আমাদের দাবি, অযোদ্যদের অবিলম্বে টারমিনেশন লেটার দিতে হবে ৷ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ৷ সেই তালিকাকে মান্যতা দিতে হবে এসএসসিকে ৷ পাশাপাশি ওএমআর শিট প্রকাশ করতে হবে ৷ "
বিভেদ তৈরির চেষ্টা
এসএসসি অভিযান নিয়ে সতর্ক চাকরিহারারা ৷ তাঁদের আশঙ্কা আন্দোলন ভাঙতে বিভেদ তৈরির চেষ্টা করছে রাজ্য প্রশাসন ৷
চাকরিহারাদের এসএসসি অভিযান শুরু
এসএসসি অফিসের উদ্দেশে শুরু হল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল। মিছিলে সামিল বহু শিক্ষক সংগঠন ৷

এসএসসি অভিযানের লক্ষ্যে করুণাময়ী চত্বরে বাড়ছে ভিড়
এসএসসি অভিযানকে সামনে রেখে সল্টলেক করুণাময়ী চত্বরে বাড়ছে ভিড় । জমায়েত করছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। কিছুক্ষণ পরেই এসএসসি অফিসের দিকে শুরু হবে তাঁদের মিছিল। চাকরিহারাদের সমস্যা সমাধান করতে শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

কী বলছেন চাকরিহারারা ?
ধর্মতলায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ নিজেদের উদ্বেগ থেকে শুরু করে নানা কথা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন চাকরিহারারা ৷
বিকাশ ভবনে বড় বৈঠক
চাকরিহারাদের সমস্যা সমাধান করতে শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বৈঠকে চাকরিহারাদের পাশাপাশি এসএসসির চেয়ারম্যান-সহ আইনজীবীরাও থাকবেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, দুপুর দুটো নাগাদ এই বৈঠকটি শুরু হবে ৷
চাকরিহারাদের পাশে, পথে সিপিএম
চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মিছিল করল সিপিএম ৷ দক্ষিণ কলকাতার রাসবিহারীতে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা ৷ নেতৃত্বে ছিলেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী ৷ মিছিল শেষ হবে গড়িয়ায় ৷
বৈঠকে ব্রাত্য
চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁদের সমস্যা নিয়ে কথা হবে বৈঠকে ৷ এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চাকরিহারাদের সঙ্গে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী ৷
কেন লাঠিচার্জ ? আবার ব্যাখ্যা দিল পুলিশ
কসবার ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ কেন তা আবারও ব্যাখ্যা করল লালবাজার। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের দাবি, বুধবার কসবার ডিআই অফিসে বিক্ষোভকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায় "পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও”। একথা শোনার পরই লাঠিচার্জের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি পুলিশের ৷
প্রাক্তন-বর্তমানের বৈঠক আগামিকাল
আগামিকাল দুপুর 12টায় এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। বৃহস্পতিবার এসএসসি দপ্তরের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে আসেন তিনি। সেখান থেকেই তিনি যান এসএসসি ভবনে। তবে কয়েকটি কারণে এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি তাঁর। এসএসসি অফিসের বাইরে থেকেই বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সেখানেই ঠিক হয়, আগামিকাল দুপুর 12টা নাগাদ দু'জনে বৈঠকে বসবেন ৷
অবরুদ্ধ ধর্মতালা, অবস্থান চাকরিহারাদের
মিছিল করে ধর্মতলে এসে পৌছলেন চাকরিহারারা ৷ তারপর সেখানেই অবস্থান শুরু করলেন তাঁরা ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা ৷
ধর্মতলায় পৌঁছল মিছিল
হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা ৷ দীর্ঘ পথ পেরিয়ে মিছিল এসে পৌঁছল ধর্মতলায় ৷
মিছিলে সামিল হলেন আসফাকুল্লা নাইয়া
চাকরিহারাদের শিক্ষকদের আন্দোলনে সামিল হলেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া ৷
অনশন মঞ্চে জুনিয়র চিকিৎসক পুলস্থ্য
চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অনশনে বসেন এক চাকরিহারা শিক্ষক। তাঁকে সমর্থন জানাতে এবার সেই মঞ্চে আসলেন আরেক অনশনকারী। আরজিকর আন্দোলনে অন্যতম আন্দোলনকারী মুখ ছিলেন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসক পুলস্থ্য আচার্য। ধর্মতলায় দীর্ঘদিন অনশন করেছিলেন তিনি। শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন তিনি।
মিছিলে 'হোক কলরব'
সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে চাঁদনি চকে ঢুকতেই মিছিল থেকে উঠল 'হোক কলরব' স্লোগান ৷ 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুলিশের লাঠিচার্জের পর অতি জনপ্রিয় হয়েছিল এই স্লোগান ৷ যাদবপুরের ওই আন্দোলনটিকেই অনেকে 'হোক কলরব' আন্দোলন বলে মনে রেখেছেন ৷ এবার চাকরিহারাদের মিছিলেও শোনা গেল হোক কলরব ৷
মিছিলে বাদশা
মিছিলে যোগ দিলেন অভিনেতা বাদশা মৈত্র ৷ পাশাপাশি ওএমআর শিট প্রকাশের দাবিও জানালেন তিনি ৷
মিছিলে দেবাশিস
চাকরিহারা স্কুল শিক্ষকদের মিছিলে যোগ দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ৷ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরা এই আন্দোলনে সামিল হবেন ৷ সেই মতো বৃহস্পতিবারের মিছিলে পা মেলান তিনি ৷

জোড়া কর্মসূচিতে যানজটে স্তব্ধ মহানগর
ওয়াকফ আইনের প্রতিবাদে মৌলালিতে জমায়েত এবং শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল ৷ এই জোড়া কর্মসূচিতে যানজটে স্তব্ধ মহানগরী ৷
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26 হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিয়োগের ব্যাপারে আশ্বস্ত করেছেন ৷ কিন্তু আশ্বস্ত হতে পারছেন না তাঁরা ৷ হকের চাকরির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রতিবাদ ৷ এরই মধ্যে বুধবার পরিস্থিতির আরও অবনতি হয় ৷ কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে যান চাকরিহারা শিক্ষকরা ৷ তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ মারা হয় লাথিও ৷ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ৷ গোটা বিষয়টিকে অবাঞ্ছিত বলে ব্যাখ্যা করেছেন রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থ ৷
LIVE FEED
চাকরিহারাদের বেতন পাওয়া নিয়ে সংশয়
শিক্ষকরা বেতন পাবেন কি না, এবিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "বেতন নিয়ে কিছু বলব না ৷ আদালত অবমাননা হয়, তেমন কিছু বলব না ৷ রাজ্য সরকার, এসএসসি রিভিউ পিটিশন করবে ৷ হয়তো বঞ্চিত শিক্ষকরাও করবেন ৷"
আইনি পরামর্শ নিয়েই পদক্ষেপ, বার্তা ব্রাত্যর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি রক্ষা করতে এবং তাঁরা যাতে আইনি প্রতিরক্ষা, সহযোগিতা, পরামর্শ পান, সে ব্যাপারে নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেছিলেন ৷ চাকরিহারা শিক্ষকরা আমাদের সঙ্গে বসতে চেয়ে চিঠি লিখেছিলেন ৷ আবেদন জানিয়েছিলেন ৷ সেইমতো আজ এই বৈঠক হল ৷ চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা যে দাবিগুলির কথা বলেছেন, তার সঙ্গে আমাদের কোনও মৌলিক বিরোধ নেই ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতে হলে, আমরা আইনি কবচ, সহযোগিতা, পরামর্শ ছাড়া কোনও কাজই করতে পারব না ৷"
কসবায় বহিরাগত ছিলেন না দাবি চাকরিহারাদের
শুক্রবার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কসবায় ডিআই অফিস অভিযানে বহিরাগতরা ছিলেন ৷ এদিন বৈঠক শেষে এক শিক্ষক মেহবুব পরিষ্কার বলেন, "ওখানে কোনও বহিরাগত ছিলেন না ৷ সবাই আমাদের লোক ৷"
মিরর ইমেজ নেই, জানাল এসএসসি
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দু'ঘণ্টারও বেশি সময় ধরে চাকিরহারা শিক্ষকদের বৈঠক হল ৷ বৈঠক শেষে বাইরে বেরিয়ে শিক্ষকদের তরফে সাংবাদিকদের বলা হল, এসএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কাছে মিরর ইমেজ নেই ৷ কিন্তু নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই যে ডেটা উদ্ধার করেছে, সেটা তারা পোর্টালে আপলোড করতে পারে ৷ তার আগে আইনি পরামর্শ নেবে এসএসসি ৷ সেই অনুযায়ী আগামী সোমবার, 14 এপ্রিলের মধ্যে পোর্টালে 22 লক্ষ যোগ্য শিক্ষা-শিক্ষাকর্মীর তথ্য প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন ৷
'যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব'
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির কমিশনারের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক শেষ হয়েছে ৷ বৈঠক শেষে চাকরিহারাদের দাবি এসএসসি তাঁদের জানিয়েছে, যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব ৷
ওএমআর শিট নিয়ে নয়া দাবি অভিজিতের
রাজ্য় সরকার চাইলে দু'ঘণ্টার মধ্যে ওএমআর শিট প্রকাশ করতে পারে এসএসসি ৷ এমনই দাবি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ স্কুল সার্ভিস কমিশন আইনের 18 নম্বর ধারা উল্লেখ করে তাঁর দাবি সেখানে স্পষ্ট করে বলা আছে কমিশনকে নিজের কাজ করতে সাহায্য করবে রাজ্য ৷ তাই তারা চাইলে কমিশনকে নির্দেশ দিতে পারে ৷ আর তাহলেই স্পষ্ট বোঝা যাবে কারা যোগ্য আর কারা অযোগ্য !
শিক্ষকদের এমন ব্যবহার আশা করা যায় না: পুলিশ কমিশনার
কলকাতা পুলিশের কমিশনার জানান, এটা শিক্ষকদের অনুষ্ঠান ছিল ৷ সে মতোই আয়োজন করা হয়েছিল ৷ শিক্ষকদের থেকে কেউ এমন ব্যবহার আশা করে না ৷ তালা লাগানোর কর্মসূচি ছিল ৷ কিন্তু সেটা করা হয়নি ৷ যিনি লাথি মেরেছেন তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখলে সব বোঝাই যাবে ৷ শিক্ষকরা এক পুলিশ কর্মীকে এমন মেরেছেন যার ফলে তিনি অনেক দিন হাঁটতে পারবেন না ৷
লাথি মারার ঘটনায় তদন্ত চলছে
পুলিশের লাথি মারার ঘটনায় তদন্ত চলছে ৷ পুলিশ বলপ্রয়োগ করলেই তদন্ত হয় বলে জানান গোয়েন্দা প্রধান ৷
আত্মরক্ষায় বল প্রয়োগ করে পুলিশ, দাবি গোয়েন্দা প্রধানের
কসবার ডিআই অফিসে লাঠিচার্জের জন্য আবারও ঘুরিয়ে চাকরিপ্রার্থীদের দায়ী করল লালবাজার ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার জানান, আত্মরক্ষার জন্যই বলপ্রয়োগ করেছে পুলিশ ৷
শুরু বৈঠক
যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারা শিক্ষকদের 12 জনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে রয়েছন শিক্ষা দফতরের আধিকারিক থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যান ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ।

চাকরিহারাদের দাবি মেনে নিল সরকার
চাকরিহারাদের দাবি মেনে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তরফে 12 জনকেই বিকাশ ভবনে প্রবেশ করতে দেওয়া হল ৷
বৈঠক ঘিরে জটিলতা
চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে জটিলতা ৷ বিকাশ ভবনে শিক্ষা দফতরের অফিসের এই বৈঠকে মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেই উপস্থিত থাকার কথা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ বসুর ৷ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তরফে 13 জন উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছিল ৷ শেষমেশ এসে পৌঁছন 12 জন ৷ কিন্তু রাজ্য় সরকারের তরফে 8 জনকে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে ৷ চাকরিহারাদের দাবি 12 জনকে আসতে না দেওয়া পর্যন্ত তাঁরা বৈঠক-কক্ষে প্রবেশ করবেন না ৷
শুরু হতে চলেছে বৈঠক
দুপুর তিনটে নাগাদ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ৷ প্রথমে ঠিক হয়েছিল দুপুর দুটো থেকে বৈঠক শুরু হবে ৷ পরে বৈঠকের সময় পিছিয়ে হয় দুপুর তিনটে ৷

ওএমআর শিট প্রকাশের দাবি ভাস্করদের
চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে সামিল হলেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের নেতা ভাস্কর ঘোষ ৷ তিনি বলেন, "আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ৷ কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরবে কিনা তা নিয়ে সংশয় আছে ৷ কারণ, এই ধরনের যে কোনও বৈঠক তখনই ফলপ্রসু হয় যখন সরকার নমনীয় হয় ৷ কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, অযোগ্যদের রক্ষা করা এই সরকারের রাজধর্ম ৷ আমাদের দাবি, অযোদ্যদের অবিলম্বে টারমিনেশন লেটার দিতে হবে ৷ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে ৷ সেই তালিকাকে মান্যতা দিতে হবে এসএসসিকে ৷ পাশাপাশি ওএমআর শিট প্রকাশ করতে হবে ৷ "
বিভেদ তৈরির চেষ্টা
এসএসসি অভিযান নিয়ে সতর্ক চাকরিহারারা ৷ তাঁদের আশঙ্কা আন্দোলন ভাঙতে বিভেদ তৈরির চেষ্টা করছে রাজ্য প্রশাসন ৷
চাকরিহারাদের এসএসসি অভিযান শুরু
এসএসসি অফিসের উদ্দেশে শুরু হল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল। মিছিলে সামিল বহু শিক্ষক সংগঠন ৷

এসএসসি অভিযানের লক্ষ্যে করুণাময়ী চত্বরে বাড়ছে ভিড়
এসএসসি অভিযানকে সামনে রেখে সল্টলেক করুণাময়ী চত্বরে বাড়ছে ভিড় । জমায়েত করছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। কিছুক্ষণ পরেই এসএসসি অফিসের দিকে শুরু হবে তাঁদের মিছিল। চাকরিহারাদের সমস্যা সমাধান করতে শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

কী বলছেন চাকরিহারারা ?
ধর্মতলায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ নিজেদের উদ্বেগ থেকে শুরু করে নানা কথা ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন চাকরিহারারা ৷
বিকাশ ভবনে বড় বৈঠক
চাকরিহারাদের সমস্যা সমাধান করতে শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বৈঠকে চাকরিহারাদের পাশাপাশি এসএসসির চেয়ারম্যান-সহ আইনজীবীরাও থাকবেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, দুপুর দুটো নাগাদ এই বৈঠকটি শুরু হবে ৷
চাকরিহারাদের পাশে, পথে সিপিএম
চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মিছিল করল সিপিএম ৷ দক্ষিণ কলকাতার রাসবিহারীতে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা ৷ নেতৃত্বে ছিলেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী ৷ মিছিল শেষ হবে গড়িয়ায় ৷
বৈঠকে ব্রাত্য
চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁদের সমস্যা নিয়ে কথা হবে বৈঠকে ৷ এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের চাকরিহারাদের সঙ্গে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী ৷
কেন লাঠিচার্জ ? আবার ব্যাখ্যা দিল পুলিশ
কসবার ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ কেন তা আবারও ব্যাখ্যা করল লালবাজার। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের দাবি, বুধবার কসবার ডিআই অফিসে বিক্ষোভকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায় "পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও”। একথা শোনার পরই লাঠিচার্জের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি পুলিশের ৷
প্রাক্তন-বর্তমানের বৈঠক আগামিকাল
আগামিকাল দুপুর 12টায় এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। বৃহস্পতিবার এসএসসি দপ্তরের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে আসেন তিনি। সেখান থেকেই তিনি যান এসএসসি ভবনে। তবে কয়েকটি কারণে এসএসসির বর্তমান চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি তাঁর। এসএসসি অফিসের বাইরে থেকেই বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করেন প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সেখানেই ঠিক হয়, আগামিকাল দুপুর 12টা নাগাদ দু'জনে বৈঠকে বসবেন ৷
অবরুদ্ধ ধর্মতালা, অবস্থান চাকরিহারাদের
মিছিল করে ধর্মতলে এসে পৌছলেন চাকরিহারারা ৷ তারপর সেখানেই অবস্থান শুরু করলেন তাঁরা ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা ৷
ধর্মতলায় পৌঁছল মিছিল
হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা ৷ দীর্ঘ পথ পেরিয়ে মিছিল এসে পৌঁছল ধর্মতলায় ৷
মিছিলে সামিল হলেন আসফাকুল্লা নাইয়া
চাকরিহারাদের শিক্ষকদের আন্দোলনে সামিল হলেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া ৷
অনশন মঞ্চে জুনিয়র চিকিৎসক পুলস্থ্য
চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অনশনে বসেন এক চাকরিহারা শিক্ষক। তাঁকে সমর্থন জানাতে এবার সেই মঞ্চে আসলেন আরেক অনশনকারী। আরজিকর আন্দোলনে অন্যতম আন্দোলনকারী মুখ ছিলেন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসক পুলস্থ্য আচার্য। ধর্মতলায় দীর্ঘদিন অনশন করেছিলেন তিনি। শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন তিনি।
মিছিলে 'হোক কলরব'
সেন্ট্রাল এভিনিউ পেরিয়ে চাঁদনি চকে ঢুকতেই মিছিল থেকে উঠল 'হোক কলরব' স্লোগান ৷ 2015 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুলিশের লাঠিচার্জের পর অতি জনপ্রিয় হয়েছিল এই স্লোগান ৷ যাদবপুরের ওই আন্দোলনটিকেই অনেকে 'হোক কলরব' আন্দোলন বলে মনে রেখেছেন ৷ এবার চাকরিহারাদের মিছিলেও শোনা গেল হোক কলরব ৷
মিছিলে বাদশা
মিছিলে যোগ দিলেন অভিনেতা বাদশা মৈত্র ৷ পাশাপাশি ওএমআর শিট প্রকাশের দাবিও জানালেন তিনি ৷
মিছিলে দেবাশিস
চাকরিহারা স্কুল শিক্ষকদের মিছিলে যোগ দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার ৷ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁরা এই আন্দোলনে সামিল হবেন ৷ সেই মতো বৃহস্পতিবারের মিছিলে পা মেলান তিনি ৷

জোড়া কর্মসূচিতে যানজটে স্তব্ধ মহানগর
ওয়াকফ আইনের প্রতিবাদে মৌলালিতে জমায়েত এবং শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল ৷ এই জোড়া কর্মসূচিতে যানজটে স্তব্ধ মহানগরী ৷