কলকাতা, 19 মে: প্রত্যাশিত সময়ের বেশ কিছুটা আগে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে মৌসুমী বায়ু ৷ বর্তমানে সমুদ্রের উপরে রয়েছে তার অবস্থান ৷ সেই সঙ্গে রয়েছে সক্রিয় চক্রবৎ ঘূর্ণাবর্ত ৷ তার ফলে বঙ্গে দেখা মিলেছে বৃষ্টির ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে বঙ্গের প্রতিটি জেলাতে এমনই আবহাওয়া থাকবে ৷
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস :
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চা তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3.9 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.1 ডিগ্রি কম ৷ সকাল থেকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী ৷ দিনভর মোট 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93 ও সর্বনিম্ন 62 শতাংশ ৷
বঙ্গজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি :
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর ডানা মেলেছে । সেই সঙ্গে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, ও অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত । আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে সেই ঘূর্ণাবর্ত ৷ আর সেই কারণে বঙ্গজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । সঙ্গে কখনও কখনও 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে । সোমবার পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা পরিবর্তন না-হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :
উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে, উপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি । শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে উত্তরের সব জেলাতেই । মঙ্গলবারের মধ্যে তাপমাত্রার পারদ বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । বুধবারও উত্তরবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস ৷ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷ শুক্রবার উত্তরের 5 জেলা ছাড়া বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।