ETV Bharat / state

বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে আদৌ মিলবে মুক্তি ? জানাল হাওয়া অফিস - WEST BENGAL WEATHER FORECAST

ঘূর্ণাবর্তের ঘনঘটায় রাজ্যজুড়ে ক্রমশ তৈরি হচ্ছে বৃষ্টির পরিস্থিতি ৷ তাপমাত্রার পারদ পতন নিয়ে কী বলছে হাওয়া অফিস ?

WEATHER FORECAST
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 7:51 AM IST

2 Min Read

কলকাতা, 9 এপ্রিল: চাঁদিফাটা গরমে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ বৃষ্টির জেরে শুষ্ক গরম থেকে সাময়িক রেহাই মিলবে বঙ্গবাসীর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ থাকবে মেঘলা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা-সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো বাতাস ।

বৃহস্পতি ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । বুধবার থেকে তাপমাত্রা কমতে হতে পারে । বৃষ্টির কারণে 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে । তবে, আগামী দু'দিন বড় কোনও পরিবর্তন নেই তাপমাত্রায় । ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে, ঝমঝমিয়ে নয়, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 50 শতাংশ ।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করছে ৷ এই কারণে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমের অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অবশ্য, বৃষ্টির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার 2-3 ডিগ্রি তাপমাত্রার পারদ পতন ঘটতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷

পড়ুন: চাকরি বদলের সঠিক সময় আজ, জানুন সারাদিন কেমন কাটবে

কলকাতা, 9 এপ্রিল: চাঁদিফাটা গরমে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ বৃষ্টির জেরে শুষ্ক গরম থেকে সাময়িক রেহাই মিলবে বঙ্গবাসীর ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ থাকবে মেঘলা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা-সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো বাতাস ।

বৃহস্পতি ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । বুধবার থেকে তাপমাত্রা কমতে হতে পারে । বৃষ্টির কারণে 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে । তবে, আগামী দু'দিন বড় কোনও পরিবর্তন নেই তাপমাত্রায় । ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে, ঝমঝমিয়ে নয়, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 50 শতাংশ ।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করছে ৷ এই কারণে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমের অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ অবশ্য, বৃষ্টির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার 2-3 ডিগ্রি তাপমাত্রার পারদ পতন ঘটতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷

পড়ুন: চাকরি বদলের সঠিক সময় আজ, জানুন সারাদিন কেমন কাটবে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.