কলকাতা, 8 এপ্রিল: সোমের পর মঙ্গলেও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে ৷ শুক্রবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের 8 জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা-সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ৷
বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে, বৃষ্টিপাতের কারণে বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ ৷
অন্যদিকে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে দমকা হাওয়া ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার থেকে তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷
আবহাওয়াবিদদের মতে, রাজ্যের বাতাসে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার পরিস্থিতি তৈরি হচ্ছে । আর সেই কারণে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে । আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় গরমের অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 89 শতাংশ । সর্বনিম্ন 50 শতাংশ ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে চক্রবৎ ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী দু'দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে । শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে এই নিম্নচাপ ৷ সেই সঙ্গে, মঙ্গলবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা ।