বারুইপুর, 27 মার্চ: আদালতের অনুমতি নিয়ে করা সভামঞ্চে তৃণমূলের ভোটিং এজেন্টদের কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তাঁর পথে হেঁটে বৃহস্পতিবার বিতর্ক তৈরি করলেন শান্তিকুঞ্জের বাসিন্দা ৷
গতকাল কলকাতা হাইকোর্ট বিজেপিকে শর্তসাপেক্ষে বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের অনুমতি দেয় ৷ এদিন সেই সভামঞ্চ থেকে তৃণমূলের এজেন্টদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করলেন বিরোধী দলনেতা ৷
তিনি অভিযোগ করেন পঞ্চায়েত ভোট এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের গণনাকেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি ৷ এদিন বিজেপি নেতা বলেন, "এই জেলায় এমন কোনও জায়গা নেই যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট লুঠ হয়নি ৷ বাড়িতে তালা লাগিয়েছে ৷ ইভিএমে স্টিকার লাগিয়েছে ৷ একটা প্রতীক ছাড়া আর কোনও প্রতীক ইভিএম-এ দেখতে পায়নি মানুষ ৷ আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম, সে চিহ্নিত হয়েছে ৷ তাকে বুথেই মারা হয়েছে ৷ প্রত্যেক বুথে আট জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল ৷ " এরপরই কয়েকটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন তিনি।
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন সিপিএমকেও নিশানা করে বলেন, "লক্ষ্মণ শেঠ একটা সময় নদীর ওপারে আমাকে বলত, ঢুকে দেখ, পা ভাঙব ৷ এখন ক্যালেন্ডার হয়ে গিয়েছে ৷ সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না ৷ আপনারা ভাবছেন, এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে ? ভুল করছেন ৷"
এর আগে গত বুধবার, 19 মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বারুইপুরে সভা করতে গিয়েছিলেন ৷ বারুইপুর পশ্চিম বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র ৷ সেদিন শুভেন্দু অধিকারীদের মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ বিরোধী দলনেতার কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ পুলিশের সামনে তাঁকে উদ্দেশ্য করে অনেকে 'চোর' স্লোগান দিতে থাকেন ৷ বারুইপুরে পৌঁছতেই তাঁর কনভয়ে কার্যত হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয় ৷ তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা করতে বাধ্য হন ৷
এই ঘটনার প্রতিবাদে 27 মার্চ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দেন শুভেন্দু ৷ এর জন্য তিনি আদালতে আবেদন জানান ৷ গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন ৷
সেদিনের ঘটনা প্রসঙ্গে বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালিকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "সেদিন কর্মসূচি করলে 200 জন আহত হতেন ৷ যা হয়েছে, তা আমার ও আমার বিধায়কদের উপর দিয়ে গিয়েছে ৷ গাড়িটা ছিল বলে আমার মাথাটা বেঁচেছে ৷ গাড়িতে 20টি লাঠির বাড়ি পড়েছে ৷ গাড়ি এখন গ্যারাজে ৷ তার বিল আমি দিয়ে দেব ৷ আমার কাছে অনেক টাকা আছে ৷ কিন্তু বিলটা গুছিয়ে রাখছি ৷ বিধানসভা নির্বাচনের পর ওই বিল 6 শতাংশ সুদ-সহ পলাশ ঢালির কাছ থেকে আদায় করব ৷"