ETV Bharat / state

দিলীপের পর বেলাগাম শুভেন্দু ! তৃণমূলের পোলিং এজেন্টদের কুরুচিকর ভাষায় আক্রমণ - SUVENDU ADHIKARI CONTROVERSY

তৃণমূলের পোলিং এজেন্টদের আপত্তিকর ভাষায় বেনজির আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দলের প্রাক্তন রাজ্য সভাপতির পর তিনিও বিতর্ক তৈরি করলেন ৷

Leader of Opposition Suvendu Adhikari uses controversial language towards TMC polling agents
বারুইপুর এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে তৃণমূলের পোলিং এজেন্টদের আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 27, 2025 at 9:33 PM IST

Updated : March 27, 2025 at 9:48 PM IST

3 Min Read

বারুইপুর, 27 মার্চ: আদালতের অনুমতি নিয়ে করা সভামঞ্চে তৃণমূলের ভোটিং এজেন্টদের কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তাঁর পথে হেঁটে বৃহস্পতিবার বিতর্ক তৈরি করলেন শান্তিকুঞ্জের বাসিন্দা ৷

গতকাল কলকাতা হাইকোর্ট বিজেপিকে শর্তসাপেক্ষে বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের অনুমতি দেয় ৷ এদিন সেই সভামঞ্চ থেকে তৃণমূলের এজেন্টদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করলেন বিরোধী দলনেতা ৷

বারুইপুর এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে তৃণমূলের পোলিং এজেন্টদের আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তিনি অভিযোগ করেন পঞ্চায়েত ভোট এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের গণনাকেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি ৷ এদিন বিজেপি নেতা বলেন, "এই জেলায় এমন কোনও জায়গা নেই যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট লুঠ হয়নি ৷ বাড়িতে তালা লাগিয়েছে ৷ ইভিএমে স্টিকার লাগিয়েছে ৷ একটা প্রতীক ছাড়া আর কোনও প্রতীক ইভিএম-এ দেখতে পায়নি মানুষ ৷ আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম, সে চিহ্নিত হয়েছে ৷ তাকে বুথেই মারা হয়েছে ৷ প্রত্যেক বুথে আট জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল ৷ " এরপরই কয়েকটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন তিনি।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন সিপিএমকেও নিশানা করে বলেন, "লক্ষ্মণ শেঠ একটা সময় নদীর ওপারে আমাকে বলত, ঢুকে দেখ, পা ভাঙব ৷ এখন ক্যালেন্ডার হয়ে গিয়েছে ৷ সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না ৷ আপনারা ভাবছেন, এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে ? ভুল করছেন ৷"

এর আগে গত বুধবার, 19 মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বারুইপুরে সভা করতে গিয়েছিলেন ৷ বারুইপুর পশ্চিম বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র ৷ সেদিন শুভেন্দু অধিকারীদের মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ বিরোধী দলনেতার কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ পুলিশের সামনে তাঁকে উদ্দেশ্য করে অনেকে 'চোর' স্লোগান দিতে থাকেন ৷ বারুইপুরে পৌঁছতেই তাঁর কনভয়ে কার্যত হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয় ৷ তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা করতে বাধ্য হন ৷

এই ঘটনার প্রতিবাদে 27 মার্চ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দেন শুভেন্দু ৷ এর জন্য তিনি আদালতে আবেদন জানান ৷ গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন ৷

সেদিনের ঘটনা প্রসঙ্গে বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালিকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "সেদিন কর্মসূচি করলে 200 জন আহত হতেন ৷ যা হয়েছে, তা আমার ও আমার বিধায়কদের উপর দিয়ে গিয়েছে ৷ গাড়িটা ছিল বলে আমার মাথাটা বেঁচেছে ৷ গাড়িতে 20টি লাঠির বাড়ি পড়েছে ৷ গাড়ি এখন গ্যারাজে ৷ তার বিল আমি দিয়ে দেব ৷ আমার কাছে অনেক টাকা আছে ৷ কিন্তু বিলটা গুছিয়ে রাখছি ৷ বিধানসভা নির্বাচনের পর ওই বিল 6 শতাংশ সুদ-সহ পলাশ ঢালির কাছ থেকে আদায় করব ৷"

বারুইপুর, 27 মার্চ: আদালতের অনুমতি নিয়ে করা সভামঞ্চে তৃণমূলের ভোটিং এজেন্টদের কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তাঁর পথে হেঁটে বৃহস্পতিবার বিতর্ক তৈরি করলেন শান্তিকুঞ্জের বাসিন্দা ৷

গতকাল কলকাতা হাইকোর্ট বিজেপিকে শর্তসাপেক্ষে বারুইপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের অনুমতি দেয় ৷ এদিন সেই সভামঞ্চ থেকে তৃণমূলের এজেন্টদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করলেন বিরোধী দলনেতা ৷

বারুইপুর এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে তৃণমূলের পোলিং এজেন্টদের আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তিনি অভিযোগ করেন পঞ্চায়েত ভোট এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের গণনাকেন্দ্রে পৌঁছতে দেওয়া হয়নি ৷ এদিন বিজেপি নেতা বলেন, "এই জেলায় এমন কোনও জায়গা নেই যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট লুঠ হয়নি ৷ বাড়িতে তালা লাগিয়েছে ৷ ইভিএমে স্টিকার লাগিয়েছে ৷ একটা প্রতীক ছাড়া আর কোনও প্রতীক ইভিএম-এ দেখতে পায়নি মানুষ ৷ আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম, সে চিহ্নিত হয়েছে ৷ তাকে বুথেই মারা হয়েছে ৷ প্রত্যেক বুথে আট জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল ৷ " এরপরই কয়েকটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন তিনি।

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এদিন সিপিএমকেও নিশানা করে বলেন, "লক্ষ্মণ শেঠ একটা সময় নদীর ওপারে আমাকে বলত, ঢুকে দেখ, পা ভাঙব ৷ এখন ক্যালেন্ডার হয়ে গিয়েছে ৷ সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না ৷ আপনারা ভাবছেন, এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে ? ভুল করছেন ৷"

এর আগে গত বুধবার, 19 মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বারুইপুরে সভা করতে গিয়েছিলেন ৷ বারুইপুর পশ্চিম বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র ৷ সেদিন শুভেন্দু অধিকারীদের মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ বিরোধী দলনেতার কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ পুলিশের সামনে তাঁকে উদ্দেশ্য করে অনেকে 'চোর' স্লোগান দিতে থাকেন ৷ বারুইপুরে পৌঁছতেই তাঁর কনভয়ে কার্যত হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয় ৷ তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা করতে বাধ্য হন ৷

এই ঘটনার প্রতিবাদে 27 মার্চ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দেন শুভেন্দু ৷ এর জন্য তিনি আদালতে আবেদন জানান ৷ গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন ৷

সেদিনের ঘটনা প্রসঙ্গে বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালিকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "সেদিন কর্মসূচি করলে 200 জন আহত হতেন ৷ যা হয়েছে, তা আমার ও আমার বিধায়কদের উপর দিয়ে গিয়েছে ৷ গাড়িটা ছিল বলে আমার মাথাটা বেঁচেছে ৷ গাড়িতে 20টি লাঠির বাড়ি পড়েছে ৷ গাড়ি এখন গ্যারাজে ৷ তার বিল আমি দিয়ে দেব ৷ আমার কাছে অনেক টাকা আছে ৷ কিন্তু বিলটা গুছিয়ে রাখছি ৷ বিধানসভা নির্বাচনের পর ওই বিল 6 শতাংশ সুদ-সহ পলাশ ঢালির কাছ থেকে আদায় করব ৷"

Last Updated : March 27, 2025 at 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.