ETV Bharat / state

এলাহি বিয়ে বট-পাকুড়ের, ভুড়িভোজ আড়াই হাজার অতিথির; কেন ? - Tree wedding in Beldanga

Tree wedding in Beldanga: গাছ লাগানোর বার্তা দিতে মুর্শিদাবাদের বেলডাঙায় ধূমধাম করে বিয়ে দেওয়া হল বট ও পাকুড় গাছের ৷ গায়ে হলুদ থেকে শুরু করে যাবতীয় নিয়ম কানুন মেনে মন্দিরে বিয়ে দিলেন পুরোহিত ৷ ছিল ভুড়িভোজের এলাহি আয়োজন ৷ পাতপেড়ে খেলেন আড়াই হাজার অতিথি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 1:14 PM IST

Updated : Jul 16, 2024, 3:06 PM IST

ETV BHARAT
গাছ লাগানোর বার্তা দিতে এলাহি বিয়ে বট-পাকুড়ের (নিজস্ব চিত্র)

বেলডাঙা, 16 জুলাই: ভরা বিয়ের মরশুম না-হলেও বৃষ্টিভেজা আষাঢ় মাসে খবরের শিরোনামে শুধুই বিয়ের খবর ৷ সৌজন্যে নিঃসন্দেহে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ৷ তাঁদের শুভ পরিণয়ের চাকচিক্য চোখ ঝলসে দিয়েছে গোটা বিশ্বের ৷ আমাদের বাংলাতেও এই সময়েই চার হাত এক হল আরও এক তারকার ৷ সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্য়ায়ের ৷ এসবের মাঝেই বিয়ের আসর বসল মুর্শিদাবাদের বেলডাঙাতেও ৷ এ এক অন্য ধাঁচের বিয়ে ৷ বর, কনে, বরযাত্রী, কনেযাত্রী সবই ছিল ৷ তার সঙ্গে ছিল পরিবেশকে বাঁচানোর জোরালো বার্তা ৷ ধূমধাম করে বিয়ে হল বট ও পাকুড়ের ৷

বর হল বটবৃক্ষ, তার নাম ইন্দ্র । আর কনের সাজে পাকুড় ৷ যার নাম রাখা হয়েছে রিমঝিম । গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল কামনায় গ্রামের ধর্মরাজ মন্দিরে ঘটা করে বিষ্ণুমতে বট ও পাকুড়ের বিয়ে দিলেন বেলডাঙা থানার দলুয়ার বাসিন্দারা । আর এভাবেই তাঁরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাতে এগিয়ে আসার বার্তা দিলেন ৷

ছাদনা তলায় কলা গাছ পোঁতা, হয়েছে গায়ে হলুদ - বিয়ের উপাচার আয়োজনে কোনও ত্রুটি ছিল না । আর বিয়ে হবে, বরযাত্রীর আতিথেয়তা থাকবে না তাই কী হয় ! আড়াই হাজার আমন্ত্রিতের জন্য ছিল সরবত, টিফিন থেকে শুরু করে এলাহি ভুড়িভোজের আয়োজন । বট ও পাকুড়ের বিয়ের আসরে হাজির কয়েক হাজার পুরুষ, মহিলা । আশপাশের গ্রামের মানুষও গাছের বিয়ে দেখতে ভিড় জমান ।

বট-পাকুড়কে কেন্দ্র করেই গ্রাম বাংলায় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় । গ্রামীণ প্রাচীন এই রীতিকে সামনে রেখে গাছ লাগাতে এগিয়ে আসার বার্তা দিলেন দলুয়াবাসী । গ্রামের সমস্ত পরিবার গাছের বিয়ের জন্য এক সপ্তাহ ধরে তোড়জোড় শুরু করে দিয়েছিলেন । পাত্রপক্ষ হলেন উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী কোয়েল মণ্ডল । অন্যদিকে পাত্রীপক্ষ পলাশ মণ্ডল ও তাঁর স্ত্রী পায়েল মণ্ডল । যদিও পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে দেনা পাওনার কোনও প্রশ্ন ওঠেনি । বরং পাত্রপক্ষ ও পাত্রীপক্ষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামবাসীরা । বাড়ি বাড়ি ঘুরে প্রায় 45 হাজার টাকা চাঁদা সংগ্রহ করে আনেন গ্রামের প্রমিলা ব্রিগেড ।

এরপর শুরু হয় বিয়ের প্রস্তুতি । কনের গায়ে হলুদ দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু করা হয় । পুরোহিত ছিলেন গ্রামেরই বাসিন্দা ত্রিনয়ন চক্রবর্তী । পুরোহিত বলেন, সার্বিক মঙ্গল কামনায় বিষ্ণুমতে কন্যা সম্প্রদান করা হয় । একদিকে চলে বিয়ের অনুষ্ঠান । অন্যদিকে চলে রান্নাবান্না । শুরুতেই বরযাত্রীদের সরবত দিয়ে আপ্যায়ন করা হয় । এরপর টিফিনে লুচি, কাশ্মীরি আলুর দম ও সুগন্ধি আতপ চালের পায়েস । রাতের মেনুতে ছিল খিচুরি, পাঁচ তরকারী, চাটনি । আর শেষ পাতে মিষ্টি । প্রায় আড়াই হাজার মানুষ পাতপেড়ে খেয়েছেন । বট-পাকুড়ের বিয়ে উপলক্ষে একদিনের জন্য গোটা গ্রাম উচ্ছ্বাসে মেতে ওঠে । আর সঙ্গে পায় গাছ লাগানোর অনুপ্রেরণা ৷

বেলডাঙা, 16 জুলাই: ভরা বিয়ের মরশুম না-হলেও বৃষ্টিভেজা আষাঢ় মাসে খবরের শিরোনামে শুধুই বিয়ের খবর ৷ সৌজন্যে নিঃসন্দেহে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ৷ তাঁদের শুভ পরিণয়ের চাকচিক্য চোখ ঝলসে দিয়েছে গোটা বিশ্বের ৷ আমাদের বাংলাতেও এই সময়েই চার হাত এক হল আরও এক তারকার ৷ সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্য়ায়ের ৷ এসবের মাঝেই বিয়ের আসর বসল মুর্শিদাবাদের বেলডাঙাতেও ৷ এ এক অন্য ধাঁচের বিয়ে ৷ বর, কনে, বরযাত্রী, কনেযাত্রী সবই ছিল ৷ তার সঙ্গে ছিল পরিবেশকে বাঁচানোর জোরালো বার্তা ৷ ধূমধাম করে বিয়ে হল বট ও পাকুড়ের ৷

বর হল বটবৃক্ষ, তার নাম ইন্দ্র । আর কনের সাজে পাকুড় ৷ যার নাম রাখা হয়েছে রিমঝিম । গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল কামনায় গ্রামের ধর্মরাজ মন্দিরে ঘটা করে বিষ্ণুমতে বট ও পাকুড়ের বিয়ে দিলেন বেলডাঙা থানার দলুয়ার বাসিন্দারা । আর এভাবেই তাঁরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগাতে এগিয়ে আসার বার্তা দিলেন ৷

ছাদনা তলায় কলা গাছ পোঁতা, হয়েছে গায়ে হলুদ - বিয়ের উপাচার আয়োজনে কোনও ত্রুটি ছিল না । আর বিয়ে হবে, বরযাত্রীর আতিথেয়তা থাকবে না তাই কী হয় ! আড়াই হাজার আমন্ত্রিতের জন্য ছিল সরবত, টিফিন থেকে শুরু করে এলাহি ভুড়িভোজের আয়োজন । বট ও পাকুড়ের বিয়ের আসরে হাজির কয়েক হাজার পুরুষ, মহিলা । আশপাশের গ্রামের মানুষও গাছের বিয়ে দেখতে ভিড় জমান ।

বট-পাকুড়কে কেন্দ্র করেই গ্রাম বাংলায় ষষ্ঠী পুজোর আয়োজন করা হয় । গ্রামীণ প্রাচীন এই রীতিকে সামনে রেখে গাছ লাগাতে এগিয়ে আসার বার্তা দিলেন দলুয়াবাসী । গ্রামের সমস্ত পরিবার গাছের বিয়ের জন্য এক সপ্তাহ ধরে তোড়জোড় শুরু করে দিয়েছিলেন । পাত্রপক্ষ হলেন উৎপল মণ্ডল ও তাঁর স্ত্রী কোয়েল মণ্ডল । অন্যদিকে পাত্রীপক্ষ পলাশ মণ্ডল ও তাঁর স্ত্রী পায়েল মণ্ডল । যদিও পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে দেনা পাওনার কোনও প্রশ্ন ওঠেনি । বরং পাত্রপক্ষ ও পাত্রীপক্ষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গ্রামবাসীরা । বাড়ি বাড়ি ঘুরে প্রায় 45 হাজার টাকা চাঁদা সংগ্রহ করে আনেন গ্রামের প্রমিলা ব্রিগেড ।

এরপর শুরু হয় বিয়ের প্রস্তুতি । কনের গায়ে হলুদ দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু করা হয় । পুরোহিত ছিলেন গ্রামেরই বাসিন্দা ত্রিনয়ন চক্রবর্তী । পুরোহিত বলেন, সার্বিক মঙ্গল কামনায় বিষ্ণুমতে কন্যা সম্প্রদান করা হয় । একদিকে চলে বিয়ের অনুষ্ঠান । অন্যদিকে চলে রান্নাবান্না । শুরুতেই বরযাত্রীদের সরবত দিয়ে আপ্যায়ন করা হয় । এরপর টিফিনে লুচি, কাশ্মীরি আলুর দম ও সুগন্ধি আতপ চালের পায়েস । রাতের মেনুতে ছিল খিচুরি, পাঁচ তরকারী, চাটনি । আর শেষ পাতে মিষ্টি । প্রায় আড়াই হাজার মানুষ পাতপেড়ে খেয়েছেন । বট-পাকুড়ের বিয়ে উপলক্ষে একদিনের জন্য গোটা গ্রাম উচ্ছ্বাসে মেতে ওঠে । আর সঙ্গে পায় গাছ লাগানোর অনুপ্রেরণা ৷

Last Updated : Jul 16, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.