ETV Bharat / state

20 বছরের টানাপোড়েনে ইতি, চলতি মাসেই শুরু হচ্ছে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ - LANSDOWNE MARKET

কলকাতা পুরনিগমের তিন মেয়র পারিষদ বুধবার যান ল্যান্সডাউন বাজার পরিদর্শনে যান ৷ তারপরেই কাটল ব্যবসায়ীদের জট ।

Lansdowne Market renovation work
চলতি মাসেই শুরু ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2025 at 2:20 PM IST

3 Min Read

কলকাতা, 15 মে: কলকাতা পুরনিগমের তিন মেয়র পারিষদের হস্তক্ষেপে অবশেষে 20 বছরের টানাপোড়েনে ইতি ৷ জট কেটে চলতি মাসেই শুরু হতে চলেছে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ ৷

ন'জন ব্যবসায়ীর করা মামলা ও দীর্ঘ টালবাহানার জেরে বছরের পর বছর কাজ থমকে ছিল ল্যান্সডাউন বাজারের । ক্ষতির মুখে পড়ে ডেভেলপার থেকে কলকাতা পুরনিগম । সমস্যায় দিন কাটাচ্ছিলেন প্রায় 300 জনের বেশি ব্যবসায়ী । শেষমেষ মিটল সমস্যা ।

মেয়র পারিষদদের হস্তক্ষেপে জট কাটল ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, পুরনো ল্যান্সডাউন বাজার ভেঙে সেখানে উঠবে ন'তলা বিল্ডিং । তাতে পার্কিং লট থেকে বাজার হবে । বাকি তলাগুলো ডেভেলপার লিজ দেবে বা বিক্রি করবে । ব্যবসায়ীরা প্রত্যেকে পাবেন নির্দিষ্ট জায়গা । এই চুক্তিতেই 20 বছর আগে শুরু হয়েছিল ল্যান্সডাউন মার্কেট তৈরির কাজ । তবে ব্যবসায়ীরা নানা দাবি সামনে এনে অনড় মনোভাব নিলে সেই কাজ বাধাপ্রাপ্ত হয় । এর জন্য উন্নয়নের পক্ষে থাকা ব্যবসায়ীরা ফ্যাসাদে পড়েন ।

প্রথম দফায় প্রায় 150 জন ব্যবসায়ীকে অস্থায়ীভাবে সরিয়ে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের প্রাথমিক কাজ শেষ হয় । দ্বিতীয় দফার কাজে হাত দেওয়ার আগে বাধ সাধেন ন'জন ব্যবসায়ী ৷ আদালতের মামলা করেন তারা এবং পাশাপাশি নানান দাবি তোলেন ৷ যার ফলে এসবের মধ্যে দিয়ে সময় বয়ে যায় । কাজ আটকে যাওয়ায় ক্ষতির মুখোমুখি হয় ডেভেলপার থেকে কলকাতা পুরনিগম । সমস্যায় পড়েন বাকি সমস্ত ব্যবসায়ীরা ।

পরবর্তীকালে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের সমস্যা সমাধানে যা যা করণীয় সেটাই করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশ অনুসারে মঙ্গলবার পুরনিগমে ল্যান্সডাউন মার্কেট নিয়ে বৈঠক হয় । সেখানে চারজন ব্যবসায়ীর প্রাথমিক সমস্যার সমাধান হলেও, বাকি পাঁচজন নিজেদের দাবিতে অনড় থাকেন । এরপরেই পালটা বৈঠকে সিদ্ধান্ত হয় উন্নয়নের কাজ এগোতে ও দ্রুত সমস্যা মেটাতে তিন মেয়র পারিষদ বুধবার যান ল্যান্সডাউন বাজার পরিদর্শনে । সেই মতো ওইদিন আইন বিভাগের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, আলো বিভাগের মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলর সন্দীপরঞ্জন বকসি এবং বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি ল্যান্সডাউন মার্কেটে যান ।

যে ব্যবসায়ীদের জায়গা সংক্রান্ত সমস্যা মিটছিল না তাঁদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি বিকল্প জায়গার ব্যবস্থা করা হয় । ব্যবসায়ীদের দাবি অনুসারে বেশ কিছু পদক্ষেপও নেন মেয়র পারিষদরা । এরপরেই বরফ গলে । তিন মেয়র পারিষদের তরফে জানানো হয়, আদালত যখন ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজের উপর স্থগিতাদেশ দেয়নি, তখন চলতি মাস থেকেই সেই কাজ শুরু হবে ।

বাজার বিভাগের মেয়র পারিষদ অমিরউদ্দিন ববি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্যার সমাধান করলাম ৷ যেসব ব্যবসায়ীরা বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা তাদের দোকানের চাবি হস্তান্তর করেছে । গ্রাউন্ড ফ্লোরে তাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে । 21 তারিখ চুক্তি করে পুরোদমে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ শুরু হবে ।"

কলকাতা, 15 মে: কলকাতা পুরনিগমের তিন মেয়র পারিষদের হস্তক্ষেপে অবশেষে 20 বছরের টানাপোড়েনে ইতি ৷ জট কেটে চলতি মাসেই শুরু হতে চলেছে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ ৷

ন'জন ব্যবসায়ীর করা মামলা ও দীর্ঘ টালবাহানার জেরে বছরের পর বছর কাজ থমকে ছিল ল্যান্সডাউন বাজারের । ক্ষতির মুখে পড়ে ডেভেলপার থেকে কলকাতা পুরনিগম । সমস্যায় দিন কাটাচ্ছিলেন প্রায় 300 জনের বেশি ব্যবসায়ী । শেষমেষ মিটল সমস্যা ।

মেয়র পারিষদদের হস্তক্ষেপে জট কাটল ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, পুরনো ল্যান্সডাউন বাজার ভেঙে সেখানে উঠবে ন'তলা বিল্ডিং । তাতে পার্কিং লট থেকে বাজার হবে । বাকি তলাগুলো ডেভেলপার লিজ দেবে বা বিক্রি করবে । ব্যবসায়ীরা প্রত্যেকে পাবেন নির্দিষ্ট জায়গা । এই চুক্তিতেই 20 বছর আগে শুরু হয়েছিল ল্যান্সডাউন মার্কেট তৈরির কাজ । তবে ব্যবসায়ীরা নানা দাবি সামনে এনে অনড় মনোভাব নিলে সেই কাজ বাধাপ্রাপ্ত হয় । এর জন্য উন্নয়নের পক্ষে থাকা ব্যবসায়ীরা ফ্যাসাদে পড়েন ।

প্রথম দফায় প্রায় 150 জন ব্যবসায়ীকে অস্থায়ীভাবে সরিয়ে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের প্রাথমিক কাজ শেষ হয় । দ্বিতীয় দফার কাজে হাত দেওয়ার আগে বাধ সাধেন ন'জন ব্যবসায়ী ৷ আদালতের মামলা করেন তারা এবং পাশাপাশি নানান দাবি তোলেন ৷ যার ফলে এসবের মধ্যে দিয়ে সময় বয়ে যায় । কাজ আটকে যাওয়ায় ক্ষতির মুখোমুখি হয় ডেভেলপার থেকে কলকাতা পুরনিগম । সমস্যায় পড়েন বাকি সমস্ত ব্যবসায়ীরা ।

পরবর্তীকালে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের সমস্যা সমাধানে যা যা করণীয় সেটাই করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশ অনুসারে মঙ্গলবার পুরনিগমে ল্যান্সডাউন মার্কেট নিয়ে বৈঠক হয় । সেখানে চারজন ব্যবসায়ীর প্রাথমিক সমস্যার সমাধান হলেও, বাকি পাঁচজন নিজেদের দাবিতে অনড় থাকেন । এরপরেই পালটা বৈঠকে সিদ্ধান্ত হয় উন্নয়নের কাজ এগোতে ও দ্রুত সমস্যা মেটাতে তিন মেয়র পারিষদ বুধবার যান ল্যান্সডাউন বাজার পরিদর্শনে । সেই মতো ওইদিন আইন বিভাগের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, আলো বিভাগের মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলর সন্দীপরঞ্জন বকসি এবং বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরউদ্দিন ববি ল্যান্সডাউন মার্কেটে যান ।

যে ব্যবসায়ীদের জায়গা সংক্রান্ত সমস্যা মিটছিল না তাঁদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি বিকল্প জায়গার ব্যবস্থা করা হয় । ব্যবসায়ীদের দাবি অনুসারে বেশ কিছু পদক্ষেপও নেন মেয়র পারিষদরা । এরপরেই বরফ গলে । তিন মেয়র পারিষদের তরফে জানানো হয়, আদালত যখন ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজের উপর স্থগিতাদেশ দেয়নি, তখন চলতি মাস থেকেই সেই কাজ শুরু হবে ।

বাজার বিভাগের মেয়র পারিষদ অমিরউদ্দিন ববি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্যার সমাধান করলাম ৷ যেসব ব্যবসায়ীরা বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা তাদের দোকানের চাবি হস্তান্তর করেছে । গ্রাউন্ড ফ্লোরে তাদের দোকানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে । 21 তারিখ চুক্তি করে পুরোদমে ল্যান্সডাউন মার্কেট সংস্কারের কাজ শুরু হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.