ETV Bharat / state

বাড়িওয়ালার লালসার শিকার নাবালক, ফের বিকৃত মানসিকতার সাক্ষী মহানগর - Landlord Molest Minor Boy

Landlord Molests Minor Boy: আরজি করের ঘটনার মাঝেই মহানগরে 14 বছরের এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৷ অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 2:12 PM IST

Updated : Aug 21, 2024, 2:43 PM IST

Landlord Molest Minor Boy
নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে (ফাইল চিত্র)

কলকাতা, 21 অগস্ট: কলকাতায় এবার বাড়িওয়ালার লালসার শিকার এক নাবালক । ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায় ৷ 44 বছরের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ।

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য ৷ সেই ভয়াবহ ঘটনার আবহেই এবার মহানগরে আরও একটি নৃশংস ঘটনার অভিযোগ উঠল ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িওয়ালার বিকৃত মানসিকতার শিকার হয়েছে 14 বছরের কিশোর ৷

জানা গিয়েছে, ওই নাবালক তার মায়ের সঙ্গে রিজেন্ট পার্ক থানা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে । অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নাবালককে বিভিন্ন কারণে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন করত বাড়িওয়ালা । পাশাপাশি ওই নাবালককে ভয় দেখানো হত যে, সে যদি এই কথাগুলি বাইরে কারওকে বলে দেয়, তাহলে তার ভয়ানক বিপদ হতে পারে । এমনটাও অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালক সাহস করে প্রথমে এক বন্ধুকে তার উপর ঘটা নৃশংস ঘটনার কথা জানায় । এরপর সেই বন্ধু তার মাকে এই ঘটনা সম্পর্কে অবগত করে ৷ এরপর তিনি ওই নির্যাতিত কিশোরের মাকে গোটা ঘটনাটি জানান ৷ তারপরেই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে নির্যাতিতের মা স্থানীয় রিজেন্ট পার্ক থানায় যান এবং বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

পুলিশ জানিয়েছে, সেই অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন রিজেন্ট পার্ক থানার আধিকারিকরা । এরপরে ওই অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করে থানায় নিয়ে আসা হয় ৷ রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ ৷ তারপরে ফের বুধবার অভিযুক্তকে আটক করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, ওই নাবালকের শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করছে পুলিশ ।

কলকাতা, 21 অগস্ট: কলকাতায় এবার বাড়িওয়ালার লালসার শিকার এক নাবালক । ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায় ৷ 44 বছরের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ।

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য ৷ সেই ভয়াবহ ঘটনার আবহেই এবার মহানগরে আরও একটি নৃশংস ঘটনার অভিযোগ উঠল ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িওয়ালার বিকৃত মানসিকতার শিকার হয়েছে 14 বছরের কিশোর ৷

জানা গিয়েছে, ওই নাবালক তার মায়ের সঙ্গে রিজেন্ট পার্ক থানা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকে । অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নাবালককে বিভিন্ন কারণে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন করত বাড়িওয়ালা । পাশাপাশি ওই নাবালককে ভয় দেখানো হত যে, সে যদি এই কথাগুলি বাইরে কারওকে বলে দেয়, তাহলে তার ভয়ানক বিপদ হতে পারে । এমনটাও অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালক সাহস করে প্রথমে এক বন্ধুকে তার উপর ঘটা নৃশংস ঘটনার কথা জানায় । এরপর সেই বন্ধু তার মাকে এই ঘটনা সম্পর্কে অবগত করে ৷ এরপর তিনি ওই নির্যাতিত কিশোরের মাকে গোটা ঘটনাটি জানান ৷ তারপরেই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে নির্যাতিতের মা স্থানীয় রিজেন্ট পার্ক থানায় যান এবং বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

পুলিশ জানিয়েছে, সেই অভিযোগ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন রিজেন্ট পার্ক থানার আধিকারিকরা । এরপরে ওই অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করে থানায় নিয়ে আসা হয় ৷ রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ ৷ তারপরে ফের বুধবার অভিযুক্তকে আটক করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, ওই নাবালকের শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করছে পুলিশ ।

Last Updated : Aug 21, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.