কলকাতা, 10 এপ্রিল: কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ লাথি মারার ঘটনা ঘটে বলে অভিযোগ । ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল লালবাজার । কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবার্বান) বিদিশা কলিতার কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ।
এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট বলতে যা বোঝায় সেটাই ডেপুটি কমিশনারের থেকে জানতে চাওয়া হয়েছে । রিপোর্টে জবাব পেয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে ৷"
লালবাজার সূত্রে খবর, সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবারবান) বিদিশা কলিতার থেকে লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, বুধবার চাকরিহারাদের রাজ্যজুড়ে ডিআই অফিস ঘেরাও-এর কর্মসূচি ছিল ৷ ফলে কসবার এটি একটি পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল । আর এই পূর্বপরিকল্পিত কর্মসূচিতে কেন এবং কী পরিস্থিতি তৈরি হল যে, পুলিশকে লাঠিচার্জ করতে হল ? প্রথমে ঘটনাটি সঠিক কী ঘটেছিল ?
ভিডিয়োতে দেখা গিয়েছে যে কসবা ডিআই অফিসের বাইরে চাকরিহারারা জড়ো হয়েছিলেন । লালবাজারে তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, বাইরে থাকা চাকরিহারা আন্দোলনকারীরা আচমকাই ভিতরে কীভাবে প্রবেশ করতে পারলেন ? তাঁরা ডিআই অফিসের ভিতরে গিয়ে কী করছিলেন ?
লালবাজার এও জানতে চেয়েছে যে ওই বিক্ষোভ কর্মসূচিতে কোনও ব্যক্তি প্ররোচনা দিয়েছিল কি না ? এছাড়াও, কসবার ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, চাকরিহারা এক ব্যক্তিকে লাথি মারছেন এক পুলিশ কর্মী ৷ কিন্তু কে তিনি লাথি মারলেন ? সেই রিপোর্টও চাওয়া হয়েছে ৷ যদিও বুধবার কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা কার্যত স্বীকার করে নেন যে চাকরিহারা আন্দোলনকারীদের উপর লাথি মারার ঘটনাটি ঠিক হয়নি ।
ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছ থেকে লালবাজার জানতে চেয়েছে, গতকালের পূর্বপরিকল্পিত কর্মসূচিকে ঘিরে কসবা ডিআই অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কীভাবে সাজানো হয়েছিল ? মোট কতজন পুলিশ কর্মী ভিতরে ও বাইরের নিরাপত্তা ব্যবস্থার জন্য মোতায়ন ছিলেন ? আচমকাই চাকরিহারারা অফিসের বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারেন এরকম কোনও আগাম খবর পুলিশের কাছে ছিল কি না ?
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে প্রায় 26 হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ৷ সেই ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের ঐক্য মঞ্চ । সেই মতো গতকাল দুপুরে কসবা ডিআই অফিসে হাজির হন চাকরিহারারা । এরপরেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁদের । মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ লাঠিচার্জ থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে ৷