ETV Bharat / state

মা উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের, জরিমানা হতে পারে 5 হাজার টাকা - Maa flyover

Kolkata Police on Maa Flyover: এজেসি বোস এবং মা উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের ৷ 700 থেকে বাড়িয়ে জরিমানার অঙ্ক করা হল পাঁচ হাজার টাকা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 11:06 PM IST

Kolkata Police
জরিমানা হতে পারে 5 হাজার টাকা (ইটিভি বারত)

কলকাতা, 3 অগস্ট: শহরে যান চলাচলের গতি এবং যানজট পূর্ণ ট্রাফিক ব্যবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য গড়ে উঠেছে উন্নত মানের উড়ালপুল। কিন্তু এই সব উড়ালপুলে গাড়ি খারাপ হয়ে যাওয়া কিংবা গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ কলকাতা পুলিশ এবার মা উড়ালপুল এবং এজিসি বোস উড়ালপুলে গাড়ি খারাপ হলে সেই ব্যাপারে বড়সড় পদক্ষেপ করল ৷

নিজেদের এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এজেসি বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারে গাড়ি খারাপ কিংবা গাড়ি দাঁড় করিয়ে রাখলে কিংবা গাড়ি, বাইক খারাপ হলে 700 টাকা জরিমানা বাড়িয়ে 5 হাজার টাকা করা হল ৷ তাতেও কোনও কাজ না হওয়ায় ক্রমেই এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারে ব্যাপক যানজট ছড়াচ্ছিল ৷ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে ৷

ফলে এবার সেই জরিমানার অঙ্ক 700 টাকা বাড়িয়ে করে দেওয়া হল পাঁচ হাজার টাকা ৷ অর্থাৎ এবার থেকে মা উড়ালপুল কিংবা এজেসি বোস ফ্লাইওভারে ইচ্ছাকৃতভাবে গাড়ি দাঁড় করালে কিংবা সেখানে মাঝ উড়ালপুলে গাড়ি, বাইকের তেল শেষ হলে কিংবা দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে মাঝ উড়ালপুলে গাড়ি দাঁড় করিয়ে হাতাহাতি কিংবা বচসা করে যান চলাচলকে ব্যাহত করলে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে গাড়ির মালিককে।

এই বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মাঝে মধ্যেই ব্যস্ততার সময়ে মা উড়ালপুল এবং এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠতেই কয়েকজন গাড়িচালকের তেল শেষ হয়ে যাচ্ছে ৷ এখানে গাড়ির মালিক কিংবা গাড়ির চালকদের আগে থেকেই দেখে নেওয়া উচিত যে ওঠার পর তাদের গাড়ির তেল শেষ হয়ে যাবে কি না ৷ এছাড়াও ব্যস্ত উড়ালপুলে সামান্য সংঘর্ষ হলেই উড়ালপুলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক ব্যবস্থাকে একেবারে স্তব্ধ করেই রাস্তায় দুই পক্ষ ফয়সালা করতে থাকে। যার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট হয়। সেই যানজটের প্রভাব গিয়ে পড়ে অন্যান্য রাস্তায় ৷"

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে মূলত গাড়ি চালক এবং গাড়ির মালিকদের শিক্ষা দেওয়ার জন্য ৷" এর আগে দ্বিতীয় হুগলি সেতু থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যানজটের মুখে পড়তে হয় ৷ যার জেরে তোপের মুখে পড়তে হয় কলকাতা পুলিশের নগরপালকে ৷ এরপরেই ট্রাফিক বিভাগের তরফ থেকে সমীক্ষা চালানো হয়, কেন এই উড়ালপুলগুলিতে যানজট হচ্ছে। এই সমীক্ষা চালানোর পর এবার জরিমানার অঙ্ক টাকা থেকে বাড়িয়ে করা হলো পাঁচ হাজার টাকা ৷

পোর্টট্রাস্ট কর্মচারী কোঅপারেটিভ ভোটে কারচুপি ! স্পেশাল অফিসারকেই চালানোর নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 3 অগস্ট: শহরে যান চলাচলের গতি এবং যানজট পূর্ণ ট্রাফিক ব্যবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য গড়ে উঠেছে উন্নত মানের উড়ালপুল। কিন্তু এই সব উড়ালপুলে গাড়ি খারাপ হয়ে যাওয়া কিংবা গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ কলকাতা পুলিশ এবার মা উড়ালপুল এবং এজিসি বোস উড়ালপুলে গাড়ি খারাপ হলে সেই ব্যাপারে বড়সড় পদক্ষেপ করল ৷

নিজেদের এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, এজেসি বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারে গাড়ি খারাপ কিংবা গাড়ি দাঁড় করিয়ে রাখলে কিংবা গাড়ি, বাইক খারাপ হলে 700 টাকা জরিমানা বাড়িয়ে 5 হাজার টাকা করা হল ৷ তাতেও কোনও কাজ না হওয়ায় ক্রমেই এজেসি বোস রোড ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারে ব্যাপক যানজট ছড়াচ্ছিল ৷ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে ৷

ফলে এবার সেই জরিমানার অঙ্ক 700 টাকা বাড়িয়ে করে দেওয়া হল পাঁচ হাজার টাকা ৷ অর্থাৎ এবার থেকে মা উড়ালপুল কিংবা এজেসি বোস ফ্লাইওভারে ইচ্ছাকৃতভাবে গাড়ি দাঁড় করালে কিংবা সেখানে মাঝ উড়ালপুলে গাড়ি, বাইকের তেল শেষ হলে কিংবা দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে মাঝ উড়ালপুলে গাড়ি দাঁড় করিয়ে হাতাহাতি কিংবা বচসা করে যান চলাচলকে ব্যাহত করলে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে গাড়ির মালিককে।

এই বিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মাঝে মধ্যেই ব্যস্ততার সময়ে মা উড়ালপুল এবং এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠতেই কয়েকজন গাড়িচালকের তেল শেষ হয়ে যাচ্ছে ৷ এখানে গাড়ির মালিক কিংবা গাড়ির চালকদের আগে থেকেই দেখে নেওয়া উচিত যে ওঠার পর তাদের গাড়ির তেল শেষ হয়ে যাবে কি না ৷ এছাড়াও ব্যস্ত উড়ালপুলে সামান্য সংঘর্ষ হলেই উড়ালপুলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক ব্যবস্থাকে একেবারে স্তব্ধ করেই রাস্তায় দুই পক্ষ ফয়সালা করতে থাকে। যার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট হয়। সেই যানজটের প্রভাব গিয়ে পড়ে অন্যান্য রাস্তায় ৷"

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে মূলত গাড়ি চালক এবং গাড়ির মালিকদের শিক্ষা দেওয়ার জন্য ৷" এর আগে দ্বিতীয় হুগলি সেতু থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যানজটের মুখে পড়তে হয় ৷ যার জেরে তোপের মুখে পড়তে হয় কলকাতা পুলিশের নগরপালকে ৷ এরপরেই ট্রাফিক বিভাগের তরফ থেকে সমীক্ষা চালানো হয়, কেন এই উড়ালপুলগুলিতে যানজট হচ্ছে। এই সমীক্ষা চালানোর পর এবার জরিমানার অঙ্ক টাকা থেকে বাড়িয়ে করা হলো পাঁচ হাজার টাকা ৷

পোর্টট্রাস্ট কর্মচারী কোঅপারেটিভ ভোটে কারচুপি ! স্পেশাল অফিসারকেই চালানোর নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.