ETV Bharat / state

জুতো হাতে তেড়ে যাচ্ছেন শুভেন্দু, ভিডিয়ো পোস্ট কুণালের - Kunal Slams Suvendu

Kunal Ghosh Targets Suvendu: আবারও শুভেন্দুকে বিঁধলেন কুণাল। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা। তাতে দেখা যাচ্ছে কারও দিকে জুতো হাতে তেড়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 11:02 PM IST

Updated : Jul 19, 2024, 11:09 PM IST

Kunal Ghosh Targets Suvendu
শুভেন্দু ও কুণাল (নিজস্ব চিত্র)

কলকাতা, 19 জুলাই: দু'জনের সম্পর্ক বরাবরই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। একে অন্যকে আক্রমণ করতে তাঁরা দু'জনেই সদা তৎপর। শুক্রবারও তেমনই এক ঘটনা প্রকাশ্যে এলো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, শুভেন্দু পা থেকে জুতে খুলে তেড়ে যাচ্ছেন কয়েকজনের দিকে। পাশাপাশি কোনও একটি বিষয়ে তিনি যে ক্ষুব্ধ তাও বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

ঘটনাচক্রে কুণাল এই পোস্টটি করার 26 মিনিট পর অন্য একটি পোস্ট করেন শুভেন্দুও। সেখানে তিনি লেখেন, "আজ আমি নদিয়ার গাংনাপুরে গিয়েছিলাম। এখানে উপনির্বাচনে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। রাস্তায় তৃণমূলের তরফে আমায় বাধা দেওয়া হয়। মনে হচ্ছে, আমার ক্ষতি করার এটাই প্রথম ধাপ। গাংনাপুর থানার অফিসার ইনচার্জ অনুপম ঢালির উপস্থিতিতেই সবটা হয়েছে।" স্বভাতই অনেকেই মনে করছেন। সেখানেই এই ঘটনা ঘটেছে। তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।

এমনিতেই গত কয়েকদিন ধরে নতুন করে শুভেন্দু কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দিন দুয়েক আগে বিজেপি রাজ্য কমিটির বৈঠকে তিনি জানান, তাঁদের আর 'সবকা সাথ সবকা বিকাশ প্রয়োজন নেই'। স্বভাবতই এই বক্তব্য ঘিরে প্রবল বিতর্ক হয় । খানিক বাদেই এক্স হ্যান্ডেলে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্যকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন তার বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। কিন্তু একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় রাজনীতি করেন তার বিরোধিতাও প্রয়োজন। পরে দলের তরফেও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয় ।

অন্যদিকে এই বিতর্ককে হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। শুভেন্দুর বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দেয় বাংলার শাসক শিবির। তৃণমূল বলে, শুভেন্দুর এই বক্তব্য থেকে স্পষ্ট বিজেপি আসলে হিন্দুদের দল। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আরো একবার বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা, 19 জুলাই: দু'জনের সম্পর্ক বরাবরই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। একে অন্যকে আক্রমণ করতে তাঁরা দু'জনেই সদা তৎপর। শুক্রবারও তেমনই এক ঘটনা প্রকাশ্যে এলো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, শুভেন্দু পা থেকে জুতে খুলে তেড়ে যাচ্ছেন কয়েকজনের দিকে। পাশাপাশি কোনও একটি বিষয়ে তিনি যে ক্ষুব্ধ তাও বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

ঘটনাচক্রে কুণাল এই পোস্টটি করার 26 মিনিট পর অন্য একটি পোস্ট করেন শুভেন্দুও। সেখানে তিনি লেখেন, "আজ আমি নদিয়ার গাংনাপুরে গিয়েছিলাম। এখানে উপনির্বাচনে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। রাস্তায় তৃণমূলের তরফে আমায় বাধা দেওয়া হয়। মনে হচ্ছে, আমার ক্ষতি করার এটাই প্রথম ধাপ। গাংনাপুর থানার অফিসার ইনচার্জ অনুপম ঢালির উপস্থিতিতেই সবটা হয়েছে।" স্বভাতই অনেকেই মনে করছেন। সেখানেই এই ঘটনা ঘটেছে। তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ।

এমনিতেই গত কয়েকদিন ধরে নতুন করে শুভেন্দু কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দিন দুয়েক আগে বিজেপি রাজ্য কমিটির বৈঠকে তিনি জানান, তাঁদের আর 'সবকা সাথ সবকা বিকাশ প্রয়োজন নেই'। স্বভাবতই এই বক্তব্য ঘিরে প্রবল বিতর্ক হয় । খানিক বাদেই এক্স হ্যান্ডেলে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্যকে সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন তার বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। কিন্তু একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় রাজনীতি করেন তার বিরোধিতাও প্রয়োজন। পরে দলের তরফেও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয় ।

অন্যদিকে এই বিতর্ককে হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। শুভেন্দুর বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দেয় বাংলার শাসক শিবির। তৃণমূল বলে, শুভেন্দুর এই বক্তব্য থেকে স্পষ্ট বিজেপি আসলে হিন্দুদের দল। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আরো একবার বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Last Updated : Jul 19, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.