ETV Bharat / state

উদ্বোধনী ব্যানারে নাম বদল ! মমতার পরিবর্তে দেব, বিস্ফোরক অভিযোগ কুণালের - Kunal Ghosh Slams Dev

Kunal Ghosh: ঘাটাল হাসপাতালের ডায়ালসিস ইউনিটের উদ্বোধক হিসেব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরে গিয়েছে ৷ বদলে লেখা হয়েছে দেবের নাম ৷ এমনটাই অভিযোগ কুণাল ঘোষের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 11:30 AM IST

Updated : Sep 7, 2024, 12:08 PM IST

Kunal Ghosh Slams Dev
ফের দেব বনাম কুণাল ঘোষ ? (ইটিভি ভারত)

কলকাতা, 7 সেপ্টেম্বর: ফের দেব বনাম কুণাল ঘোষ ? দলের সাংসদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেতা ৷ 4 সেপ্টেম্বর ঘাটাল হাসপাতালে ডায়ালসিস ইউনিট উদ্বোধন করেছিলেন দেব ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণালের অভিযোগ, ওই ডায়ালসিস ইউনিট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন ৷ উদ্বোধক হিসেবে তাঁর নামও লেখা ছিল ৷ দলের সুপ্রিমোর নাম সরিয়েই এবার দেবের নাম লেখা হয়েছে ৷

Kunal Ghosh Slams Dev
উদ্বোধনী ফলকে মমতা’র নাম মুছে দেবের নাম (ইটিভি ভারত)

কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, 12 মার্চ, ভার্চুয়ালি । স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন । এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব । উদ্বোধক হিসেবে CM এর নাম পাল্টে MP-এর নাম ৷ সুপারস্টার একেই বলে । এলাকার মানুষ তো অবাক !! Congrats Deb.’’

শুধু অভিযোগই নয়, দেবকে রীতিমতো ঠুঁকেছেন তৃণমূল নেতা ৷ মুখ্যমন্ত্রীর নাম বদলে কীভাবে দেবের নাম বসে তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কুণালের কটাক্ষ, ‘সুপারস্টার একেই বলে’ ৷ ওই পোস্টে মুখ্যমন্ত্রীর বদলে উদ্বোধক হিসেবে নাম আসায় দেবকে শুভেচ্ছাও জানিয়েছেন কুণাল ৷

গত 30 এপ্রিলও একটি পোস্ট করেছিলেন কুণাল ৷ ওই পোস্টে তিনি দাবি করেন, তৃণমূল যখন বিপদে পড়ে, তখন টলিউডের একাংশকে পাশে পাওয়া যায় না ৷ তারপরে তাঁর বিরুদ্ধেই মুখ খুলেছিলেন টলিউডের একাধিক তৃণমূল ঘনিষ্ঠ ৷ তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্র বলেন, ‘‘উনি কি বলেছেন, সেটা ওঁনার ব্যক্তিগত বিষয় ৷ কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে বলব আমি কী করি, সেটা দল জানে ৷’’ এবার ফের আরেকবার কুণালের নিশানায় আরেক টলিউড সুপারস্টার ৷

আরও পড়ুন:

কলকাতা, 7 সেপ্টেম্বর: ফের দেব বনাম কুণাল ঘোষ ? দলের সাংসদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেতা ৷ 4 সেপ্টেম্বর ঘাটাল হাসপাতালে ডায়ালসিস ইউনিট উদ্বোধন করেছিলেন দেব ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণালের অভিযোগ, ওই ডায়ালসিস ইউনিট আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন ৷ উদ্বোধক হিসেবে তাঁর নামও লেখা ছিল ৷ দলের সুপ্রিমোর নাম সরিয়েই এবার দেবের নাম লেখা হয়েছে ৷

Kunal Ghosh Slams Dev
উদ্বোধনী ফলকে মমতা’র নাম মুছে দেবের নাম (ইটিভি ভারত)

কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, 12 মার্চ, ভার্চুয়ালি । স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন । এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব । উদ্বোধক হিসেবে CM এর নাম পাল্টে MP-এর নাম ৷ সুপারস্টার একেই বলে । এলাকার মানুষ তো অবাক !! Congrats Deb.’’

শুধু অভিযোগই নয়, দেবকে রীতিমতো ঠুঁকেছেন তৃণমূল নেতা ৷ মুখ্যমন্ত্রীর নাম বদলে কীভাবে দেবের নাম বসে তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কুণালের কটাক্ষ, ‘সুপারস্টার একেই বলে’ ৷ ওই পোস্টে মুখ্যমন্ত্রীর বদলে উদ্বোধক হিসেবে নাম আসায় দেবকে শুভেচ্ছাও জানিয়েছেন কুণাল ৷

গত 30 এপ্রিলও একটি পোস্ট করেছিলেন কুণাল ৷ ওই পোস্টে তিনি দাবি করেন, তৃণমূল যখন বিপদে পড়ে, তখন টলিউডের একাংশকে পাশে পাওয়া যায় না ৷ তারপরে তাঁর বিরুদ্ধেই মুখ খুলেছিলেন টলিউডের একাধিক তৃণমূল ঘনিষ্ঠ ৷ তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্র বলেন, ‘‘উনি কি বলেছেন, সেটা ওঁনার ব্যক্তিগত বিষয় ৷ কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে বলব আমি কী করি, সেটা দল জানে ৷’’ এবার ফের আরেকবার কুণালের নিশানায় আরেক টলিউড সুপারস্টার ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 7, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.