ETV Bharat / state

প্রয়াত অজিত পাঁজার ‘মন্দিরতুল্য’ বাড়িতে তাপস রায়, ভোট-প্রার্থনা তৃণমূলের শশীর কাছে - Tapas Roy

Tapas Roy: বুধবার শ্যামপুকুরের বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার বাড়িতে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ৷ শশী পাঁজার শ্বশুর প্রয়াত অজিত পাঁজার হাত ধরেই রাজনীতিতে উত্থান তাপস রায়ের৷ প্রয়াত নেতার ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপি প্রার্থী ৷ পরে জানান, অজিত পাঁজার বাড়ি তাঁর কাছে মন্দিরের সমান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 2:04 PM IST

Updated : Apr 24, 2024, 8:10 PM IST

Tapas Roy
Tapas Roy
প্রয়াত অজিত পাঁজার ‘মন্দিরতুল্য’ বাড়িতে তাপস রায়

কলকাতা, 24 এপ্রিল: আলিমুদ্দিনে গিয়ে সিপিএম নেতা বিমান বসুর কাছ থেকে ভোট চাওয়ার পর এবার বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছে গেলেন সরাসরি শ্যামপুকুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে । রাজ্যের মন্ত্রীর কাছে ভোট চাইলেন তিনি ।

আগেই তাপস রায় জানিয়েছিলেন, একদা তাঁর সহকর্মী প্রয়াত প্রবাদপ্রতীম নেতা অজিত পাঁজার বাড়িতে যাবেন তিনি ৷ সেখানে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন প্রয়াত নেতার ছবিতে ৷ সেই মতো বুধবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে সরাসরি পৌঁছে গেলেন উত্তর কলকাতায় শশী পাঁজা বাড়িতে । তাপস রায় যখন সেখানে পৌঁছান, তখন বাড়িতেই ছিলেন শশী পাঁজা । তিনি প্রথমে প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন । পরবর্তীতে শশী পাঁজার সঙ্গে কথাও বলেন তিনি ।

শশী পাঁজা বলেন, ‘‘আমি প্রয়াত নেতা অজিত পাঁজার পুত্রবধূ । উনি (তাপস রায়) বলেছিলেন তাঁকে (অজিত পাঁজা) শ্রদ্ধা জানাতে আমার বাড়িতে আসবেন । চিরকালই সমস্ত মানুষের জন্য এই বাড়ির দরজা সর্বদাই ছিল অবারিতদ্বার । উনি অজিতবাবুকে শ্রদ্ধা জানাতে আসবেন, সেখানে আমি তাঁকে না বলতে পারি না । তার উপর এটাও তো বাস্তব আমি উত্তর কলকাতার ভোটার ৷ ভোটার হিসেবে যেকেউ ভোট চাইতে আসতেই পারেন । উনিও এসেছিলেন ।’’

সাংবাদিকদের তরফ থেকে শশী পাঁজাকে প্রশ্ন করা হয়েছিল যে তাপস রায় একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ এখন বিজেপিতে চলে গিয়েছেন ৷ তাঁর সঙ্গে একটা সময় আপনি রাজনীতি করতেন, এখন তা নিয়ে কী বলবেন ? জবাবে শশী পাঁজা বলেন, ‘‘তাপসদা অজিত পাঁজার সঙ্গে রাজনীতি করতেন । আমি তো সেই তুলনায় নতুন । বাবার সঙ্গে রাজনীতি করেছেন তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছেন । এই ধরনের অনেক মানুষকেই অজিত পাঁজা তুলে এনেছিলেন । আজকে তাঁরা রাজনীতিতে বিভিন্ন দলে ছড়িয়ে আছেন । তাঁরা বাবাকে শ্রদ্ধা জানাতে আসতে চাইলে, আমার কিছু বলার থাকে না ।’’

এ দিন বিজেপি প্রার্থী হিসেবে তাপস রায় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ তখন শশী পাঁজা বলেন, ‘‘বিজেপি প্রার্থী হিসেবে তাপস রায়ের সম্পর্কে অবশ্যই আমাদের বক্তব্য থাকবে ৷ উলটোদিকে তাপস রায়েরও আমাদের নিয়ে বক্তব্য থাকবে । তাই বলে রাজনৈতিক সৌজন্যকে উপেক্ষা করা যায় না ।’’

এদিকে তাপস রায়ও এ দিন অজিত পাঁজা সম্পর্কে বলেন, ‘‘অজিত পাঁজা বাংলার সেরা সাংসদদের মধ্যে একজন ছিলেন । একটা সময় আমার সাংসদ ছিলেন । তিনি মানুষের নেতা ছিলেন ।’’ তাপস রায় আরও বলেন, ‘‘আইনজীবী হিসাবে আমার যে পেশা, তা ওঁর হাত ধরেই শুরু হয় । আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সান্নিধ্য পাওয়ার । এই বাড়িটা আমার কাছে মন্দির সমান । জয়া বৌদির আদর স্নেহ পেয়েছি । আজ নির্বাচনে লড়াইয়ের সময় এখানে না আসতে পারলে, হয়তো অনেক কিছুই বাকি থেকে যেত ।’’

আরও পড়ুন:

  1. এবার কলকাতা উত্তরে ফুটবে পদ্ম, আশাবাদী ভূমিপুত্র তাপস রায়
  2. সুদীপের ‘নো কমেন্টেস’-এর পালটা মুখোমুখি প্রশ্নোত্তরে বসার চ্যালেঞ্জ তাপসের
  3. 'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের

প্রয়াত অজিত পাঁজার ‘মন্দিরতুল্য’ বাড়িতে তাপস রায়

কলকাতা, 24 এপ্রিল: আলিমুদ্দিনে গিয়ে সিপিএম নেতা বিমান বসুর কাছ থেকে ভোট চাওয়ার পর এবার বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছে গেলেন সরাসরি শ্যামপুকুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে । রাজ্যের মন্ত্রীর কাছে ভোট চাইলেন তিনি ।

আগেই তাপস রায় জানিয়েছিলেন, একদা তাঁর সহকর্মী প্রয়াত প্রবাদপ্রতীম নেতা অজিত পাঁজার বাড়িতে যাবেন তিনি ৷ সেখানে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন প্রয়াত নেতার ছবিতে ৷ সেই মতো বুধবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে সরাসরি পৌঁছে গেলেন উত্তর কলকাতায় শশী পাঁজা বাড়িতে । তাপস রায় যখন সেখানে পৌঁছান, তখন বাড়িতেই ছিলেন শশী পাঁজা । তিনি প্রথমে প্রয়াত অজিত পাঁজার ছবিতে মাল্যদান করেন । পরবর্তীতে শশী পাঁজার সঙ্গে কথাও বলেন তিনি ।

শশী পাঁজা বলেন, ‘‘আমি প্রয়াত নেতা অজিত পাঁজার পুত্রবধূ । উনি (তাপস রায়) বলেছিলেন তাঁকে (অজিত পাঁজা) শ্রদ্ধা জানাতে আমার বাড়িতে আসবেন । চিরকালই সমস্ত মানুষের জন্য এই বাড়ির দরজা সর্বদাই ছিল অবারিতদ্বার । উনি অজিতবাবুকে শ্রদ্ধা জানাতে আসবেন, সেখানে আমি তাঁকে না বলতে পারি না । তার উপর এটাও তো বাস্তব আমি উত্তর কলকাতার ভোটার ৷ ভোটার হিসেবে যেকেউ ভোট চাইতে আসতেই পারেন । উনিও এসেছিলেন ।’’

সাংবাদিকদের তরফ থেকে শশী পাঁজাকে প্রশ্ন করা হয়েছিল যে তাপস রায় একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ এখন বিজেপিতে চলে গিয়েছেন ৷ তাঁর সঙ্গে একটা সময় আপনি রাজনীতি করতেন, এখন তা নিয়ে কী বলবেন ? জবাবে শশী পাঁজা বলেন, ‘‘তাপসদা অজিত পাঁজার সঙ্গে রাজনীতি করতেন । আমি তো সেই তুলনায় নতুন । বাবার সঙ্গে রাজনীতি করেছেন তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছেন । এই ধরনের অনেক মানুষকেই অজিত পাঁজা তুলে এনেছিলেন । আজকে তাঁরা রাজনীতিতে বিভিন্ন দলে ছড়িয়ে আছেন । তাঁরা বাবাকে শ্রদ্ধা জানাতে আসতে চাইলে, আমার কিছু বলার থাকে না ।’’

এ দিন বিজেপি প্রার্থী হিসেবে তাপস রায় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ তখন শশী পাঁজা বলেন, ‘‘বিজেপি প্রার্থী হিসেবে তাপস রায়ের সম্পর্কে অবশ্যই আমাদের বক্তব্য থাকবে ৷ উলটোদিকে তাপস রায়েরও আমাদের নিয়ে বক্তব্য থাকবে । তাই বলে রাজনৈতিক সৌজন্যকে উপেক্ষা করা যায় না ।’’

এদিকে তাপস রায়ও এ দিন অজিত পাঁজা সম্পর্কে বলেন, ‘‘অজিত পাঁজা বাংলার সেরা সাংসদদের মধ্যে একজন ছিলেন । একটা সময় আমার সাংসদ ছিলেন । তিনি মানুষের নেতা ছিলেন ।’’ তাপস রায় আরও বলেন, ‘‘আইনজীবী হিসাবে আমার যে পেশা, তা ওঁর হাত ধরেই শুরু হয় । আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সান্নিধ্য পাওয়ার । এই বাড়িটা আমার কাছে মন্দির সমান । জয়া বৌদির আদর স্নেহ পেয়েছি । আজ নির্বাচনে লড়াইয়ের সময় এখানে না আসতে পারলে, হয়তো অনেক কিছুই বাকি থেকে যেত ।’’

আরও পড়ুন:

  1. এবার কলকাতা উত্তরে ফুটবে পদ্ম, আশাবাদী ভূমিপুত্র তাপস রায়
  2. সুদীপের ‘নো কমেন্টেস’-এর পালটা মুখোমুখি প্রশ্নোত্তরে বসার চ্যালেঞ্জ তাপসের
  3. 'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের
Last Updated : Apr 24, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.