ETV Bharat / state

লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার তাদেরই 2 পুলিশকর্মী, কেন ? - Lalbazar Cops Arrested

Lalbazar Cops Arrested by KP Intelligence Department: লালবাজারের গোয়েন্দাদের হাতেই গ্রেফতার হলেন তাদের দুই পুলিশকর্মী ৷ ভাড়া করা গাড়ির চালককে ভুয়ো মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 3:30 PM IST

Updated : Sep 25, 2024, 3:57 PM IST

Lalbazar Cops Arrested by KP Intelligence Department
লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার তাদের 2 পুলিশকর্মী ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 25 সেপ্টেম্বর: ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি ভাড়ার গাড়ির চালককে ৷ তাঁর থেকে চার লক্ষ টাকা দাবি করা হয়েছিল ৷ এই অভিযোগে এবার গ্রেফতার হলেন লালবাজারেরই দুই পুলিশকর্মী ৷ তাঁদের গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ অভিযোগ, গত 30 অগস্ট মহাকরণের সামনে গাড়ির চালককে মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন লালবাজারের ওই দুই পুলিশকর্মী ৷ এই ঘটনায় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক ৷ কৌশিক ঘোষ এবং মহম্মদ মন্টিল নামে অভিযুক্ত দুই পুলিশকর্মী লালবাজারে গোয়েন্দা বিভাগেই কর্মরত ছিলেন ৷

লালবাজারের এক সূত্র জানিয়েছেন, দুই পুলিশকর্মী গত 30 অগস্ট বালিগঞ্জ থেকে একটি গাড়ি ভাড়া করেন ৷ গাড়ি নিয়ে তাঁরা শক্তিগড় যাওয়ার পরিকল্পনা করেন ৷ অভিযোগ, মহাকরণের সামনে গাড়ি পৌঁছতেই ওই দুই পুলিশকর্মী চালককে ক্রমাগত হুমকি দিতে থাকেন ৷ চালককে বলা হয়, তাঁরা লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক ৷ যে কোনও মুহূর্তে ভুয়ো মামলায় চালককে ফাঁসিয়ে দেওয়া হবে ৷ এরপরেই গাড়ির মালিককে ফোন করে 4 লক্ষ টাকা দাবি করা হয় ৷

অভিযোগে গাড়ির মালিক জানিয়েছেন, দাবি করা 4 লক্ষের মধ্যে দু’লাখ টাকা দিয়েও দেন তিনি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তদন্তে নামেন ৷ গাড়ির মালিক ও চালকের বয়ানের ভিত্তিতে রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ৷ পুরো বিষয়টি নিয়ে দুই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তবে, তাঁদের থেকে কোনও সদুত্তর না-পাওয়ায় তদন্তকারীরা কৌশিক ঘোষ এবং মহম্মদ মন্টিলকে গ্রেফতার করে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনাটির মোটিভ কী, তা জানা অত্যন্ত প্রয়োজন ৷ কলকাতা পুলিশের এই দুই কর্মী তোলার টাকা আদায় করার জন্যই, তা করেছিলেন কি না সেই বিষয়টিও আমাদের ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন ৷ তাঁদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতদের পাশাপাশি গাড়ির চালক ও মালিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: ভুয়ো মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি ভাড়ার গাড়ির চালককে ৷ তাঁর থেকে চার লক্ষ টাকা দাবি করা হয়েছিল ৷ এই অভিযোগে এবার গ্রেফতার হলেন লালবাজারেরই দুই পুলিশকর্মী ৷ তাঁদের গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ অভিযোগ, গত 30 অগস্ট মহাকরণের সামনে গাড়ির চালককে মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন লালবাজারের ওই দুই পুলিশকর্মী ৷ এই ঘটনায় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক ৷ কৌশিক ঘোষ এবং মহম্মদ মন্টিল নামে অভিযুক্ত দুই পুলিশকর্মী লালবাজারে গোয়েন্দা বিভাগেই কর্মরত ছিলেন ৷

লালবাজারের এক সূত্র জানিয়েছেন, দুই পুলিশকর্মী গত 30 অগস্ট বালিগঞ্জ থেকে একটি গাড়ি ভাড়া করেন ৷ গাড়ি নিয়ে তাঁরা শক্তিগড় যাওয়ার পরিকল্পনা করেন ৷ অভিযোগ, মহাকরণের সামনে গাড়ি পৌঁছতেই ওই দুই পুলিশকর্মী চালককে ক্রমাগত হুমকি দিতে থাকেন ৷ চালককে বলা হয়, তাঁরা লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক ৷ যে কোনও মুহূর্তে ভুয়ো মামলায় চালককে ফাঁসিয়ে দেওয়া হবে ৷ এরপরেই গাড়ির মালিককে ফোন করে 4 লক্ষ টাকা দাবি করা হয় ৷

অভিযোগে গাড়ির মালিক জানিয়েছেন, দাবি করা 4 লক্ষের মধ্যে দু’লাখ টাকা দিয়েও দেন তিনি ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তদন্তে নামেন ৷ গাড়ির মালিক ও চালকের বয়ানের ভিত্তিতে রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় ৷ পুরো বিষয়টি নিয়ে দুই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তবে, তাঁদের থেকে কোনও সদুত্তর না-পাওয়ায় তদন্তকারীরা কৌশিক ঘোষ এবং মহম্মদ মন্টিলকে গ্রেফতার করে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনাটির মোটিভ কী, তা জানা অত্যন্ত প্রয়োজন ৷ কলকাতা পুলিশের এই দুই কর্মী তোলার টাকা আদায় করার জন্যই, তা করেছিলেন কি না সেই বিষয়টিও আমাদের ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন ৷ তাঁদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তবে, এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ ধৃতদের পাশাপাশি গাড়ির চালক ও মালিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Last Updated : Sep 25, 2024, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.