ETV Bharat / state

বেআইনি হকারদের বিরুদ্ধে ফের পথে নামছে পুলিশ-পুরনিগম, কবে শুরু অভিযান ? - Illegal Hawkers

Drive against Illegal Hawkers: মাস দুই-তিন আগে কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগমের যৌথ অভিযানে মহানগরে বন্ধ হয়েছিল বেআইনি হকাররাজ ৷ নজরদারি কমতেই পুরনো ছবি ফিরতে শুরু করেছে ৷ তাই ফের এই নিয়ে অভিযানের পরিকল্পনা করছে পুরনিগম ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 3:17 PM IST

KOLKATA MUNICIPAL CORPORATION
কলকাতা পুরনিগম (নিজস্ব চিত্র)

কলকাতা, 2 অক্টোবর: রাস্তার ধার থেকে ফুটপাথে বেআইনি হকাররাজ বন্ধ হয়েছিল মাস দুই-তিন আগে ৷ কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগমের লাগাতার অভিযানে গড়িয়াহাট থেকে নিউমার্কেটে মুক্ত হয়েছিল রাস্তা, ফুটপাথ দেখেছিল খোলা আকাশ । তবে পুজোর মুখে ফিরেছে সেই পুরনো ছবি । আবার উঠছে ফুটপাথ দখলের অভিযোগ ৷ তাই নতুন করে অভিযানের পরিকল্পনা করছে পুলিশ ও পুরনিগম ৷

অভিযানের এই পরিকল্পনার খবর মিলেছে কলকাতা পুরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র সূত্র থেকে ৷ পুরনিগমের এক আধিকারিক বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছে পুজো মিটলেই বেআইনি দখলদার মুক্ত করতে ফের অভিযানে নামবে কলকাতা কর্পোরেশন ও পুলিশ । এলাকায় এলাকায় ঘুরে বেআইনি দখল মুক্ত করবে ।’’

সম্প্রতি কলকাতা পুরনিগমে এই নিয়ে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডু, হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যরা উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত হয় পুজোর পরই এই অভিযান হবে৷ সামনেই পুজো । আরজি কর আবহে বাজারে বিক্রির অবস্থা বেশ বেহাল ৷ তাই পুজোর মুখেই মানবিকতার কারণে কঠিন পদক্ষেপের দিকে এগোনো হবে না-বলেই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে টিভিসি ।

তবে এই নিয়ে টিভিসি-র কাছে জমা পড়া একশোটিরও বেশি অভিযোগ খতিয়ে দেখার কাজ চলবে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে সেই কাজের জন্য দশটি দল গঠন করা হয়েছে ৷ সেখানে টিভিসি-র সদস্যদের পাশাপাশি পুলিশ ও পুরনিগমের সদস্যরাও রয়েছেন ৷

উল্লেখ্য, নিউমার্কেট কিংবা গ্র্যান্ড হোটেলের তলায় মাস দুই আগে ব্যাপক অভিযানের জেরে আইন মাফিক হকার বসেছিল । ঐতিহ্যবাহী এলাকাগুলি সৌন্দর্য্য ফিরেছিল । রাস্তায় পার্কিং করা থেকে ফুটপাথের পথচারীরা স্বস্তির সঙ্গেই হাঁটতেন । সেটা হয়েছিল আদালতের ও মুখ্যমন্ত্রীর ধমকের জেরে ।

তবে দিন যত এগিয়েছে, তত নজরদারি থিতিয়েছে । শুরু হয়েছিল ডিজিটাল হকার সার্ভে । যার রিপোর্ট ইতিমধ্যেই জমা হয়েছে নবান্নে । তবে ফের দখলদারির অভিযোগ ঘিরে অস্বস্তি বেড়েছে পুরনিগম ও পুলিশের ৷ কারণ, হকার সংক্রান্ত মামলা চলছে আদালতে । এমন ছবি দেখলে ফের ভর্ৎসনার মুখে পড়তে হতে পারে । সেই কারণেই পুজো মিটলেই অভিযান শুরুর পরিকল্পনা করা হয়েছে ৷

কলকাতা, 2 অক্টোবর: রাস্তার ধার থেকে ফুটপাথে বেআইনি হকাররাজ বন্ধ হয়েছিল মাস দুই-তিন আগে ৷ কলকাতা পুলিশ ও কলকাতা পুরনিগমের লাগাতার অভিযানে গড়িয়াহাট থেকে নিউমার্কেটে মুক্ত হয়েছিল রাস্তা, ফুটপাথ দেখেছিল খোলা আকাশ । তবে পুজোর মুখে ফিরেছে সেই পুরনো ছবি । আবার উঠছে ফুটপাথ দখলের অভিযোগ ৷ তাই নতুন করে অভিযানের পরিকল্পনা করছে পুলিশ ও পুরনিগম ৷

অভিযানের এই পরিকল্পনার খবর মিলেছে কলকাতা পুরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)-র সূত্র থেকে ৷ পুরনিগমের এক আধিকারিক বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছে পুজো মিটলেই বেআইনি দখলদার মুক্ত করতে ফের অভিযানে নামবে কলকাতা কর্পোরেশন ও পুলিশ । এলাকায় এলাকায় ঘুরে বেআইনি দখল মুক্ত করবে ।’’

সম্প্রতি কলকাতা পুরনিগমে এই নিয়ে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে পুরনিগমের সচিব স্বপনকুমার কুণ্ডু, হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যরা উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত হয় পুজোর পরই এই অভিযান হবে৷ সামনেই পুজো । আরজি কর আবহে বাজারে বিক্রির অবস্থা বেশ বেহাল ৷ তাই পুজোর মুখেই মানবিকতার কারণে কঠিন পদক্ষেপের দিকে এগোনো হবে না-বলেই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে টিভিসি ।

তবে এই নিয়ে টিভিসি-র কাছে জমা পড়া একশোটিরও বেশি অভিযোগ খতিয়ে দেখার কাজ চলবে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে সেই কাজের জন্য দশটি দল গঠন করা হয়েছে ৷ সেখানে টিভিসি-র সদস্যদের পাশাপাশি পুলিশ ও পুরনিগমের সদস্যরাও রয়েছেন ৷

উল্লেখ্য, নিউমার্কেট কিংবা গ্র্যান্ড হোটেলের তলায় মাস দুই আগে ব্যাপক অভিযানের জেরে আইন মাফিক হকার বসেছিল । ঐতিহ্যবাহী এলাকাগুলি সৌন্দর্য্য ফিরেছিল । রাস্তায় পার্কিং করা থেকে ফুটপাথের পথচারীরা স্বস্তির সঙ্গেই হাঁটতেন । সেটা হয়েছিল আদালতের ও মুখ্যমন্ত্রীর ধমকের জেরে ।

তবে দিন যত এগিয়েছে, তত নজরদারি থিতিয়েছে । শুরু হয়েছিল ডিজিটাল হকার সার্ভে । যার রিপোর্ট ইতিমধ্যেই জমা হয়েছে নবান্নে । তবে ফের দখলদারির অভিযোগ ঘিরে অস্বস্তি বেড়েছে পুরনিগম ও পুলিশের ৷ কারণ, হকার সংক্রান্ত মামলা চলছে আদালতে । এমন ছবি দেখলে ফের ভর্ৎসনার মুখে পড়তে হতে পারে । সেই কারণেই পুজো মিটলেই অভিযান শুরুর পরিকল্পনা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.