ETV Bharat / state

রবিবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাড়ছে মেট্রো, দিনের প্রথম পরিষেবা কখন ? - KOLKATA METRO SERVICES INCREASED

Metro Services Increased on Sunday: আগামী রবিবার কলকাতা মেট্রোয় বিশেষ পরিষেবা দেওয়া হবে ৷ ওই দিন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এই পরিষেবা বাড়ানো হচ্ছে ৷ অন্যান্য রবিবারের থেকেও বেশ কিছুক্ষণ আগে থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 3:48 PM IST

Metro Services will Increase on Sunday
রবিবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাড়ছে মেট্রো পরিষেবা ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 16 অগস্ট: 18 অগস্ট অর্থাৎ, আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে ৷ তার জন্য ওইদিন বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সকাল 9টার বদলে রবিবার সকাল 7টা থেকে মেট্রো চালানো হবে ৷ মূলত, ব্লু লাইন অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্তই এই পরিষেবা দেওয়া হবে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য ৷

রবিবার মোট 138টি রেক চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ রবিবার করে অফিস টাইমের ভিড় অনেকটাই কম থাকে ৷ সেই কারণে 130টি রেক চালানো হয় ৷ তবে, সরকারি চাকরির পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল ৷ 138টি রেকের মধ্যে 69টি আপ ও 69টি ডাউনে চলবে ৷ যার মধ্যে 133টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে ৷ যার মধ্যে 65টি রেক কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে ৷ আর 68টি রেক দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হবে ৷

18 অগস্ট, রবিবার সকালের প্রথম মেট্রো পরিষেবা

  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে, চলবে সকাল 7টা থেকে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে, চলবে সকাল সাতটায় ৷
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9 টার পরিবর্তে, সকাল 7টা 15 মিনিটে ছাড়বে ৷

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল 7টা-9টা দু’ঘণ্টার মধ্যে আপ ও ডাউন মিলিয়ে মোট 4 জোড়া রেক চালানো হবে ৷ অর্থাৎ, 4টি রেক আপে ও 4টি রেক ডাউনে চলবে ৷ এই সময়ের মধ্যে দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 30 মিনিট ৷ এরপর সকাল ন’টার পর থেকে অন্যান্য রবিবারের মতো নির্দিষ্ট সময় অন্তর পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ওইদিন গ্রিন লাইন-ওয়ান, গ্রিন লাইন-টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা দেওয়া হবে না ৷

কলকাতা, 16 অগস্ট: 18 অগস্ট অর্থাৎ, আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে ৷ তার জন্য ওইদিন বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সকাল 9টার বদলে রবিবার সকাল 7টা থেকে মেট্রো চালানো হবে ৷ মূলত, ব্লু লাইন অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্তই এই পরিষেবা দেওয়া হবে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য ৷

রবিবার মোট 138টি রেক চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ রবিবার করে অফিস টাইমের ভিড় অনেকটাই কম থাকে ৷ সেই কারণে 130টি রেক চালানো হয় ৷ তবে, সরকারি চাকরির পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল ৷ 138টি রেকের মধ্যে 69টি আপ ও 69টি ডাউনে চলবে ৷ যার মধ্যে 133টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাতায়াত করবে ৷ যার মধ্যে 65টি রেক কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে ৷ আর 68টি রেক দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হবে ৷

18 অগস্ট, রবিবার সকালের প্রথম মেট্রো পরিষেবা

  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে, চলবে সকাল 7টা থেকে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে, চলবে সকাল সাতটায় ৷
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9 টার পরিবর্তে, সকাল 7টা 15 মিনিটে ছাড়বে ৷

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল 7টা-9টা দু’ঘণ্টার মধ্যে আপ ও ডাউন মিলিয়ে মোট 4 জোড়া রেক চালানো হবে ৷ অর্থাৎ, 4টি রেক আপে ও 4টি রেক ডাউনে চলবে ৷ এই সময়ের মধ্যে দু’টি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 30 মিনিট ৷ এরপর সকাল ন’টার পর থেকে অন্যান্য রবিবারের মতো নির্দিষ্ট সময় অন্তর পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ওইদিন গ্রিন লাইন-ওয়ান, গ্রিন লাইন-টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা দেওয়া হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.