ETV Bharat / state

এবার আরও রাতে মিলবে মেট্রো, যাত্রী সুবিধাই লক্ষ্য ? নাকি রাজনৈতিক গিমিক - Kolkata Metro Rail Corporation

Metro Service at Night: মেট্রোর সময়সীমা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানাচ্ছেন নিত্যযাত্রীরা ৷ অবশেষে পরীক্ষামূলক ভাবে রাত 11 টায় শেষ মেট্রো চালানো শুরু করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তবে এই সিদ্ধান্ত যাত্রীদের কথা ভেবে নাকি নির্বাচনী গিমিক ! উঠছে প্রশ্ন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 6:19 PM IST

kolkata metro
রাত 11টায় শেষ মেট্রো (ফাইল চিত্র)

কলকাতা, 24 মে: কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য সুখবর ৷ এবার থেকে আরও বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা ৷ সোমবার থেকে শুক্রবার রাত 11 টায় ব্লু লাইন 1-এ পরীক্ষামূলকভাবে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা ৷ শুক্রবার এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক (ইটিভি ভারত)

কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সপ্তাহে 5 দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত 11 টার সময় কবি সুভাষ থেকে ছাড়বে একটি ট্রেন ৷ ঠিক একই সময়ে দমদম থেকে ছাড়বে আরও একটি ট্রেন । প্রতিটি স্টেশনে থামবে আপ ও ডাউন লাইনের এই বিশেষ মেট্রো । আজ শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই পরিষেবা । যাঁরা বেশি রাতে বাড়ি ফেরেন, সেই যাত্রীদের সুবিধার জন্যই এই পরিষেবা ৷ প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে । এই টিকিট কাউন্টার থেকে টোকেন, পেপার টিকিট এবং স্মার্ট কার্ড পাওয়া যাবে ।

আরও পড়ুন:

উল্লেখ্য, দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রোর সময় এতদিন ছিল রাত 9টা 40 মিনিট ৷ এই সময়সীমা বাড়ানোর জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন যাত্রীরা ৷ অফিস সেরে বেশি রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে মেট্রো না-থাকার কারণে বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের ৷ এমনকি, মেট্রোর সময়সীমা বাড়ানোর বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে আদালতের তরফেও বিষয়টি বিবেচনা করতে বলা হয় মেট্রোরেল কর্তৃপক্ষকে ৷ মনে করা হচ্ছে, আদালতের এই পর্যবেক্ষণের পরই পরীক্ষামূলকভাবে রাতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া মিললে আগামী দিনে নিয়মিতভাবে এই পরিষেবা দেওয়া হবে ৷ যদিও ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতায় লোকসভা নির্বাচনের ঠিক আগে মেট্রোরেলের এমন একটা সিদ্ধান্ত ঘোষণা রাজনৈতিক গিমিকও হতে পারে ।

আরও পড়ুন:

বুধবার ভারী বৃষ্টিপাতের পরে নর্থ সাউথ লাইন 1 করিডোরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢুকে যায় ৷ যার ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার, পরপর দু'দিন সপ্তাহের ব্যস্ত সময়ে সিগন্যালিং-এর বেশ সমস্যা দেখা দেয় ৷ এর কারণে যাত্রীদের নাকালও হতে হয় যথেষ্ট । সেই ঘটনার পরই রাতে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

কলকাতা, 24 মে: কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য সুখবর ৷ এবার থেকে আরও বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা ৷ সোমবার থেকে শুক্রবার রাত 11 টায় ব্লু লাইন 1-এ পরীক্ষামূলকভাবে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা ৷ শুক্রবার এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক (ইটিভি ভারত)

কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সপ্তাহে 5 দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত 11 টার সময় কবি সুভাষ থেকে ছাড়বে একটি ট্রেন ৷ ঠিক একই সময়ে দমদম থেকে ছাড়বে আরও একটি ট্রেন । প্রতিটি স্টেশনে থামবে আপ ও ডাউন লাইনের এই বিশেষ মেট্রো । আজ শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই পরিষেবা । যাঁরা বেশি রাতে বাড়ি ফেরেন, সেই যাত্রীদের সুবিধার জন্যই এই পরিষেবা ৷ প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে । এই টিকিট কাউন্টার থেকে টোকেন, পেপার টিকিট এবং স্মার্ট কার্ড পাওয়া যাবে ।

আরও পড়ুন:

উল্লেখ্য, দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রোর সময় এতদিন ছিল রাত 9টা 40 মিনিট ৷ এই সময়সীমা বাড়ানোর জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন যাত্রীরা ৷ অফিস সেরে বেশি রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে মেট্রো না-থাকার কারণে বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের ৷ এমনকি, মেট্রোর সময়সীমা বাড়ানোর বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে আদালতের তরফেও বিষয়টি বিবেচনা করতে বলা হয় মেট্রোরেল কর্তৃপক্ষকে ৷ মনে করা হচ্ছে, আদালতের এই পর্যবেক্ষণের পরই পরীক্ষামূলকভাবে রাতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া মিললে আগামী দিনে নিয়মিতভাবে এই পরিষেবা দেওয়া হবে ৷ যদিও ওয়াকিবহাল মহলের দাবি, কলকাতায় লোকসভা নির্বাচনের ঠিক আগে মেট্রোরেলের এমন একটা সিদ্ধান্ত ঘোষণা রাজনৈতিক গিমিকও হতে পারে ।

আরও পড়ুন:

বুধবার ভারী বৃষ্টিপাতের পরে নর্থ সাউথ লাইন 1 করিডোরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢুকে যায় ৷ যার ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার, পরপর দু'দিন সপ্তাহের ব্যস্ত সময়ে সিগন্যালিং-এর বেশ সমস্যা দেখা দেয় ৷ এর কারণে যাত্রীদের নাকালও হতে হয় যথেষ্ট । সেই ঘটনার পরই রাতে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.