ETV Bharat / state

অফিস টাইমে মেট্রোর অরেঞ্জ লাইনে আত্মহত্যার চেষ্টা - Kolkata Metro suicide attempt

Metro suicide attempt at Satyajit Roy Station: মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ এবার অরেঞ্জ লাইনে ৷ এই লাইন চালু হওয়ার পর প্রথমবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাহত হল পরিষেবা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:59 AM IST

Updated : Aug 14, 2024, 11:10 AM IST

Metro suicide attempt
অফিস টাইমে মেট্রোর অরেঞ্জ লাইনে আত্মহত্যার চেষ্টা (ইটিভি ভারত)

কলকাতা, 14 অগস্ট: অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ এবার অরেঞ্জ লাইনে ৷ এই লাইন চালু হওয়ার পর প্রথমবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যহত হল পরিষেবা ৷ বুধবার সকাল 9.32 মিনিট নাগাদ অরেঞ্জ লাইনের সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেন । যিনি আত্মহত্যা করার চেষ্টা করেন তবে তিনি মহিলা না-পুরুষ এখনও তা জন্য সম্ভব হয়নি। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যে উদ্ধার কাজের জন্য বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷ তবে 10টা 20 নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷

চলতি বছরের 15 মার্চ থেকে এই লাইনে প্রথম পরিষেবা চালু হয়। তারপর প্রথমবার অরেঞ্জ লাইনে আত্মহত্যা করার চেষ্টায় পরিষেবা ব্যহত হয় ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যাত্রী আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তবে এই কারণে প্রায় প্রায় 40 মিনিট পরিষেবা বন্ধ ছিল ৷

মেট্রো সূত্রে খবর, যেইমাত্র সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক মেট্রো স্টেশনে ট্রেন প্রবেশ করে ওই ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়েন ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা ৷ খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিক ও কর্মীরা। স্টেশনের লাইনে পরিষেবা বন্ধ রেখে উদ্ধার কাজ চালানো হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ওই ব্যক্তির কতটা আঘাত লেগেছে, আপাতত বোঝা যাচ্ছে না। প্রাথমিক চিকিৎসার পরেই তা জানা যাবে। মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে যে চালকের সতর্কতার জন্যই ওই ব্যক্তিকে বাঁচানো গিয়েছে ৷

উল্লেখ্য, কলকাতা মেট্রো সম্প্রসারিত অংশ বেশিরভাগই রয়েছে প্লাটফর্ম স্ক্রিন ডোর ৷ তবে অরেঞ্জ লাইনে প্লাটফর্ম স্ক্রিন ডোর ব্যবস্থা নেই ৷ সেই জন্যেই আজকে এই আত্মহত্যার চেষ্টা করা সম্ভব হয়েছে ওই ব্যক্তির পক্ষে ৷

কলকাতা, 14 অগস্ট: অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ এবার অরেঞ্জ লাইনে ৷ এই লাইন চালু হওয়ার পর প্রথমবার আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যহত হল পরিষেবা ৷ বুধবার সকাল 9.32 মিনিট নাগাদ অরেঞ্জ লাইনের সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেন । যিনি আত্মহত্যা করার চেষ্টা করেন তবে তিনি মহিলা না-পুরুষ এখনও তা জন্য সম্ভব হয়নি। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যে উদ্ধার কাজের জন্য বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷ তবে 10টা 20 নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় ৷

চলতি বছরের 15 মার্চ থেকে এই লাইনে প্রথম পরিষেবা চালু হয়। তারপর প্রথমবার অরেঞ্জ লাইনে আত্মহত্যা করার চেষ্টায় পরিষেবা ব্যহত হয় ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যাত্রী আত্মহত্যার করার চেষ্টা করেছিলেন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তবে এই কারণে প্রায় প্রায় 40 মিনিট পরিষেবা বন্ধ ছিল ৷

মেট্রো সূত্রে খবর, যেইমাত্র সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক মেট্রো স্টেশনে ট্রেন প্রবেশ করে ওই ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়েন ৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা ৷ খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিক ও কর্মীরা। স্টেশনের লাইনে পরিষেবা বন্ধ রেখে উদ্ধার কাজ চালানো হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে ওই ব্যক্তির কতটা আঘাত লেগেছে, আপাতত বোঝা যাচ্ছে না। প্রাথমিক চিকিৎসার পরেই তা জানা যাবে। মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে যে চালকের সতর্কতার জন্যই ওই ব্যক্তিকে বাঁচানো গিয়েছে ৷

উল্লেখ্য, কলকাতা মেট্রো সম্প্রসারিত অংশ বেশিরভাগই রয়েছে প্লাটফর্ম স্ক্রিন ডোর ৷ তবে অরেঞ্জ লাইনে প্লাটফর্ম স্ক্রিন ডোর ব্যবস্থা নেই ৷ সেই জন্যেই আজকে এই আত্মহত্যার চেষ্টা করা সম্ভব হয়েছে ওই ব্যক্তির পক্ষে ৷

Last Updated : Aug 14, 2024, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.