কলকাতা, 9 এপ্রিল: কসবা ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ অবাঞ্ছিত ৷ বুধবার নবান্ন থেকে এমনটাই বললেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ আর তাঁর পাশে বসেই চাকরিহারা শিক্ষককে লাথি মারা ঠিক হয়নি বলে স্বীকার করে নিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তবে তাঁর বক্তব্য, সংবাদ মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা একপেশে ৷
অন্যদিকে, লালবাজারের তরফে একটি সিটিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে ৷ যা দেখিয়ে কলকাতা পুলিশের তরফে পাল্টা দাবি করা হয়েছে, উশৃঙ্খল জনতা পুলিশ কর্মীদের উপর বিনা প্ররোচনায় হিংসাত্মক হামলা চালায় ৷ তাই বাধ্য হয়ে 'হালকা বলপ্রয়োগ' করা হয়েছে ৷
এ নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, "খালি একটা সিচুয়েশন তৈরি হয়েছে ৷ যখন জনগণের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয় ৷ যখন এর উপর আক্রমণ হয়, তখন অ্যাকশন তো নিতেই হবে ৷ কারও অধিকার নেই জনগণের সম্পত্তি নষ্ট করার ৷ ওখানে ডিআই অফিসে তালা ভেঙে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে ৷ কী হয়েছে সিপি সাহেব আরও বিস্তারিত আপনাদের বলতে পারবেন ৷ আইনশৃঙ্খলা কেন কেউ নিজের হাতে তুলে নেবে ! এটা তো সবসময় নিয়ন্ত্রণে থাকা উচিত ৷ একটা কথাই বলব, এ ধরনের অবাঞ্ছিত ঘটনা কাম্য ছিল না ৷"
এ দিনের পুরো ঘটনায় পুলিশের ভাবমূর্তি যে কালিমালিপ্ত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ৷ যেখানে শিক্ষা দফতরের গাফিলতিতে চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষকরা, সেখানে চাকরি ফেরতের দাবি জানাতে এসে পুলিশের 'লাথি' জুটল ৷ এবিষয়ে এদিন বাহিনীর ভুল কার্যত স্বীকার করে নিলেন কমিশনার মনোজ ভার্মা ৷ তিনি বলেন, "শিক্ষকদের লাথি মারা সঠিক কাজ হয়নি ৷ যে ছবি দেখা গিয়েছে, সেটা কোনও ভাবেই কাম্য নয় ৷"
তবে, সংবাদমাধ্যমে যা দেখানো হচ্ছে তা অর্ধসত্য বলে দাবি করেছেন মনোজ ভার্মা ৷ ফোর্সের পাশে দাঁড়িয়ে কমিশনারের বক্তব্য, "যেটুকু ভিডিয়ো দেখানো হচ্ছে, তা একপেশে ৷ সম্পূর্ণ ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে না ৷ এই দিনের চাকরিহারাদের কর্মসূচি নিয়ে পুলিশকে কোনও ভাবে জানানো হয়নি ৷ নিজস্ব সূত্র মারফত খবর পেয়ে কসবায় গিয়েছিল পুলিশ ৷ কিন্তু সেখানে একটা পরিস্থিতি তৈরি হয় ৷ যার কারণে পদক্ষেপ করতে হয়েছে ৷"
সিপি জানিয়েছেন, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ তা ধীরে-ধীরে কলকাতা পুলিশ প্রকাশ্যে আনবে বলে জানিয়েছেন মনোজ ভার্মা ৷ এমনকি গ্রাউন্ডে উপস্থিত ডিসি-র থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ৷ তাঁর কথায়, "পুলিশ কেন এমন অ্যাকশন নিল, সেটাও দেখা হবে ৷ তবে আমরা চাই, এমন পরিস্থিতি আর তৈরি না-হোক ৷"
আগামিদিনে এমন কোনও কর্মসূচি থাকলে, তা আগাম পুলিশকে জানাতে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার ৷ সেই মতো পুলিশ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আগামী দিনে কোনও কর্মসূচি করার আগে পুলিশকে জানানো হলে, পুলিশ চাকরিপ্রার্থীদের সব ধরনের সাহায্য করবে ৷"
অন্যদিকে, কলকাতা পুলিশের তরফে প্রকাশিত সিসিটিভি ফুটেজ ও সেখানে উল্লেখ্য বক্তব্যে বলা হয়, "আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে, প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশকর্মীদের উপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে ৷ যার মধ্যে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন ৷ চারজন পুরুষ পুলিশকর্মী এবং দুইজন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে ৷ এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে ৷"
It is clarified that outside the Kasba DI Office, an unruly mob launched an unprovoked and violent attack on police personnel, including women police. Four male and two female police personnel sustained injuries and are currently undergoing treatment. Police were compelled to use… pic.twitter.com/AC67ylqk9j
— Kolkata Police (@KolkataPolice) April 9, 2025
লালবাজার সূত্রে খবর, কসবায় ডিআই অফিসে হট্টগোলের ঘটনায় কয়েকজনকে আটক করেছে কসবা থানার পুলিশ ৷ ডিআই অফিসের চারপাশে বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায় ৷ পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশকর্মী ও ব়্যাফ নামানো হয়েছে বলে জানা গিয়েছে ৷