কলকাতা, 26 মে: ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘণ্টা অপারেশন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে ৷ ফলে 26 মে রবিবার দুপুর 12টা থেকে 27 মে সোমবার সকাল 9টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে ৷ এর জন্য প্রায় 50 হাজার যাত্রীকে দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন ৷
জানা গিয়েছে, আগাম সতর্কতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সব বিমানের ওঠা-নামা স্থগিত রাখা হয়েছে ৷ কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন ৷ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার দুপুর থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে 394টি বিমানের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল ৷ এই বিশাল সংখ্যক বিমানের ওঠানামা বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে 170টি অন্তর্দেশীয় বিমানের কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা ছিল ৷ এর সঙ্গে 26টি আন্তর্জাতিক বিমানের কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ সোমবার সকাল পর্যন্ত এই সব বিমানগুলির ওঠানামা বাতিল করেছে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের দেওয়া শেষ খবর অনুযায়ী অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল সাগর দ্বীপ থেকে 240 কিমি দূরে অবস্থান ৷ রবিবার রাতে রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফল করবে বলে জানা গিয়েছে ৷ এর প্রভাব পড়বে গাঙ্গেয় উপকূলের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ৷ এমনকী কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ এই পরিস্থিতিতে ঝড়ের সময় যাতে কোনও রকম ক্ষয়ক্ষতি না হয়, সেইজন্য বিশেষ সতর্কতা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ কীভাবে ঝড়ের মোকাবিলা করতে হবে তা নিয়ে ইতিমধ্যে কয়েক দফায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: