ETV Bharat / state

বকেয়া 18 বছরের বিনোদন কর ! সিএবি-কে চিঠি দিল কলকাতা পুরনিগম - CAB OUTSTANDING ENTERTAINMENT TAX

আন্তর্জাতিক ম্যাচের বকেয়া বিনোদন কর মেটাতে ডিমান্ড পাঠাল কেএমসি ৷ বাড়তে বাড়তে বকেয়া করের পরিমাণ হয়েছে প্রায় 8 কোটি টাকা।

CAB OUTSTANDING ENTERTAINMENT TAX
ইডেন গার্ডেন্স ৷ (ফাইল ছবি ৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 16, 2025 at 7:39 PM IST

3 Min Read

কলকাতা, 16 মার্চ: সিএবি'র কাছে বিপুল পরিমাণ বিনোদন কর বকেয়া রয়েছে কলকাতা পুরনিগমের ৷ আর সেই বকেয়া পরিশোধ করতে সিএবি-কে সম্প্রতি চিঠি পাঠিয়েছে পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ সেই সঙ্গে বকেয়া টাকার 'ডিমান্ড'ও পাঠানো হয়েছে সিএবি দফতরে ৷

জানা গিয়েছে, গত 18 বছর ধরে কোনও বিনোদন কর দিচ্ছে না সিএবি ৷ জমতে-জমতে সেই করের পরিমাণ প্রায় 8 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তা-ও কোনও জরিমানা ছাড়া ৷ তাই এবার সিএবি কর্তৃপক্ষকে পুরো টাকা মেটানোর কথা বলে চিঠি পাঠিয়েছে পুরনিগম ৷

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগম তাদের কোষাগারের হাল ফেরাতে, বিভিন্ন দফতরের একাধিক খাতের বকেয়া কর আদায় করতে নেমেছে ৷ সেই সূত্রে, গতবছরের শেষের দিকে এই বিনোদন কর মেটানোর জন্য সিএবি-কে চিঠি দিয়ে সতর্ক করা হয় ৷ তারপরেও কোনও কাজ না-হওয়ায় বকেয়া পরিশোধের পথ খুঁজতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷

প্রস্তাবে সাড়া দিয়েই পুরনিগমের কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় বসে সিএবি কর্তৃপক্ষ ৷ তবে, সেই আলোচনায় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর ৷ সেখানে সিএবি কর্তারা দাবি করেন, তাঁদের এমন কোনও কর মেটানোর বিষয় নেই ৷ কিন্তু, তা সত্ত্বেও 2007 সাল থেকে পুরনিগম 'ডিমান্ড' পাঠিয়ে চলেছে ৷

এ প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংগঠনের থেকে সেখানকার পুরনিগম বিনোদন কর আদায় করে ৷ কোন আইনে, কীসের ভিত্তিতে এই কর নেওয়া হয়, তার বিস্তারিত তথ্য আমরা সিএবি-কে দিয়েছি ৷ আদালতের বিভিন্ন মামলার নির্দেশিকাও দিয়েছি ৷ আলোচনা চালিয়ে যাব ৷ বকেয়া আমরা আইন মেনে আদায় করব ৷"

উল্লেখ্য, প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে আসন পিছু 15 টাকা বিনোদন কর ধার্য করেছে কলকাতা পুরনিগম ৷ তবে, কেবলমাত্র বিক্রি হওয়া টিকিটের উপরেই এই কর আরোপ করা হয় ৷ ইডেনে 65 হাজার দর্শক আসন আছে ৷ অর্থাৎ, সেই হিসেবে একটি ম্যাচের জন্য সর্বোচ্চ 9 লাখ 75 হাজার টাকার বিনোদন কর দেওয়ার কথা সিএবি'র।

কলকাতা পুরনিগমের বক্তব্য, একটি ম্যাচে যে পরিমাণ টিকিট বিক্রি হবে, সেই অনুযায়ী বিনোদন কর দেওয়ার কথা ৷ শুধু আইপিএল ছাড়া ৷ কারণ, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ বিনোদন কর মিটিয়ে থাকে ৷ উল্লেখ্য, আইপিএলের সময় নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি-র তরফে স্টেডিয়াম ভাড়া নেওয়া হয় সিএবি-র থেকে ৷ তাই ম্যাচ আয়োজন থেকে শুরু করে টিকিট বিক্রি-সহ অন্য সব বিষয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বেই থাকে ৷

সেখানেও বিপুল পরিমাণ বিনোদন কর বকেয়া ছিল ৷ সেই টাকা আদায় করতে নাইট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল কলকাতা পুরনিগম ৷ সেই সময়ও আলোচনার মাধ্যমে বকেয়া কর মিটিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা ৷

এই প্রসঙ্গে সিএবি’র সচিব নরেশ ওঝা বলেন, "বিনোদন কর সম্পর্কিত বিষয়টি আমাদের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দেখছেন ৷ তিনি যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন ৷ এখন তিনি মুম্বইতে ৷ ফিরলে বিষয়টি জানতে পারব ৷ উনি এই প্রসঙ্গে সিএবি’র অবস্থান স্পষ্ট করতে পারবেন ৷"

কলকাতা, 16 মার্চ: সিএবি'র কাছে বিপুল পরিমাণ বিনোদন কর বকেয়া রয়েছে কলকাতা পুরনিগমের ৷ আর সেই বকেয়া পরিশোধ করতে সিএবি-কে সম্প্রতি চিঠি পাঠিয়েছে পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ সেই সঙ্গে বকেয়া টাকার 'ডিমান্ড'ও পাঠানো হয়েছে সিএবি দফতরে ৷

জানা গিয়েছে, গত 18 বছর ধরে কোনও বিনোদন কর দিচ্ছে না সিএবি ৷ জমতে-জমতে সেই করের পরিমাণ প্রায় 8 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তা-ও কোনও জরিমানা ছাড়া ৷ তাই এবার সিএবি কর্তৃপক্ষকে পুরো টাকা মেটানোর কথা বলে চিঠি পাঠিয়েছে পুরনিগম ৷

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগম তাদের কোষাগারের হাল ফেরাতে, বিভিন্ন দফতরের একাধিক খাতের বকেয়া কর আদায় করতে নেমেছে ৷ সেই সূত্রে, গতবছরের শেষের দিকে এই বিনোদন কর মেটানোর জন্য সিএবি-কে চিঠি দিয়ে সতর্ক করা হয় ৷ তারপরেও কোনও কাজ না-হওয়ায় বকেয়া পরিশোধের পথ খুঁজতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷

প্রস্তাবে সাড়া দিয়েই পুরনিগমের কমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় বসে সিএবি কর্তৃপক্ষ ৷ তবে, সেই আলোচনায় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর ৷ সেখানে সিএবি কর্তারা দাবি করেন, তাঁদের এমন কোনও কর মেটানোর বিষয় নেই ৷ কিন্তু, তা সত্ত্বেও 2007 সাল থেকে পুরনিগম 'ডিমান্ড' পাঠিয়ে চলেছে ৷

এ প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংগঠনের থেকে সেখানকার পুরনিগম বিনোদন কর আদায় করে ৷ কোন আইনে, কীসের ভিত্তিতে এই কর নেওয়া হয়, তার বিস্তারিত তথ্য আমরা সিএবি-কে দিয়েছি ৷ আদালতের বিভিন্ন মামলার নির্দেশিকাও দিয়েছি ৷ আলোচনা চালিয়ে যাব ৷ বকেয়া আমরা আইন মেনে আদায় করব ৷"

উল্লেখ্য, প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে আসন পিছু 15 টাকা বিনোদন কর ধার্য করেছে কলকাতা পুরনিগম ৷ তবে, কেবলমাত্র বিক্রি হওয়া টিকিটের উপরেই এই কর আরোপ করা হয় ৷ ইডেনে 65 হাজার দর্শক আসন আছে ৷ অর্থাৎ, সেই হিসেবে একটি ম্যাচের জন্য সর্বোচ্চ 9 লাখ 75 হাজার টাকার বিনোদন কর দেওয়ার কথা সিএবি'র।

কলকাতা পুরনিগমের বক্তব্য, একটি ম্যাচে যে পরিমাণ টিকিট বিক্রি হবে, সেই অনুযায়ী বিনোদন কর দেওয়ার কথা ৷ শুধু আইপিএল ছাড়া ৷ কারণ, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ বিনোদন কর মিটিয়ে থাকে ৷ উল্লেখ্য, আইপিএলের সময় নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি-র তরফে স্টেডিয়াম ভাড়া নেওয়া হয় সিএবি-র থেকে ৷ তাই ম্যাচ আয়োজন থেকে শুরু করে টিকিট বিক্রি-সহ অন্য সব বিষয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্বেই থাকে ৷

সেখানেও বিপুল পরিমাণ বিনোদন কর বকেয়া ছিল ৷ সেই টাকা আদায় করতে নাইট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল কলকাতা পুরনিগম ৷ সেই সময়ও আলোচনার মাধ্যমে বকেয়া কর মিটিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা ৷

এই প্রসঙ্গে সিএবি’র সচিব নরেশ ওঝা বলেন, "বিনোদন কর সম্পর্কিত বিষয়টি আমাদের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দেখছেন ৷ তিনি যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন ৷ এখন তিনি মুম্বইতে ৷ ফিরলে বিষয়টি জানতে পারব ৷ উনি এই প্রসঙ্গে সিএবি’র অবস্থান স্পষ্ট করতে পারবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.