কলকাতা, 9 এপ্রিল: 2022 সালে শহরের উঁচু-নিচু ও ঢেউ খেলানো রাস্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই রাস্তা ঠিক করার কাজ শুরু করেছিল কলকাতা পুরনিগম ৷ কিন্তু, গত তিনবছরে সেই কাজ খুবই ঢিমেতালে এগিয়েছে বলে অভিযোগ ৷ এবার রাস্তা মেরামতি তথা মসৃণ করার কাজে গতি আনতে উদ্যোগী হল কলকাতা পুরনিগম ৷ শীঘ্রই রাস্তা মসৃণ করার মিলিং মেশিন কিনবে কর্তৃপক্ষ ৷
কলকাতা পুরনিগমের রাস্তা বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, 2026 বিধানসভা নির্বাচনের আগে শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তা মসৃণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, শহরের ছোট-বড় প্রায় সব রাস্তাই ঢেউ খেলানো বা উঁচু-নিচু ৷ ফলে বাস, গাড়ি, বাইক চালকদের সমস্যায় পড়তে হয় ৷ এমনকি গাড়ি দ্রুত খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে ৷ এমনকি দুর্ঘটনাও ঘটে ৷

বিশেষ করে সমস্যায় পড়তে হয় বাইক চালকদের ৷ মসৃণ রাস্তা দিয়ে বাইক চালানোর সময় হঠাৎই গর্ত অথবা উঁচু পিচের ঢিপি চলে এলে দুর্ঘটনার শিকার হতে হয় ৷ তাই কেএমসি’র রাস্তা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে শহরের ছোট-বড় সব রাস্তা উঁচু-নিচু অংশগুলি মেরামতি করা হবে ৷ এর জন্য প্রয়োজন মিলিং মেশিন ৷
কলকাতা পুরনিগমের হাতে এই মুহূর্তে চারটি মিলিং মেশিন রয়েছে ৷ যেগুলির কর্মক্ষমতা অনেকটাই কমে গিয়েছে ৷ ফলে সেই মেশিনগুলিতে কাজ করা গেলেও, তা দ্রুত গতিতে এগোচ্ছে না ৷ তাই আরও পাঁচটি নতুন মিলিং মেশিন কিনছে কলকাতা পুরনিগম ৷
2022 সাল থেকে রাস্তা মসৃণ করার কাজ শুরু হয়েছে ৷ এই তিনবছরে তিন দফায় ইএম বাইপাস মসৃণ করা হয়েছে ৷ শুরুতে বছরখানেকের মধ্যে মোট 48টি রাস্তা মেরামত করা হয়েছিল ৷ তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা ছিল এসএন ব্যানার্জি রোড, আমির আলি অ্যাভিনিউ, এপিসি রোড, বালিগঞ্জ সার্কুলার রোড ৷ 2024 সালে বেলেঘাটা মেইন রোড, থিয়েটার রোড, পিকনিক গার্ডেন, হেস্টিং পার্ক রোড মিলিয়ে কম বেশি 30কিলোমিটার রাস্তা মসৃণ করা হয় ৷
চলতি বছর রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট রোড, গুরুসদয় দত্ত রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, রায় বাহাদুর রোড মসৃণ করার কাজ করবে কেএমসি-র রাস্তা বিভাগ ৷ এই প্রসঙ্গে কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "পুরনো চারটে মিলিং মেশিনের যে কার্যক্ষমতা, তাতে এই কাজ করতে দীর্ঘ সময় লেগে যাবে ৷ নতুন 5টি মিলিং মেশিন এলে দ্রুত কাজ এগোবে ৷ এর ফলে ঢেউ খেলানো রাস্তা সেই অর্থে আর থাকবে না ৷ যেখানে যেমন খবর পাওয়া যাবে, সেখানে মসৃণ করার কাজ হবে ৷ রাস্তার কারণে দুর্ঘটনা ঘটার প্রবণতা কমবে ৷ আগামী বছরের আগে কলকাতার সিংহভাগ রাস্তা মসৃণ হয়ে যাবে, সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷