ETV Bharat / state

শহরের ভবঘুরেদের সরিয়ে রাস্তা-ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে কেএমসি - KMC REMOVES VAGRANTS

কলকাতা রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে পুরনিগমকে সাহায্য পুলিশের ৷ দখলদারদের উচ্ছেদের পর পুনর্বাসনের ব্যবস্থাও করছে কেএমসি ৷

KMC REMOVES VAGRANTS
শহরের ভবঘুরেদের সরিয়ে রাস্তা-ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে কেএমসি ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2025 at 4:57 PM IST

2 Min Read

কলকাতা, 10 জুন: বেআইনি হকারদের মতোই যথেচ্ছভাবে শহরের রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা ভবঘুরেরা মাথাব্যাথার কারণ হয়ে দেখা দিয়েছে পুরপ্রশাসনের কাছে ৷ তাই দীর্ঘদিন ধরে দখল করে থাকা একাধিক রাস্তা ও ফুটপাথ থেকে সেইসব ভবঘুরেদের সরিয়ে দিল কলকাতা পুরনিগম ৷ আর এই কাজে পুর আধিকারিকদের সাহায্য করল কলকাতা পুলিশ ৷

কলকাতা পুরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থা বিভাগ এবং সামাজিক ক্ষেত্র বিভাগ, কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় শহরের একাধিক জায়গায় ৷ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, বালিগঞ্জ, গড়িয়াহাট, মল্লিকবাজার, হাজরা মোড় ও বেগবাগানে চলল এই রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযান ৷

KMC Removes Vagrants
পুলিশের উপস্থিতিতে গড়িয়াহাটে ইলেক্ট্রনিক গাড়ি পার্কিং দখলমুক্ত করল কেএমসি ৷ (নিজস্ব ছবি)

এই সমস্ত জায়গায় ভবঘুরে মানুষজন যথেচ্ছভাবে ছেড়া প্লাস্টিক ও ভাঙা প্লাই, টিনের টুকরো দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করে বসবাস শুরু করেছিল ৷ এর জেরে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে পারছিলেন না-বলে অভিযোগ উঠেছিল ৷ কোথাও আবার রাস্তার ধারে একাংশ দখল করে রাখার অভিযোগও উঠেছিল ৷ যার ফলে গাড়ি চলাচলে সমস্যা দেখা দিচ্ছিল ৷

আর তার সঙ্গে যোগ হয়েছিল, রাস্তার ধারে দিনভর মাদক সেবন ও অসামাজিক কাজকর্ম ৷ গড়িয়াহাট চত্ত্বরে ইলেক্ট্রনিক্স পার্কিং দখল করে বসবাসের ঘটনাও নজরে আসে ৷ এদেরও উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়েছে ৷ তবে, শুধু উচ্ছেদ বা দখলমুক্ত করা হয়েছে তা নয় ৷ পাশাপশি দখলদারকে ফুটপাথ ও রাস্তা থেকে তুলে থাকার জন্য পুর প্রশাসনের তরফে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

KMC Removes Vagrants
কলকাতার ফুটপাথবাসীদের উচ্ছেদ অভিযান কলকাতা পুরনিগমের ৷ (নিজস্ব ছবি)

এই অভিযান চালানোর কথা জানিয়ে গতকাল কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সহযোগিতার দাবিতে বাহিনী চেয়েছিলেন কেএমসি’র কমিশনার ধবল জৈন ৷ পরবর্তী সময়ে এমন অভিযান চালালে, সেখানেও সাহায্য চাওয়া হয়েছে পুলিশের কাছে ৷ উল্লেখ্য, সোমবারই পার্ক সার্কাস উড়ালপুলের নীচের অংশ থেকে ভবঘুরেদের সরানো হয় ৷

অতীতে বেশ কয়েকবার শহরের বিভিন্ন এলাকা থেকে এই ভবঘুরে সরানো কাজ হয়েছে ৷ তবে, ফের জাঁকিয়ে বসেছেন অনেকেই ৷ তাই মঙ্গলবার থেকে সরকারিভাবে অভিযান শুরু করেছে কলকাতা পুরনিগম ৷ দফায়-দফায় শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "অভিযান করার পর কিছুদিন ফাঁকা থাকলেও ফের রাস্তা, ফুটপাথ, ব্রিজের নীচের অংশ কিংবা বাসস্ট্যান্ড, যাত্রী প্রতীক্ষালয় দখল করে এরা ৷ তবে, এবার লাগাতার অভিযান হবে ৷ এদের শুধু উচ্ছেদ করে দায় ঝেড়ে দেওয়া হচ্ছে এমনটা নয় ৷ গৃহহীনদের থাকার জায়গার ব্যবস্থা করা হচ্ছে ৷ সেখানে সুস্থ পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারবেন তাঁরা ৷ স্নান, শৌচালয় সব ব্যবস্থাই থাকছে ৷ রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে ৷ থাকছে আলো, পাখা সবটাই ৷"

কলকাতা, 10 জুন: বেআইনি হকারদের মতোই যথেচ্ছভাবে শহরের রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা ভবঘুরেরা মাথাব্যাথার কারণ হয়ে দেখা দিয়েছে পুরপ্রশাসনের কাছে ৷ তাই দীর্ঘদিন ধরে দখল করে থাকা একাধিক রাস্তা ও ফুটপাথ থেকে সেইসব ভবঘুরেদের সরিয়ে দিল কলকাতা পুরনিগম ৷ আর এই কাজে পুর আধিকারিকদের সাহায্য করল কলকাতা পুলিশ ৷

কলকাতা পুরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থা বিভাগ এবং সামাজিক ক্ষেত্র বিভাগ, কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় শহরের একাধিক জায়গায় ৷ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, বালিগঞ্জ, গড়িয়াহাট, মল্লিকবাজার, হাজরা মোড় ও বেগবাগানে চলল এই রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার অভিযান ৷

KMC Removes Vagrants
পুলিশের উপস্থিতিতে গড়িয়াহাটে ইলেক্ট্রনিক গাড়ি পার্কিং দখলমুক্ত করল কেএমসি ৷ (নিজস্ব ছবি)

এই সমস্ত জায়গায় ভবঘুরে মানুষজন যথেচ্ছভাবে ছেড়া প্লাস্টিক ও ভাঙা প্লাই, টিনের টুকরো দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করে বসবাস শুরু করেছিল ৷ এর জেরে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে পারছিলেন না-বলে অভিযোগ উঠেছিল ৷ কোথাও আবার রাস্তার ধারে একাংশ দখল করে রাখার অভিযোগও উঠেছিল ৷ যার ফলে গাড়ি চলাচলে সমস্যা দেখা দিচ্ছিল ৷

আর তার সঙ্গে যোগ হয়েছিল, রাস্তার ধারে দিনভর মাদক সেবন ও অসামাজিক কাজকর্ম ৷ গড়িয়াহাট চত্ত্বরে ইলেক্ট্রনিক্স পার্কিং দখল করে বসবাসের ঘটনাও নজরে আসে ৷ এদেরও উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়েছে ৷ তবে, শুধু উচ্ছেদ বা দখলমুক্ত করা হয়েছে তা নয় ৷ পাশাপশি দখলদারকে ফুটপাথ ও রাস্তা থেকে তুলে থাকার জন্য পুর প্রশাসনের তরফে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

KMC Removes Vagrants
কলকাতার ফুটপাথবাসীদের উচ্ছেদ অভিযান কলকাতা পুরনিগমের ৷ (নিজস্ব ছবি)

এই অভিযান চালানোর কথা জানিয়ে গতকাল কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে সহযোগিতার দাবিতে বাহিনী চেয়েছিলেন কেএমসি’র কমিশনার ধবল জৈন ৷ পরবর্তী সময়ে এমন অভিযান চালালে, সেখানেও সাহায্য চাওয়া হয়েছে পুলিশের কাছে ৷ উল্লেখ্য, সোমবারই পার্ক সার্কাস উড়ালপুলের নীচের অংশ থেকে ভবঘুরেদের সরানো হয় ৷

অতীতে বেশ কয়েকবার শহরের বিভিন্ন এলাকা থেকে এই ভবঘুরে সরানো কাজ হয়েছে ৷ তবে, ফের জাঁকিয়ে বসেছেন অনেকেই ৷ তাই মঙ্গলবার থেকে সরকারিভাবে অভিযান শুরু করেছে কলকাতা পুরনিগম ৷ দফায়-দফায় শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "অভিযান করার পর কিছুদিন ফাঁকা থাকলেও ফের রাস্তা, ফুটপাথ, ব্রিজের নীচের অংশ কিংবা বাসস্ট্যান্ড, যাত্রী প্রতীক্ষালয় দখল করে এরা ৷ তবে, এবার লাগাতার অভিযান হবে ৷ এদের শুধু উচ্ছেদ করে দায় ঝেড়ে দেওয়া হচ্ছে এমনটা নয় ৷ গৃহহীনদের থাকার জায়গার ব্যবস্থা করা হচ্ছে ৷ সেখানে সুস্থ পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পারবেন তাঁরা ৷ স্নান, শৌচালয় সব ব্যবস্থাই থাকছে ৷ রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে ৷ থাকছে আলো, পাখা সবটাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.