ETV Bharat / state

'ভারতে আসা বাংলাদেশিরা শরণার্থী', আশ্রয়ের দাবি তুলে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ - KARTIK MAHARAJ ON BANGLADESHI

বাংলাদেশ থেকে ভারতে আসা অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করলেন কার্তিক মহারাজ ৷ তাঁদের ভারতে আশ্রয় দেওয়ার দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন তিনি ৷

Kartik Maharaj
সাগরদিঘিতে কার্তিক মহারাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 10:15 PM IST

সাগরদিঘি, 16 ফেব্রুয়ারি: ধর্মীয় উৎপীড়নের কারণে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাঁদের আশ্রয় দেওয়া ভারত সরকারের দায়িত্ব । এমনটাই মনে করেন পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ ৷ তাঁর মতে, আশ্রয় নিতে আসা বাংলাদেশিরা অনুপ্রশকারী নন, তাঁরা শরণার্থী ৷

মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি অনুষ্ঠানে কার্তিক মহারাজ বলেন, "মার্চে দিল্লি যাচ্ছি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ'র সঙ্গে কথা হয়েছে ৷ তিনি সময় দেবেন বলেছেন ৷ বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাব এবং তাঁর সঙ্গে দেখা করব ৷" ধর্মীয় হিংসার কারণে বাংলাদেশ থেকে ভারতে যাঁরা আসছেন তাঁদের প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ এবং অনেক রাজনৈতিক দলও বিরোধিতা করে বলছে বাংলাদেশ থেকে ভারতে যাঁরা আসছেন তাঁরা অনুপ্রবেশকারী ৷ কিন্তু মনে রাখতে হবে তাঁরা ধর্মীয় কারণে আসছেন ৷ দেশ বিভাজনের সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি, পরে রাজীব গান্ধি তাঁদের (বাংলাদেশি হিন্দু) প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা যেদিন আসবেন, ভারত তাঁদের সাদরে গ্রহণ করবে ৷ তাঁদের জায়গা দেবে ৷"

সাগরদিঘিতে কার্তিক মহারাজ (ইটিভি ভারত)

কার্তিক মহারাজ জোর দিয়ে বলেন, "তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী হিসাবে আসছেন ৷ তাঁদের আশ্রয় দেওয়া ভারত সরকারের কর্তব্য ৷ সীমান্তে তাঁদের আটকে রাখা হয়েছে ৷ সেখানে তাঁরা অনাহারে রয়েছেন। তাঁদের মৃত্যু হচ্ছে ৷" রাজনৈতিক মহলের একাংশের মত, কার্তিক মহারাজ বাংলাদেশ সমস্যা নিয়ে দিল্লি গেলেও তার সফরের নেপথ্যে রয়েছে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ তিনি এই ভোটে অংশগ্রহণ করতে ইচ্ছুক ৷ সেই ইচ্ছার কথাই জানাতেই নাকি কার্তিক মহারাজের দিল্লি যাত্রা ৷

গত লোকসভা নির্বাচন থেকে কার্তিক মহারাজ কার্যত রাজনীতির অলিন্দে চলে আসেন ৷ তাঁর মন্তব্য এবং তাঁকে লক্ষ্য করে রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ বিশেষ করে ভরতপুর ও ডেবরার দুই বিধায়ক কার্তিক মহারাজকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন ৷ এবছর তাঁঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ সে সময় কার্তিক মহারাজ সাংবাদিকদের বলেন, "এবার সাধুদের রাজনীতিতে আসার সময় হয়ে গিয়েছে ৷"

সাগরদিঘি, 16 ফেব্রুয়ারি: ধর্মীয় উৎপীড়নের কারণে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাঁদের আশ্রয় দেওয়া ভারত সরকারের দায়িত্ব । এমনটাই মনে করেন পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ ৷ তাঁর মতে, আশ্রয় নিতে আসা বাংলাদেশিরা অনুপ্রশকারী নন, তাঁরা শরণার্থী ৷

মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি অনুষ্ঠানে কার্তিক মহারাজ বলেন, "মার্চে দিল্লি যাচ্ছি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ'র সঙ্গে কথা হয়েছে ৷ তিনি সময় দেবেন বলেছেন ৷ বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাব এবং তাঁর সঙ্গে দেখা করব ৷" ধর্মীয় হিংসার কারণে বাংলাদেশ থেকে ভারতে যাঁরা আসছেন তাঁদের প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ এবং অনেক রাজনৈতিক দলও বিরোধিতা করে বলছে বাংলাদেশ থেকে ভারতে যাঁরা আসছেন তাঁরা অনুপ্রবেশকারী ৷ কিন্তু মনে রাখতে হবে তাঁরা ধর্মীয় কারণে আসছেন ৷ দেশ বিভাজনের সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি, পরে রাজীব গান্ধি তাঁদের (বাংলাদেশি হিন্দু) প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা যেদিন আসবেন, ভারত তাঁদের সাদরে গ্রহণ করবে ৷ তাঁদের জায়গা দেবে ৷"

সাগরদিঘিতে কার্তিক মহারাজ (ইটিভি ভারত)

কার্তিক মহারাজ জোর দিয়ে বলেন, "তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী হিসাবে আসছেন ৷ তাঁদের আশ্রয় দেওয়া ভারত সরকারের কর্তব্য ৷ সীমান্তে তাঁদের আটকে রাখা হয়েছে ৷ সেখানে তাঁরা অনাহারে রয়েছেন। তাঁদের মৃত্যু হচ্ছে ৷" রাজনৈতিক মহলের একাংশের মত, কার্তিক মহারাজ বাংলাদেশ সমস্যা নিয়ে দিল্লি গেলেও তার সফরের নেপথ্যে রয়েছে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ তিনি এই ভোটে অংশগ্রহণ করতে ইচ্ছুক ৷ সেই ইচ্ছার কথাই জানাতেই নাকি কার্তিক মহারাজের দিল্লি যাত্রা ৷

গত লোকসভা নির্বাচন থেকে কার্তিক মহারাজ কার্যত রাজনীতির অলিন্দে চলে আসেন ৷ তাঁর মন্তব্য এবং তাঁকে লক্ষ্য করে রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ বিশেষ করে ভরতপুর ও ডেবরার দুই বিধায়ক কার্তিক মহারাজকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন ৷ এবছর তাঁঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ সে সময় কার্তিক মহারাজ সাংবাদিকদের বলেন, "এবার সাধুদের রাজনীতিতে আসার সময় হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.