ETV Bharat / state

জলের তলায় কংকালীতলা-তারাপীঠ মহাশ্মশান, বেহাল অবস্থা রামপুরহাট মেডিক্যালে - Flood Situation in Birbhum

Flood Situation in Birbhum: লাগাতার বৃষ্টিতে নদীর জল বেড়ে ঢুকেছে কংকালীতলা মন্দির ও তারাপীঠ মহাশ্মশানে ৷ জলমগ্ন হয়ে বেহাল অবস্থা রামপুরহাট মেডিক্যাল কলেজের ৷ জলের তলায় বীরভূমের একাধিক এলাকা ৷ জল ঢুকেছে বাড়িতেও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 6:14 PM IST

Flood Situation in Birbhum
বৃষ্টিতে নদীর জল বেড়ে ভয়াবহ পরিস্থিতি বীরভূমে (নিজস্ব ছবি)

বোলপুর, রামপুরহাট, 16 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির ৷ দেবীর গর্ভগৃহে পর্যন্ত ঢুকে গিয়েছে জল ৷ বন্ধ পুজার্চনা ৷ তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন ও কংকালীতলা গ্রাম পঞ্চায়েত ৷ এক বুক জলের মধ্যে দিয়ে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে ভোগ নিবেদন করা হল সোমবার ৷

মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা (ইটিভি ভারত)

কংকালীতলা মন্দিরে সেবাইত রাজনারায়ণ চৌধুরী বলেন, "মন্দিরে পুজো বন্ধ । কিন্তু মায়ের ভোগ নিবেদন বন্ধ রাখলে তো হবে না ৷ পঞ্চায়েতের উপ-প্রধান মামনদার নেতৃত্বে ভোগ নিবেদন করা হল ৷ আশা করি জল কমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে ।" কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহিউদ্দিন শেখ ওরফে মামন শেখ বলেন, "ভক্তদের জন্য পুজো বন্ধ ৷ তবে ভোগ নিবেদন করা হয় ৷ কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে ।"

Flood Situation in Birbhum
জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত কংকালীতলা মন্দির (নিজস্ব ছবি)

কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই ৷ এই মরশুমে এক মাসের মধ্যে দু'বার জলমগ্ন হল কংকালীতলা মন্দির । হিন্দু পুরাণ অনুযায়ী, দক্ষযজ্ঞের সময় দেবীর কাঁকাল পড়েছিল শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদীর তীরে ৷ সেই থেকে এই স্থানের নাম কংকালীতলা । দেশের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই কংকালীতলা মন্দির । নিম্নচাপের জেরে দু'দিন ধরে টানা মুষলধারে বৃষ্টিতে বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা জলমগ্ন । কোপাই ও অজয় নদী কার্যত ফুঁসছে ৷ ইতিমধ্যেই তিলপাড়া জলাধার থেকে 7 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ।

Flood Situation in Birbhum
জল ঢুকেছে দেবীর গর্ভগৃহে (নিজস্ব ছবি)

জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে দুবরাজপুর ও বোলপুরে ৷ শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাঁড়ুই যাওয়ার পথে কোপাই সেতুর উপর দিয়ে বইছে জল ৷ স্বাভাবিকভাবেই বন্ধ পারাপার । লাভপুরের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত ৷ বাদ যায়নি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরও ৷ কোপাই নদী প্লাবিত হয়ে দেবীর গর্ভগৃহেও জল ঢুকে গিয়েছে । জলমগ্ন সমগ্র মন্দির চত্বর-সহ বলি দেওয়ার স্থান, ভোগের স্থান, পবিত্র কুণ্ড পর্যন্ত প্লাবিত ৷ বন্ধ হয়ে গিয়েছে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ ৷ তবে এক বুক জল পার হয়ে মাথায় করে দেবীর ভোগ ও পুজার সামগ্রী মন্দিরে নিয়ে আসা হয় ৷ রীতি মেনেই ভোগ নিবেদন করা হয় ৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না ৷ কারণ বোলপুরের চতুর্দিক জলমগ্ন । যদি আবারও বৃষ্টি হয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ৷

Flood Situation in Birbhum
জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

একই ছবি ধরা পড়েছে তারাপীঠে ৷ দ্বারকা নদীর জল বেড়ে গিয়েছে ৷ যার ফলে সেই জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানে । ফলে শবদাহ করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । নদীর ধারে থাকা কয়েকটি লজেও জল ঢুকতে শুরু করেছে । দ্বারকা নদীর জলস্তর ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলছে । তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি । ফলে দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী ৷

Flood Situation in Birbhum
জলের মধ্যেই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগী (নিজস্ব ছবি)

দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল । জল থইথই হাসপাতাল চত্বরে জলের মধ্যে দিয়েই রোগী নিয়ে স্ট্রেচারে করে যাতায়াত করছেন রোগীর আত্মীয়রা ৷ জরুরি বিভাগ-সহ পুরো হাসপাতাল চত্বর ভরে গিয়েছে জলে ৷ সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের । হাসপাতালের বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ।

Flood Situation in Birbhum
তারাপীঠে কয়েকটি লজেও জল ঢুকছে (নিজস্ব ছবি)

একটানা বৃষ্টির কারণে জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে । একই সঙ্গে জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের দ্বারকা, ব্রহ্মাণী ও বাঁশলৈ নদীতে । নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন নদীতে থাকা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে । সোমবার সকাল থেকে ব্রহ্মাণী নদীর উপর থাকা বৈধরা জলাধার থেকে 3940 কিউসেক জল ছাড়া হয়েছে । অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে বাঁশলৈ নদী । বন্যার জলে ডুবে গিয়েছে বীরভূমের নলহাটির দেবগ্রামে ব্রহ্মাণী নদীর উপর থাকা কজওয়ে । সেখানে যাতায়াতের জন্য নৌকা চলাচল শুরু হয়েছে ।

Flood Situation in Birbhum
দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী (নিজস্ব ছবি)

রামপুরহাট চাকলা মাঠ এলাকায় জল ঢুকে পড়েছে বাড়িতে । ছফুকো কাঁদর ও ঝনঝনিয়া কাঁদর সংস্কার হয়নি বলে অভিযোগ তুলছে রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক বলেন, "রামপুরহাট ছফুকো কাঁদরের পাশে শাসকদলের মদতে বেশ কয়েকটি বহুতলের নির্মাণ হয়েছে অবৈধভাবে । কাঁদর সংস্কার তো দূরের কথা । কাঁদর দখল করে চলছে অবৈধ নির্মাণ ৷ ফলে স্বাভাবিকভাবেই জল শহর থেকে বেরোতে পারছে না । জলমগ্ন হয়ে যাচ্ছে এলাকা । মাসখানেক আগেই 16 ওয়ার্ডের কাঁদর লাগোয়া একটি নির্মাণ অভিযোগ হওয়ায় বন্ধ করে পুরসভা । কিন্তু কয়েক দিন ধরে দেখছি আবার নির্মাণ আরম্ভ হয়েছে ।"

Flood Situation in Birbhum
জলের তলায় তারাপীঠ মহাশ্মশান (নিজস্ব ছবি)

বোলপুর, রামপুরহাট, 16 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির ৷ দেবীর গর্ভগৃহে পর্যন্ত ঢুকে গিয়েছে জল ৷ বন্ধ পুজার্চনা ৷ তবে দেবীর ভোগ নিবেদনে খামতি রাখেননি স্থানীয় মানুষজন ও কংকালীতলা গ্রাম পঞ্চায়েত ৷ এক বুক জলের মধ্যে দিয়ে মাথায় করে পুজোর সামগ্রী নিয়ে ভোগ নিবেদন করা হল সোমবার ৷

মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা (ইটিভি ভারত)

কংকালীতলা মন্দিরে সেবাইত রাজনারায়ণ চৌধুরী বলেন, "মন্দিরে পুজো বন্ধ । কিন্তু মায়ের ভোগ নিবেদন বন্ধ রাখলে তো হবে না ৷ পঞ্চায়েতের উপ-প্রধান মামনদার নেতৃত্বে ভোগ নিবেদন করা হল ৷ আশা করি জল কমে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে ।" কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহিউদ্দিন শেখ ওরফে মামন শেখ বলেন, "ভক্তদের জন্য পুজো বন্ধ ৷ তবে ভোগ নিবেদন করা হয় ৷ কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে ।"

Flood Situation in Birbhum
জলমগ্ন কোপাই নদীর তীরে অবস্থিত কংকালীতলা মন্দির (নিজস্ব ছবি)

কোপাই নদীর জল বইছে মন্দিরের উপর দিয়েই ৷ এই মরশুমে এক মাসের মধ্যে দু'বার জলমগ্ন হল কংকালীতলা মন্দির । হিন্দু পুরাণ অনুযায়ী, দক্ষযজ্ঞের সময় দেবীর কাঁকাল পড়েছিল শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদীর তীরে ৷ সেই থেকে এই স্থানের নাম কংকালীতলা । দেশের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই কংকালীতলা মন্দির । নিম্নচাপের জেরে দু'দিন ধরে টানা মুষলধারে বৃষ্টিতে বোলপুর-শান্তিনিকেতনের একাধিক জায়গা জলমগ্ন । কোপাই ও অজয় নদী কার্যত ফুঁসছে ৷ ইতিমধ্যেই তিলপাড়া জলাধার থেকে 7 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ।

Flood Situation in Birbhum
জল ঢুকেছে দেবীর গর্ভগৃহে (নিজস্ব ছবি)

জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে দুবরাজপুর ও বোলপুরে ৷ শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাঁড়ুই যাওয়ার পথে কোপাই সেতুর উপর দিয়ে বইছে জল ৷ স্বাভাবিকভাবেই বন্ধ পারাপার । লাভপুরের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত ৷ বাদ যায়নি সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরও ৷ কোপাই নদী প্লাবিত হয়ে দেবীর গর্ভগৃহেও জল ঢুকে গিয়েছে । জলমগ্ন সমগ্র মন্দির চত্বর-সহ বলি দেওয়ার স্থান, ভোগের স্থান, পবিত্র কুণ্ড পর্যন্ত প্লাবিত ৷ বন্ধ হয়ে গিয়েছে মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ ৷ তবে এক বুক জল পার হয়ে মাথায় করে দেবীর ভোগ ও পুজার সামগ্রী মন্দিরে নিয়ে আসা হয় ৷ রীতি মেনেই ভোগ নিবেদন করা হয় ৷ কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না ৷ কারণ বোলপুরের চতুর্দিক জলমগ্ন । যদি আবারও বৃষ্টি হয় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ৷

Flood Situation in Birbhum
জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

একই ছবি ধরা পড়েছে তারাপীঠে ৷ দ্বারকা নদীর জল বেড়ে গিয়েছে ৷ যার ফলে সেই জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানে । ফলে শবদাহ করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । নদীর ধারে থাকা কয়েকটি লজেও জল ঢুকতে শুরু করেছে । দ্বারকা নদীর জলস্তর ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলছে । তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি । ফলে দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী ৷

Flood Situation in Birbhum
জলের মধ্যেই স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগী (নিজস্ব ছবি)

দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল । জল থইথই হাসপাতাল চত্বরে জলের মধ্যে দিয়েই রোগী নিয়ে স্ট্রেচারে করে যাতায়াত করছেন রোগীর আত্মীয়রা ৷ জরুরি বিভাগ-সহ পুরো হাসপাতাল চত্বর ভরে গিয়েছে জলে ৷ সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের । হাসপাতালের বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ।

Flood Situation in Birbhum
তারাপীঠে কয়েকটি লজেও জল ঢুকছে (নিজস্ব ছবি)

একটানা বৃষ্টির কারণে জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে । একই সঙ্গে জলস্তর বেড়ে গিয়েছে বীরভূমের দ্বারকা, ব্রহ্মাণী ও বাঁশলৈ নদীতে । নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন নদীতে থাকা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে । সোমবার সকাল থেকে ব্রহ্মাণী নদীর উপর থাকা বৈধরা জলাধার থেকে 3940 কিউসেক জল ছাড়া হয়েছে । অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে বাঁশলৈ নদী । বন্যার জলে ডুবে গিয়েছে বীরভূমের নলহাটির দেবগ্রামে ব্রহ্মাণী নদীর উপর থাকা কজওয়ে । সেখানে যাতায়াতের জন্য নৌকা চলাচল শুরু হয়েছে ।

Flood Situation in Birbhum
দুশ্চিন্তায় রয়েছে এলাকাবাসী (নিজস্ব ছবি)

রামপুরহাট চাকলা মাঠ এলাকায় জল ঢুকে পড়েছে বাড়িতে । ছফুকো কাঁদর ও ঝনঝনিয়া কাঁদর সংস্কার হয়নি বলে অভিযোগ তুলছে রামপুরহাট 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক বলেন, "রামপুরহাট ছফুকো কাঁদরের পাশে শাসকদলের মদতে বেশ কয়েকটি বহুতলের নির্মাণ হয়েছে অবৈধভাবে । কাঁদর সংস্কার তো দূরের কথা । কাঁদর দখল করে চলছে অবৈধ নির্মাণ ৷ ফলে স্বাভাবিকভাবেই জল শহর থেকে বেরোতে পারছে না । জলমগ্ন হয়ে যাচ্ছে এলাকা । মাসখানেক আগেই 16 ওয়ার্ডের কাঁদর লাগোয়া একটি নির্মাণ অভিযোগ হওয়ায় বন্ধ করে পুরসভা । কিন্তু কয়েক দিন ধরে দেখছি আবার নির্মাণ আরম্ভ হয়েছে ।"

Flood Situation in Birbhum
জলের তলায় তারাপীঠ মহাশ্মশান (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.