ETV Bharat / state

স্কাইওয়াকের উদ্বোধনের আগেই কালীঘাটের হকারদের প্রত্যাশা পূরণ পুরনিগমের - KALIGHAT HAWKERS CORNER

স্কাইওয়াক নির্মাণের জন্য সরানো হয়েছিল হকারদের ৷ চার বছর পর তাদের পুনর্বাসন দিল কলকাতা পুরনিগম ৷

Kalighat Hawkers Corner
স্কাইওয়াকের উদ্বোধনের আগেই কালীঘাটের হকারদের প্রত্যাশা পূরণ পুরনিগমের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 28, 2025 at 5:41 PM IST

3 Min Read

কলকাতা, 28 মার্চ: কালীঘাট স্কাইওয়াকের পাশে জীর্ণ কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সংস্কার কাজের জন্য দেড় বছর সময় চেয়েছিল কলকাতা পুরনিগম । 175টি দোকান অস্থায়ী স্থানান্তরিত করা হয়েছিল যতীন দাস পার্কে । তবে দীর্ঘ চার বছরের বেশি সময় কাটার পর অবশেষে পুরনো জায়গায় দোকান ফিরে পেলেন ব্যবসায়ীরা ৷

এবার তাঁদের কাঁচে মোড়া ঝাঁ চকচকে এসি মার্কেটের স্টল দেওয়া হল ৷ বুধবার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর (ওয়ার্ড-83) প্রবীর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে 175জন হকারকে তাঁদের নতুন স্টলের চাবি তুলে দেওয়া হল । এই চাবি হাতে নিজেদের নতুন স্টলে গিয়েই ভবিষ্যতে ব্যবসা নিয়ে আশা-আশঙ্কার কথা জানালেন দোকানদাররা ।

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নারের চাবি ব্যবসায়ীদের তুলে দিল কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

2021 সালের শুরুতে কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয় । 2021 সালের শেষ দিকে কালীঘাট স্কাইওয়াক-সহ নতুন পাঁচ তলা হকার্স কর্নার বানানোর কাজে হাত লাগায় কলকাতা কর্পোরেশন । দেড় বছরের মধ্যে নতুন হকার্স কর্নার দেওয়ার কথা হয়েছিল৷ কিন্তু চার বছর পর সেই হকার্স কর্নার তৈরি হয় ৷ অবশেষে সেখানকার দোকানের চাবি হাতে পেয়েছেন ব্যবসায়ীরা ৷

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

এই নিয়ে দেবাশিস কুমার বলেন, ‘‘ওদের আমরা পুনর্বাসন দিয়েছিলাম ৷ স্থায়ী জায়গায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ ও আশীর্বাদে সেই কাজ করতে পেরেছি ৷ এই মানুষগুলোকে নিজেদের জায়গায় ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি হয়েছি ৷’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

কর্পোরেশন সূত্রে খবর, 15 হাজার বর্গফুটের বেশি এই পাঁচ তলা হকার্স মার্কেটের একতলা ও দোতলায় রয়েছে কর্পোরেশনের অফিস এবং হকারদের দোকান । তিনতলা ও চারতলায় রয়েছে পুরো হকার্স মার্কেট । ভবনের পাঁচতলায় কর্পোরেশনের আলোক বিভাগের অফিস থাকবে । গোটা হকার্স মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত । কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট-সহ গোটা এলাকার এই উন্নয়নে খরচ হয়েছে প্রায় 83 কোটি টাকার একটু বেশি ।

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

এদিন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সম্পাদক ভোলা ঘোষ বলেন, ‘‘আমরা কখনও ভাবিনি, জরাজীর্ণ ভেঙে পড়া অবস্থা থেকে এমন একটি জায়গায় আমাদের দোকান পাব । তবে স্কাইওয়াক হচ্ছে ও দীর্ঘ বছর এখানে দোকান না থাকায় আগামিদিনে দোকান চালু হলে বেশ কিছুটা হয়তো অসুবিধার মুখে পড়তে হবে । ধীরে ধীরে ভবিষ্যতে বিক্রি স্বাভাবিক হবে ।’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

দোকানদার মদনমোহন সাহা বলেন, ‘‘সংস্কার কাজ করে দেড় বছরের মধ্যে এই পুরনো জায়গায় ফেরানোর কথা বলেছিল কলকাতা কর্পোরেশন । সেটা প্রায় চার বছর অতিক্রান্ত । আবার নতুনভাবে নতুন জায়গায় ব্যবসাটা শুরু করতে হবে । এখন ভবিষ্যৎ জানে কী হবে ।’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নারের চাবি ব্যবসায়ীদের তুলে দিল কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

এদিকে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্যই এই হকারদের পুনর্বাসন দেওয়া এবং তার পর স্থায়ী মার্কেট তৈরি করে দিল পুরনিগম ৷ সেই স্কাইওয়াকও উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ ৷ সেই স্কাইওয়াক চালু হলে কালীঘাটে পুণ্যার্থীদের সংখ্যা আরও অনেক বাড়বে বলে মনে করেন দেবাশিস কুমার ৷

কলকাতা, 28 মার্চ: কালীঘাট স্কাইওয়াকের পাশে জীর্ণ কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সংস্কার কাজের জন্য দেড় বছর সময় চেয়েছিল কলকাতা পুরনিগম । 175টি দোকান অস্থায়ী স্থানান্তরিত করা হয়েছিল যতীন দাস পার্কে । তবে দীর্ঘ চার বছরের বেশি সময় কাটার পর অবশেষে পুরনো জায়গায় দোকান ফিরে পেলেন ব্যবসায়ীরা ৷

এবার তাঁদের কাঁচে মোড়া ঝাঁ চকচকে এসি মার্কেটের স্টল দেওয়া হল ৷ বুধবার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর (ওয়ার্ড-83) প্রবীর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে 175জন হকারকে তাঁদের নতুন স্টলের চাবি তুলে দেওয়া হল । এই চাবি হাতে নিজেদের নতুন স্টলে গিয়েই ভবিষ্যতে ব্যবসা নিয়ে আশা-আশঙ্কার কথা জানালেন দোকানদাররা ।

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নারের চাবি ব্যবসায়ীদের তুলে দিল কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

2021 সালের শুরুতে কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয় । 2021 সালের শেষ দিকে কালীঘাট স্কাইওয়াক-সহ নতুন পাঁচ তলা হকার্স কর্নার বানানোর কাজে হাত লাগায় কলকাতা কর্পোরেশন । দেড় বছরের মধ্যে নতুন হকার্স কর্নার দেওয়ার কথা হয়েছিল৷ কিন্তু চার বছর পর সেই হকার্স কর্নার তৈরি হয় ৷ অবশেষে সেখানকার দোকানের চাবি হাতে পেয়েছেন ব্যবসায়ীরা ৷

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

এই নিয়ে দেবাশিস কুমার বলেন, ‘‘ওদের আমরা পুনর্বাসন দিয়েছিলাম ৷ স্থায়ী জায়গায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ ও আশীর্বাদে সেই কাজ করতে পেরেছি ৷ এই মানুষগুলোকে নিজেদের জায়গায় ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি হয়েছি ৷’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

কর্পোরেশন সূত্রে খবর, 15 হাজার বর্গফুটের বেশি এই পাঁচ তলা হকার্স মার্কেটের একতলা ও দোতলায় রয়েছে কর্পোরেশনের অফিস এবং হকারদের দোকান । তিনতলা ও চারতলায় রয়েছে পুরো হকার্স মার্কেট । ভবনের পাঁচতলায় কর্পোরেশনের আলোক বিভাগের অফিস থাকবে । গোটা হকার্স মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত । কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট-সহ গোটা এলাকার এই উন্নয়নে খরচ হয়েছে প্রায় 83 কোটি টাকার একটু বেশি ।

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

এদিন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সম্পাদক ভোলা ঘোষ বলেন, ‘‘আমরা কখনও ভাবিনি, জরাজীর্ণ ভেঙে পড়া অবস্থা থেকে এমন একটি জায়গায় আমাদের দোকান পাব । তবে স্কাইওয়াক হচ্ছে ও দীর্ঘ বছর এখানে দোকান না থাকায় আগামিদিনে দোকান চালু হলে বেশ কিছুটা হয়তো অসুবিধার মুখে পড়তে হবে । ধীরে ধীরে ভবিষ্যতে বিক্রি স্বাভাবিক হবে ।’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নার (নিজস্ব ছবি)

দোকানদার মদনমোহন সাহা বলেন, ‘‘সংস্কার কাজ করে দেড় বছরের মধ্যে এই পুরনো জায়গায় ফেরানোর কথা বলেছিল কলকাতা কর্পোরেশন । সেটা প্রায় চার বছর অতিক্রান্ত । আবার নতুনভাবে নতুন জায়গায় ব্যবসাটা শুরু করতে হবে । এখন ভবিষ্যৎ জানে কী হবে ।’’

Kalighat Hawkers Corner
কালীঘাট হকার্স কর্নারের চাবি ব্যবসায়ীদের তুলে দিল কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)

এদিকে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্যই এই হকারদের পুনর্বাসন দেওয়া এবং তার পর স্থায়ী মার্কেট তৈরি করে দিল পুরনিগম ৷ সেই স্কাইওয়াকও উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ ৷ সেই স্কাইওয়াক চালু হলে কালীঘাটে পুণ্যার্থীদের সংখ্যা আরও অনেক বাড়বে বলে মনে করেন দেবাশিস কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.