কলকাতা, 28 মার্চ: কালীঘাট স্কাইওয়াকের পাশে জীর্ণ কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সংস্কার কাজের জন্য দেড় বছর সময় চেয়েছিল কলকাতা পুরনিগম । 175টি দোকান অস্থায়ী স্থানান্তরিত করা হয়েছিল যতীন দাস পার্কে । তবে দীর্ঘ চার বছরের বেশি সময় কাটার পর অবশেষে পুরনো জায়গায় দোকান ফিরে পেলেন ব্যবসায়ীরা ৷
এবার তাঁদের কাঁচে মোড়া ঝাঁ চকচকে এসি মার্কেটের স্টল দেওয়া হল ৷ বুধবার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, স্থানীয় কাউন্সিলর (ওয়ার্ড-83) প্রবীর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে 175জন হকারকে তাঁদের নতুন স্টলের চাবি তুলে দেওয়া হল । এই চাবি হাতে নিজেদের নতুন স্টলে গিয়েই ভবিষ্যতে ব্যবসা নিয়ে আশা-আশঙ্কার কথা জানালেন দোকানদাররা ।

2021 সালের শুরুতে কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয় । 2021 সালের শেষ দিকে কালীঘাট স্কাইওয়াক-সহ নতুন পাঁচ তলা হকার্স কর্নার বানানোর কাজে হাত লাগায় কলকাতা কর্পোরেশন । দেড় বছরের মধ্যে নতুন হকার্স কর্নার দেওয়ার কথা হয়েছিল৷ কিন্তু চার বছর পর সেই হকার্স কর্নার তৈরি হয় ৷ অবশেষে সেখানকার দোকানের চাবি হাতে পেয়েছেন ব্যবসায়ীরা ৷

এই নিয়ে দেবাশিস কুমার বলেন, ‘‘ওদের আমরা পুনর্বাসন দিয়েছিলাম ৷ স্থায়ী জায়গায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলাম ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ ও আশীর্বাদে সেই কাজ করতে পেরেছি ৷ এই মানুষগুলোকে নিজেদের জায়গায় ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি হয়েছি ৷’’

কর্পোরেশন সূত্রে খবর, 15 হাজার বর্গফুটের বেশি এই পাঁচ তলা হকার্স মার্কেটের একতলা ও দোতলায় রয়েছে কর্পোরেশনের অফিস এবং হকারদের দোকান । তিনতলা ও চারতলায় রয়েছে পুরো হকার্স মার্কেট । ভবনের পাঁচতলায় কর্পোরেশনের আলোক বিভাগের অফিস থাকবে । গোটা হকার্স মার্কেট শীতাতপ নিয়ন্ত্রিত । কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট-সহ গোটা এলাকার এই উন্নয়নে খরচ হয়েছে প্রায় 83 কোটি টাকার একটু বেশি ।

এদিন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সম্পাদক ভোলা ঘোষ বলেন, ‘‘আমরা কখনও ভাবিনি, জরাজীর্ণ ভেঙে পড়া অবস্থা থেকে এমন একটি জায়গায় আমাদের দোকান পাব । তবে স্কাইওয়াক হচ্ছে ও দীর্ঘ বছর এখানে দোকান না থাকায় আগামিদিনে দোকান চালু হলে বেশ কিছুটা হয়তো অসুবিধার মুখে পড়তে হবে । ধীরে ধীরে ভবিষ্যতে বিক্রি স্বাভাবিক হবে ।’’

দোকানদার মদনমোহন সাহা বলেন, ‘‘সংস্কার কাজ করে দেড় বছরের মধ্যে এই পুরনো জায়গায় ফেরানোর কথা বলেছিল কলকাতা কর্পোরেশন । সেটা প্রায় চার বছর অতিক্রান্ত । আবার নতুনভাবে নতুন জায়গায় ব্যবসাটা শুরু করতে হবে । এখন ভবিষ্যৎ জানে কী হবে ।’’

এদিকে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্যই এই হকারদের পুনর্বাসন দেওয়া এবং তার পর স্থায়ী মার্কেট তৈরি করে দিল পুরনিগম ৷ সেই স্কাইওয়াকও উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ ৷ সেই স্কাইওয়াক চালু হলে কালীঘাটে পুণ্যার্থীদের সংখ্যা আরও অনেক বাড়বে বলে মনে করেন দেবাশিস কুমার ৷