কলকাতা, 27 জুন: মঙ্গলবার থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজার ও এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুলিশ ৷ এই উচ্ছেদের নামে পুলিশ হকারদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ ৷ তা রুখতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হল। আইনজীবী শামিম আহমেদ বৃহস্পতিবার এই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন । কিন্তু বিচারপতি সিনহা এ বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে নির্দেশ দিয়েছেন ।
আইনজীবী শামিম আহমেদের বক্তব্য, "দখলদার উচ্ছেদের নামে আইনের পদ্ধতি মানা হচ্ছে না। গত দু'দিন ধরে পুলিশ সর্বত্র হকারদের উপর ঝাঁপিয়ে পড়ছে, তাঁদের মারধর করছে, তাতে কে বৈধ হকার আর কে নয়, সেসব দেখা হচ্ছে না। নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে । পুলিশের বর্বরতা বন্ধ হোক ।"
বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, "এটা কোনো একটা নির্দিষ্ট জায়গার ঘটনা নয় । তাই এটা জনস্বার্থ মামলা হিসেবে দাখিল করা উচিত । মামলা করতে হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করুন ।"
উল্লেখ্য, পৌরসভা ও পৌরনিগমগুলি নিয়ে সোমবার নবান্নে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকে বেআইনিভাবে দখলদারি নিয়ে প্রশাসনের কর্তাদের কড়া ধমক দেন তিনি ৷ এরপরেই মঙ্গলবার থেকে অ্যাকশনে নামে পুলিশ ৷ উত্তর থেকে দক্ষিণে কলকাতা শহরের রাস্তা. ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চলছে । এর জেরে বিপদে পড়ে গিয়েছেন হাজারও হকার । আচমকা পুলিশের এই হকার অভিযান নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে ৷
বিরোধী শিবিরের দাবি, পুলিশ প্রশাসনের একাংশের মদত না থাকলে ওইসব হকারদের পক্ষে রাস্তা দখল করে ব্যবসা চালানো সম্ভব ছিল না । তাহলে এখন কেন ওইসব হকারদের এইভাবে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে? সরকার পরিকল্পনা করে আগে থেকে জানিয়ে তারপর যা করার করতে পারতো বলে উদ্বিগ্নমহলের মত ।