ETV Bharat / state

বৃহস্পতিবার মৌন মিছিল আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের, জারি কর্মবিরতি - RG Kar doctor rape and murder

Junior Doctors Silent Protest: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে একটি মৌন মিছিল করা হবে । এর পাশাপাশি জারি থাকবে তাঁদের কর্মবিরতির কর্মসূচিও ৷ এমনটাই জানালেন আন্দোলনরত সকল জুনিয়র চিকিৎসাকরা।

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:25 PM IST

Junior Doctors Silent Protest
বৃহস্পতিবার মৌন মিছিল আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের (ইটিভি ভারত)

কলকাতা, 14 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে এবার স্বাধীনতা দিবসে পথে নামছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা । শিয়ালদহের নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিকেল পাঁচটা নাগাদ তারা একটি মৌন মিছিল করা হবে । এই মৌন মিছিল শেষ হবে ধর্মতলায় গান্ধি মূর্তিতে। এর পাশাপাশি জারি থাকবে তাঁদের কর্মবিরতির কর্মসূচিও ৷ জেনারেল বডি বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত সকল জুনিয়র চিকিৎসাকরা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা জানান, আটচল্লিশ ঘণ্টার মধ্যে সকল দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। এর পাশাপাশি, কার নির্দেশে সেমিনার রুমের কাছের চেস্ট মেডিসিনের ঘর ভাঙ্গা হচ্ছিল, তার সম্পূর্ণ তথ্য আমাদেরকে জানাতে হবে । তার সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং দিন ও টেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের দাবি, শনিবার আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে সকলের সামনে।

স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে একজোটে নামছেন মহিলারা ৷ এই প্রতিবাদ কর্মসূচিতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই সতর্ক লালবাজার ৷ এদিন, মধ্যরাতে শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জমায়েত করবেন মহিলারা ৷ রাজ্যের সর্বত্র এই বিক্ষোভে অংশ নেবেন মহিলারা ৷ লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এর সঙ্গেই মহিলাদের এই জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী রাত থেকেই পথে থাকবেন ৷

কলকাতা, 14 অগস্ট: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে এবার স্বাধীনতা দিবসে পথে নামছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা । শিয়ালদহের নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিকেল পাঁচটা নাগাদ তারা একটি মৌন মিছিল করা হবে । এই মৌন মিছিল শেষ হবে ধর্মতলায় গান্ধি মূর্তিতে। এর পাশাপাশি জারি থাকবে তাঁদের কর্মবিরতির কর্মসূচিও ৷ জেনারেল বডি বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত সকল জুনিয়র চিকিৎসাকরা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা জানান, আটচল্লিশ ঘণ্টার মধ্যে সকল দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। এর পাশাপাশি, কার নির্দেশে সেমিনার রুমের কাছের চেস্ট মেডিসিনের ঘর ভাঙ্গা হচ্ছিল, তার সম্পূর্ণ তথ্য আমাদেরকে জানাতে হবে । তার সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং দিন ও টেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকে পদত্যাগ করতে হবে। এর পাশাপাশি, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের দাবি, শনিবার আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে সকলের সামনে।

স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে একজোটে নামছেন মহিলারা ৷ এই প্রতিবাদ কর্মসূচিতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই সতর্ক লালবাজার ৷ এদিন, মধ্যরাতে শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জমায়েত করবেন মহিলারা ৷ রাজ্যের সর্বত্র এই বিক্ষোভে অংশ নেবেন মহিলারা ৷ লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এর সঙ্গেই মহিলাদের এই জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী রাত থেকেই পথে থাকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.