ETV Bharat / state

আর্জি নয়, দাবি কর ! স্লোগান তুলে রাত দখল রায়গঞ্জে - RG Kar doctor rape and murder

Raat Dokhol in Uttar Dinajpur: আর্জি নয়, দাবি কর - এই স্লোগান তুলে রাত দখল কর্মসূচি পালিত হল রায়গঞ্জে ৷ জুনিয়র ডাক্তারদের এই কর্মসুচিতে পাশে ছিল নাগরিকদের যৌথ সমন্বয় মঞ্চ ৷ রায়গঞ্জ শহরের বকুলতলা মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ চলে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 11:19 AM IST

ো
()

রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর: 'আর্জি নয়, দাবি কর' - এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে রাত দখল কর্মসূচি পালিত হল রায়গঞ্জে ৷ রায়গঞ্জ শহরের বকুলতলা মোড় এলাকায় জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা । আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে সঙ্গে রয়েছেন রায়গঞ্জের প্রতিবাদী মানুষের যৌথ সমন্বয় মঞ্চও ।

এক জুনিয়র ডাক্তার শনিবার বলেন, "আমাদের এই আন্দোলন এক মাস কেটে গিয়েছে । গত মাসের 9 তারিখের ঘটনার এখনও পর্যন্ত আমরা সঠিক বিচার পাইনি । আমাদের আসল দাবি ছিল যে, আরজি কর কাণ্ডে যে দোষী তাকে চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি হোক । আজও বিচার সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে । তাই রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ ।"

শনিবার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে আসার বিষয় নিয়ে ওই জুনিয়র ডাক্তার বলেন, "আমাদের দাবি একই ছিল ৷ আমাদের এই দাবির মধ্যে কোনও পরিবর্তন হয়নি । আমাদের দাবি যতদিন না-পূরণ হচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ৷"

অন্যদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমার জুনিয়র ভাইবোনেরা ও আমার স্টুডেন্টরা বলেছিল যে, এটি একটি ধর্ষণ করে খুনের ঘটনা, সেটাই আজ মান্যতা পেল । কারণ আজ টালা থানার ওসি ও আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে । এরা কোনও মাথা নয়, এরা হচ্ছে হাত বা কান । আজকে কান ধরা পড়েছে, কিছুদিন অপেক্ষা করুন মাথাও চলে আসবে ৷ কান টানলে মাথা এমনি চলে আসবে ৷"

সিবিআইয়ের তদন্তের উপর তাঁদের পূর্ণ আস্থা আছে বলে জানান তিনি । তাঁর কথায়, "একের পর এক গ্রেফতার হচ্ছে । এখন আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন ছোটখাটো চুনোপুঁটির সঙ্গে বড় মাথাগুলিকেও কোমরে দড়ি দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে আসা হবে ৷"

অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, "উনি লাইভ স্ট্রিমিংয়ে আসতে ভয় পাচ্ছেন । কারণ মুখ্যমন্ত্রী অনেক জিনিস লুকিয়েছেন আর ক্রিমিনালদের প্রশ্রয় দিয়েছেন, তাই তাঁর আজ বাংলার মানুষের কাছে মুখ দেখানোর কোনও উপায় নেই । মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন বন্ধ ঘরে কথা বলতে। বাংলার মানুষের ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কতগুলি ধর্ষক, কতগুলো গুন্ডা ও কতগুলো সিন্ডিকেট তোমার ছত্রছায়াতে তৈরি হয়েছে, খোলা আকাশের নীচে এসে বাংলার মানুষের এই প্রশ্নগুলির জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে ৷"

রায়গঞ্জ, 15 সেপ্টেম্বর: 'আর্জি নয়, দাবি কর' - এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে রাত দখল কর্মসূচি পালিত হল রায়গঞ্জে ৷ রায়গঞ্জ শহরের বকুলতলা মোড় এলাকায় জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা । আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে সঙ্গে রয়েছেন রায়গঞ্জের প্রতিবাদী মানুষের যৌথ সমন্বয় মঞ্চও ।

এক জুনিয়র ডাক্তার শনিবার বলেন, "আমাদের এই আন্দোলন এক মাস কেটে গিয়েছে । গত মাসের 9 তারিখের ঘটনার এখনও পর্যন্ত আমরা সঠিক বিচার পাইনি । আমাদের আসল দাবি ছিল যে, আরজি কর কাণ্ডে যে দোষী তাকে চিহ্নিত করে তার উপযুক্ত শাস্তি হোক । আজও বিচার সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে । তাই রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ ।"

শনিবার মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে আসার বিষয় নিয়ে ওই জুনিয়র ডাক্তার বলেন, "আমাদের দাবি একই ছিল ৷ আমাদের এই দাবির মধ্যে কোনও পরিবর্তন হয়নি । আমাদের দাবি যতদিন না-পূরণ হচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ৷"

অন্যদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমার জুনিয়র ভাইবোনেরা ও আমার স্টুডেন্টরা বলেছিল যে, এটি একটি ধর্ষণ করে খুনের ঘটনা, সেটাই আজ মান্যতা পেল । কারণ আজ টালা থানার ওসি ও আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে । এরা কোনও মাথা নয়, এরা হচ্ছে হাত বা কান । আজকে কান ধরা পড়েছে, কিছুদিন অপেক্ষা করুন মাথাও চলে আসবে ৷ কান টানলে মাথা এমনি চলে আসবে ৷"

সিবিআইয়ের তদন্তের উপর তাঁদের পূর্ণ আস্থা আছে বলে জানান তিনি । তাঁর কথায়, "একের পর এক গ্রেফতার হচ্ছে । এখন আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন ছোটখাটো চুনোপুঁটির সঙ্গে বড় মাথাগুলিকেও কোমরে দড়ি দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে আসা হবে ৷"

অধ্যাপক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, "উনি লাইভ স্ট্রিমিংয়ে আসতে ভয় পাচ্ছেন । কারণ মুখ্যমন্ত্রী অনেক জিনিস লুকিয়েছেন আর ক্রিমিনালদের প্রশ্রয় দিয়েছেন, তাই তাঁর আজ বাংলার মানুষের কাছে মুখ দেখানোর কোনও উপায় নেই । মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন বন্ধ ঘরে কথা বলতে। বাংলার মানুষের ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কতগুলি ধর্ষক, কতগুলো গুন্ডা ও কতগুলো সিন্ডিকেট তোমার ছত্রছায়াতে তৈরি হয়েছে, খোলা আকাশের নীচে এসে বাংলার মানুষের এই প্রশ্নগুলির জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.