কলকাতা, 10 এপ্রিল: এবার অনশন আন্দোলনে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা । এসএসসি অফিসের সামনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাঁদের অনশন । তাঁদের দাবি, অবিলম্বে এসএসসিকে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে হবে । এর পাশাপশি তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, বুধবার ডিআই অফিস অভিযানে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে । এই দুই ঘটনাকে সামনে রেখেই অনশনে বসেছেন পঙ্কজ রায় । তিনি মালদা সালাইডাঙা হাইস্কুলের শিক্ষক ছিলেন । সুপ্রিম কোর্টের রায়দানের পর তাঁর চাকরি চলে গিয়েছে ৷
বৃহস্পতিবার বেলা 11টা থেকে অনশন আন্দোলন শুরু করেন তিনি । তাঁর কথায়, "চাকরিটা তো বাঁচাতে হবে । চাকরিটাই যদি না-থাকে তাহলে বেঁচে থেকে লাভ কী ! বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা-বাবা আছেন । যোগ্যদের সঙ্গে যদি অযোগ্যরা প্যানেলে থাকেন, তার দোষ কি আমাদের ? ভারতে এত নামী-দামি তদন্তকারী সংস্থা রয়েছে । তারা সকলে থাকতে এই তালিকা প্রকাশ করতে পারবে না, এটা সম্ভব ?"
চাকরিহারা এই শিক্ষকদের পাশে দাঁড়াতে এদিন অনশনমঞ্চে সামিল হন বহু স্কুলের শিক্ষক-শিক্ষিকা । সেরকমই একজন দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের বাংলার শিক্ষক অমিতাভ বসু । তিনি এসএসসির প্রথম বছরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষক । তিনি বলেন, "গতকালের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের শিক্ষক-শিক্ষিকাদের নেই । গত জুলাই মাস থেকে যেটা আটকে রাখা হয়েছিল, যে আশঙ্কা করা হয়েছিল, অবশেষে সেটাই হল । বোঝা যাচ্ছে বিকল্প কোনও পরিকল্পনা এখানে কারও ছিল না ।"
বৃহস্পতিবার সকালে চাকরিহারাদের অনশনমঞ্চে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ৷ ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও । তিনি বলেন, "যোগ অযোগ্য বাছাই করা এখনও সম্ভব যদি এসএসসির চেয়ারম্যান চান । উনি কোন চাপে পিছিয়ে আসছেন সেটা আমি জানি না । যেভাবে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ করেছিলেন সিদ্ধার্থ মজুমদার, সেভাবেই আবার এসএসসির নিয়োগ করুন আপনি ।"
উল্লেখ্য, বুধবার লোকসভার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি অফিসে যখন গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে গিয়েছিলেন বহু চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী । কিন্তু প্রাক্তন বিচারপতি যখন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন, তখনই ডিআই অফিস অভিযানকে ঘিরে বিক্ষোভকারী চাকরিহারাদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনা ঘটে ৷ তার প্রতিবাদে চাকরিহারা শিক্ষকদের একাংশ রাতভর অবস্থান করেন এসএসসি অফিসের সামনে । সেখানেই এদিন সকাল থেকে অনশন আন্দোলন শুরু করেন যোগ্য চাকরিহারারা ।