বিধাননগর, 20 মে: 14 দিনেরও বেশি দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকেরা । এবার তাঁরাই শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি লিখলেন । আলোচনায় বসার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে খোলা চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ।
যদিও তাদের দাবি এর আগে শিক্ষামন্ত্রীকে ইমেইল করে আলোচনায় বসার কথা জানানো হয়েছে । কিন্তু সেখানে কোনও সদুত্তর আসেনি । তাই এবার খোলা চিঠি লেখা হল । যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "চিঠি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব ।"

সোমবার রাত 10টার পর শিক্ষা দফতরে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ তরফে একটি ইমেইল করা হয়েছে । তারপরে মঙ্গলবার তাদের অবস্থান মঞ্চ থেকে একটি খোলা চিঠি লেখা হয়েছে । সেই খোলা চিঠির বয়ানে বলা হয়েছে, "আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ । সিবিআই বা এসএসসি তালিকায় আমাদের কোনও নাম নেই । তা সত্ত্বেও আমাদের চাকরি আজ গভীর সংকটে ।’’

খোলা চিঠিতে তাঁরা আরও লিখেছেন, ‘‘বিগত 14 দিন ধরে আমরা বিকাশ ভবনের সামনে অবস্থান করছি । কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারিনি । অতএব আপনি যদি আমাদের সমস্যাটি অন্তর থেকে অনুধাবন করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাধানের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা বাধিত থাকব ।"

অন্যদিকে এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে দেখা গিয়েছে বিভেদ । যেকথা সোমবার দিন মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেট টিচার্স অ্যাসোসিয়েশন । যদিও তারাও দ্বিতীয়বার পরীক্ষায় বসতে নারাজ । সংগঠনের তরফে মৃন্ময় মণ্ডল বলেন , "আমরা কোনোভাবে পরীক্ষা দেব না ৷ কিন্তু পরীক্ষা না দিয়ে কীভাবে আইনি প্রক্রিয়ায় আমাদের প্যানেলটা বাঁচানো যায় সেজন্য আমরা সরকারকে সমস্তভাবে সহায়তা করব ।"

এদিকে এদিনও বিকাশভবনের সামনে ধরনায় হাজির ছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আবার এদিন হাজির দিন বেশকিছু দৃষ্টিহীন মানুষ ৷ তাঁরা বলেন, "আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু মনের জোর দিয়ে শিক্ষকদের পূর্ণ সমর্থন করি ।" তাঁদের আরও বক্তব্য, ‘‘শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে । যোগ্য শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে । এটা একটা বিরাট অন্যায় । শিক্ষকদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা সমর্থন করব ।’’

দুর্নীতিগ্রস্তদের কেন সাজা দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন অনেকে ৷ এই বিষয়টি সমাধানে সরকারের তরফে পদক্ষেপ করা উচিত বলে ওই দৃষ্টিহীনরা মনে করেন ৷

এদিন বিকাশভবনের সামনে চলা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন চিত্রশিল্পীরাও ৷ তাঁরা ছবি এঁকে আন্দোলনের প্রতি সমর্থন জানান ৷ এছাড়া সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা করতে পথনাটিকাও করা হয় ৷