ETV Bharat / state

শিক্ষামন্ত্রীকে এবার খোলা চিঠি আন্দোলনকারী ‘যোগ্য’ শিক্ষকদের - JOBLESS TEACHERS PROTEST

মঙ্গলবার বিকাশ ভবনের সামনে শিক্ষকদের ধরনা মঞ্চে হাজির হন দৃষ্টিহীন মানুষ থেকে চিত্রশিল্পীরা ৷

Jobless Teachers Protest
শিক্ষামন্ত্রীকে এবার খোলা চিঠি আন্দোলনকারী ‘যোগ্য’ শিক্ষকদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2025 at 9:14 PM IST

3 Min Read

বিধাননগর, 20 মে: 14 দিনেরও বেশি দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকেরা । এবার তাঁরাই শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি লিখলেন । আলোচনায় বসার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে খোলা চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ।

যদিও তাদের দাবি এর আগে শিক্ষামন্ত্রীকে ইমেইল করে আলোচনায় বসার কথা জানানো হয়েছে । কিন্তু সেখানে কোনও সদুত্তর আসেনি । তাই এবার খোলা চিঠি লেখা হল । যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "চিঠি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব ।"

Jobless Teachers Protest
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইমেইল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (নিজস্ব চিত্র)

সোমবার রাত 10টার পর শিক্ষা দফতরে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ তরফে একটি ইমেইল করা হয়েছে । তারপরে মঙ্গলবার তাদের অবস্থান মঞ্চ থেকে একটি খোলা চিঠি লেখা হয়েছে । সেই খোলা চিঠির বয়ানে বলা হয়েছে, "আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ । সিবিআই বা এসএসসি তালিকায় আমাদের কোনও নাম নেই । তা সত্ত্বেও আমাদের চাকরি আজ গভীর সংকটে ।’’

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পথনাটিকা (নিজস্ব চিত্র)

খোলা চিঠিতে তাঁরা আরও লিখেছেন, ‘‘বিগত 14 দিন ধরে আমরা বিকাশ ভবনের সামনে অবস্থান করছি । কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারিনি । অতএব আপনি যদি আমাদের সমস্যাটি অন্তর থেকে অনুধাবন করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাধানের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা বাধিত থাকব ।"

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পথনাটিকা (নিজস্ব চিত্র)

অন্যদিকে এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে দেখা গিয়েছে বিভেদ । যেকথা সোমবার দিন মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেট টিচার্স অ্যাসোসিয়েশন । যদিও তারাও দ্বিতীয়বার পরীক্ষায় বসতে নারাজ । সংগঠনের তরফে মৃন্ময় মণ্ডল বলেন , "আমরা কোনোভাবে পরীক্ষা দেব না ৷ কিন্তু পরীক্ষা না দিয়ে কীভাবে আইনি প্রক্রিয়ায় আমাদের প্যানেলটা বাঁচানো যায় সেজন্য আমরা সরকারকে সমস্তভাবে সহায়তা করব ।"

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে চিত্রশিল্পীরা (নিজস্ব চিত্র)

এদিকে এদিনও বিকাশভবনের সামনে ধরনায় হাজির ছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আবার এদিন হাজির দিন বেশকিছু দৃষ্টিহীন মানুষ ৷ তাঁরা বলেন, "আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু মনের জোর দিয়ে শিক্ষকদের পূর্ণ সমর্থন করি ।" তাঁদের আরও বক্তব্য, ‘‘শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে । যোগ্য শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে । এটা একটা বিরাট অন্যায় । শিক্ষকদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা সমর্থন করব ।’’

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে চিত্রশিল্পীরা (নিজস্ব চিত্র)

দুর্নীতিগ্রস্তদের কেন সাজা দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন অনেকে ৷ এই বিষয়টি সমাধানে সরকারের তরফে পদক্ষেপ করা উচিত বলে ওই দৃষ্টিহীনরা মনে করেন ৷

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে দৃষ্টিহীনরা (নিজস্ব চিত্র)

এদিন বিকাশভবনের সামনে চলা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন চিত্রশিল্পীরাও ৷ তাঁরা ছবি এঁকে আন্দোলনের প্রতি সমর্থন জানান ৷ এছাড়া সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা করতে পথনাটিকাও করা হয় ৷

বিধাননগর, 20 মে: 14 দিনেরও বেশি দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকেরা । এবার তাঁরাই শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি লিখলেন । আলোচনায় বসার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে খোলা চিঠি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ।

যদিও তাদের দাবি এর আগে শিক্ষামন্ত্রীকে ইমেইল করে আলোচনায় বসার কথা জানানো হয়েছে । কিন্তু সেখানে কোনও সদুত্তর আসেনি । তাই এবার খোলা চিঠি লেখা হল । যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "চিঠি হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব ।"

Jobless Teachers Protest
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ইমেইল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (নিজস্ব চিত্র)

সোমবার রাত 10টার পর শিক্ষা দফতরে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ তরফে একটি ইমেইল করা হয়েছে । তারপরে মঙ্গলবার তাদের অবস্থান মঞ্চ থেকে একটি খোলা চিঠি লেখা হয়েছে । সেই খোলা চিঠির বয়ানে বলা হয়েছে, "আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ । সিবিআই বা এসএসসি তালিকায় আমাদের কোনও নাম নেই । তা সত্ত্বেও আমাদের চাকরি আজ গভীর সংকটে ।’’

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পথনাটিকা (নিজস্ব চিত্র)

খোলা চিঠিতে তাঁরা আরও লিখেছেন, ‘‘বিগত 14 দিন ধরে আমরা বিকাশ ভবনের সামনে অবস্থান করছি । কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারিনি । অতএব আপনি যদি আমাদের সমস্যাটি অন্তর থেকে অনুধাবন করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাধানের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা বাধিত থাকব ।"

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পথনাটিকা (নিজস্ব চিত্র)

অন্যদিকে এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে দেখা গিয়েছে বিভেদ । যেকথা সোমবার দিন মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেট টিচার্স অ্যাসোসিয়েশন । যদিও তারাও দ্বিতীয়বার পরীক্ষায় বসতে নারাজ । সংগঠনের তরফে মৃন্ময় মণ্ডল বলেন , "আমরা কোনোভাবে পরীক্ষা দেব না ৷ কিন্তু পরীক্ষা না দিয়ে কীভাবে আইনি প্রক্রিয়ায় আমাদের প্যানেলটা বাঁচানো যায় সেজন্য আমরা সরকারকে সমস্তভাবে সহায়তা করব ।"

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে চিত্রশিল্পীরা (নিজস্ব চিত্র)

এদিকে এদিনও বিকাশভবনের সামনে ধরনায় হাজির ছিলেন আন্দোলনকারীরা ৷ সেখানে আবার এদিন হাজির দিন বেশকিছু দৃষ্টিহীন মানুষ ৷ তাঁরা বলেন, "আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু মনের জোর দিয়ে শিক্ষকদের পূর্ণ সমর্থন করি ।" তাঁদের আরও বক্তব্য, ‘‘শিক্ষকদের প্রতি অবিচার করা হয়েছে । যোগ্য শিক্ষকদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে । এটা একটা বিরাট অন্যায় । শিক্ষকদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা সমর্থন করব ।’’

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে চিত্রশিল্পীরা (নিজস্ব চিত্র)

দুর্নীতিগ্রস্তদের কেন সাজা দেওয়া হচ্ছে না সেই প্রশ্নও তোলেন অনেকে ৷ এই বিষয়টি সমাধানে সরকারের তরফে পদক্ষেপ করা উচিত বলে ওই দৃষ্টিহীনরা মনে করেন ৷

Jobless Teachers Protest
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে দৃষ্টিহীনরা (নিজস্ব চিত্র)

এদিন বিকাশভবনের সামনে চলা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন চিত্রশিল্পীরাও ৷ তাঁরা ছবি এঁকে আন্দোলনের প্রতি সমর্থন জানান ৷ এছাড়া সামগ্রিক পরিস্থিতির ব্যাখ্যা করতে পথনাটিকাও করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.