বিধাননগর, 15 মে: চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ৷ বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হল । পুলিশি বাধা ও নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে বিকাশ ভবন চত্বরে ঢুকে পড়লেন চাকরিহারা শিক্ষকরা । তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চলল ‘চোর চোর’ স্লোগান ৷
মূলত, দীর্ঘ অবস্থানের পর বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করেন 26 হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা । বৃহস্পতিবার বেলা 12টায় যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল । নির্ধারিত সময় মতো শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা বিকাশ ভবনের কাছে জড়ো হন । মিছিল করে বিকাশ ভবনের একাধিক গেটের দিকে এগিয়ে যেতে থাকেন তাঁরা । সেই সময় পুলিশের প্রাথমিক বাধা পেয়ে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও চাকরিহারাদের মধ্যে ।
এরপরেই বিকাশ ভবনের প্রধান প্রবেশদ্বারের বাধা পেরিয়ে তাঁরা ভবন চত্বরে ঢুকে পড়েন । সসম্মানে নিজেদের চাকরিতে বহাল রাখার দাবি-সহ মোট সাত দফা দাবিতে শিক্ষকরা বিকাশ ভবন ঘেরাও করে রেখেছেন । এসবের মাঝে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এই চত্বরে এলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষকরা । ‘চোর চোর’ স্লোগানও দিতে থাকেন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বিকাশ ভবন চত্বরে ।

প্রসঙ্গত, গত 21 এপ্রিল থেকে টানা 24 এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারা এই শিক্ষক-শিক্ষিকারা । তারপর গত 7 মে তারিখ থেকে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন । এরপর 15 মে অর্থাৎ এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেন তাঁরা । সেই অভিযান ঘিরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হল বিকাশ ভবন চত্বরে । তাঁদের মূল সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, সসম্মানে তাঁদের শিক্ষকতার পদে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকেই । রিভিউ-সহ অন্যান্য আইনি প্রক্রিয়া সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে সরকারকেই । শুধু তাই নয়, যোগ্য-অযোগ্যের সঠিক তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দফতরকে ।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহেবুব মণ্ডলের বক্তব্য, "অনেকদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি । রাজ্য সরকারকে কার্যত স্বাধীনতা দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য । কিন্তু আর নয় । আমাদের সসম্মানে চাকরিতে ফেরানো ব্যবস্থা করতেই হবে । যদি সে ব্যবস্থা সরকার না করতে পারে তাহলে এই দফতরগুলো রাখার বা থাকার অর্থ কী?"