ETV Bharat / state

নিয়োগের দাবিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মহামিছিল, পুড়ল মানিক ভট্টাচার্যের কুশপুতুল - Job Seekers Protest Rally

Job Seekers Protest: নিয়োগের দাবিতে বঞ্চিত একাধিক চাকরিপ্রার্থী মঞ্চের যৌথ মিছিল হল শুক্রবার দুপুরে ৷ পড়ানো হলো মানিক ভট্টাচার্যের কুশপুত্তলিকা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 4:24 PM IST

Updated : Apr 5, 2024, 5:23 PM IST

ETV Bharat
কলকাতায় চাকরিপ্রার্থীদের মিছিল
নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পান, এই দাবিতে মহামিছিল কলকাতায়

কলকাতা, 5 এপ্রিল: প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই ফের বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাজপথে নামলেন ৷ শুক্রবার নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা কলেজ স্কোয়ার থেকে মিছিল করেন ধর্মতলা পর্যন্ত ৷ গ্রুপ-ডি থেকে এসএলএসটি, আপার প্রাইমারি-সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন যৌথ মিছিল করে ৷ মিছিল শেষে পড়ানো হয় মানিক ভট্টাচার্যের কুশপুতুল ৷

এদিন সাতটি মঞ্চের ডাকে এই মহামিছিল হয় ৷ দক্ষিণ 24 পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউএফ, শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম-দশম যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা, মাদ্রাসা পাশ প্রার্থী মঞ্চ, 2014 প্রাইমারি টেট, একতা মঞ্চের যৌথ কর্মসূচি ছিল ৷ মহামিছিলের কলেজ স্কোয়ার থেকে শুরু করে শহিদ মিনার পর্যন্ত যায় ৷

এদিন মিছিলে সামনে হাঁটেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 6 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে ৷ সেই চাকরির পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়ে রয়েছেন ৷ কিন্তু দীর্ঘদিন সরকার টালবাহানা করে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিচ্ছে না ৷ তাঁরা যাতে যত দ্রুত সম্ভব চাকরি পায় এবং শূন্যপদগুলি পূরণ হয়, রাজ্যের মানুষ যেন সরকারি পরিষেবা ঠিকঠাক পান, এই দাবি নিয়েই পথে নামা ৷"

যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "মেধাবীরা যদি রাস্তার পাশে বসে পড়েন, তাহলে রাজ্যের ছোট ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়বে ৷ তারা আর পড়াশোনা করে শিক্ষিত হওয়ার কথা ভাববে না ৷ এটা সরকারকে বোঝানো যাচ্ছে না ৷ সরকারের মনোযোগ, কীভাবে দানধ্যান করে ভোট কিনতে পারে ৷ এবারের ভোটটাকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ৷ মানুষের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত না-করলে ভোটে জেতা যাবে না ৷ সেই দিন পেরিয়ে গিয়েছে ৷ সরকারকে এবার সেটা বুঝতে হবে ৷"

বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আশিষ খামরুই বলেন, "সরকার বলছে, আইনি জটিলতার জন্য চাকরি দিচ্ছি না ৷ এটা সর্বৈব মিথ্যা ৷ একাধিক মঞ্চ আছে, যেখানে কোনও আইনি জটিলতা নেই ৷ সরকারের সদিচ্ছা থাকলে আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ করা যেত ৷ এতদিন ধরে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ৷ আজও তা করছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আগে নিয়োগ, তারপরে ভোট ৷"

আজকের এই সাতটি মঞ্চের ডাকে একত্রিত হয়ে মহামিছিলের একাধিক দাবি নিয়ে কলকাতার রাজপথে নামে ৷ বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি ও সব নিয়মেই আইনি জটিলতার দোহাই দিয়ে চাকরির ন্যায্য দাবিদারদের বঞ্চিত করছে রাজ্য সরকার ৷ বিগত আট বছরে শিক্ষকের কোনও নিয়োগ নেই ৷ করোনাকালে অনেকের চাকরির বয়সও পেরিয়ে গিয়েছে ৷ বয়সের ছাড়ের দাবি সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিকে সামনে রেখেই এই মহামিছিল ৷ নিয়োগ দুর্নীতির দুষ্কৃতীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আজকের এই মিছিল ৷ প্রসঙ্গত এর আগেও একাধিক ধরনের মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ মাথার চুল কমানো থেকে রাস্তায় হামাগুড়ি দেওয়া, ভিক্ষে করার পাত্র হতে নিয়ে প্রতিবাদ, বিভিন্নভাবে প্রতিবাদ করেছে চাকরিপ্রার্থীরা ৷

আরও পড়ুন:

  1. চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড
  2. 'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার

নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পান, এই দাবিতে মহামিছিল কলকাতায়

কলকাতা, 5 এপ্রিল: প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই ফের বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাজপথে নামলেন ৷ শুক্রবার নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা কলেজ স্কোয়ার থেকে মিছিল করেন ধর্মতলা পর্যন্ত ৷ গ্রুপ-ডি থেকে এসএলএসটি, আপার প্রাইমারি-সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন যৌথ মিছিল করে ৷ মিছিল শেষে পড়ানো হয় মানিক ভট্টাচার্যের কুশপুতুল ৷

এদিন সাতটি মঞ্চের ডাকে এই মহামিছিল হয় ৷ দক্ষিণ 24 পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউএফ, শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম-দশম যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা, মাদ্রাসা পাশ প্রার্থী মঞ্চ, 2014 প্রাইমারি টেট, একতা মঞ্চের যৌথ কর্মসূচি ছিল ৷ মহামিছিলের কলেজ স্কোয়ার থেকে শুরু করে শহিদ মিনার পর্যন্ত যায় ৷

এদিন মিছিলে সামনে হাঁটেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 6 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে ৷ সেই চাকরির পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়ে রয়েছেন ৷ কিন্তু দীর্ঘদিন সরকার টালবাহানা করে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিচ্ছে না ৷ তাঁরা যাতে যত দ্রুত সম্ভব চাকরি পায় এবং শূন্যপদগুলি পূরণ হয়, রাজ্যের মানুষ যেন সরকারি পরিষেবা ঠিকঠাক পান, এই দাবি নিয়েই পথে নামা ৷"

যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "মেধাবীরা যদি রাস্তার পাশে বসে পড়েন, তাহলে রাজ্যের ছোট ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়বে ৷ তারা আর পড়াশোনা করে শিক্ষিত হওয়ার কথা ভাববে না ৷ এটা সরকারকে বোঝানো যাচ্ছে না ৷ সরকারের মনোযোগ, কীভাবে দানধ্যান করে ভোট কিনতে পারে ৷ এবারের ভোটটাকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি ৷ মানুষের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত না-করলে ভোটে জেতা যাবে না ৷ সেই দিন পেরিয়ে গিয়েছে ৷ সরকারকে এবার সেটা বুঝতে হবে ৷"

বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আশিষ খামরুই বলেন, "সরকার বলছে, আইনি জটিলতার জন্য চাকরি দিচ্ছি না ৷ এটা সর্বৈব মিথ্যা ৷ একাধিক মঞ্চ আছে, যেখানে কোনও আইনি জটিলতা নেই ৷ সরকারের সদিচ্ছা থাকলে আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ করা যেত ৷ এতদিন ধরে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ৷ আজও তা করছি ৷ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আগে নিয়োগ, তারপরে ভোট ৷"

আজকের এই সাতটি মঞ্চের ডাকে একত্রিত হয়ে মহামিছিলের একাধিক দাবি নিয়ে কলকাতার রাজপথে নামে ৷ বঞ্চিতদের নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি ও সব নিয়মেই আইনি জটিলতার দোহাই দিয়ে চাকরির ন্যায্য দাবিদারদের বঞ্চিত করছে রাজ্য সরকার ৷ বিগত আট বছরে শিক্ষকের কোনও নিয়োগ নেই ৷ করোনাকালে অনেকের চাকরির বয়সও পেরিয়ে গিয়েছে ৷ বয়সের ছাড়ের দাবি সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিকে সামনে রেখেই এই মহামিছিল ৷ নিয়োগ দুর্নীতির দুষ্কৃতীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আজকের এই মিছিল ৷ প্রসঙ্গত এর আগেও একাধিক ধরনের মিছিল করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ মাথার চুল কমানো থেকে রাস্তায় হামাগুড়ি দেওয়া, ভিক্ষে করার পাত্র হতে নিয়ে প্রতিবাদ, বিভিন্নভাবে প্রতিবাদ করেছে চাকরিপ্রার্থীরা ৷

আরও পড়ুন:

  1. চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড
  2. 'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার
Last Updated : Apr 5, 2024, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.