জলপাইগুড়ি, 27 জুন: জমি কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি-সহ তিনজনকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত । ধৃতদের বিরুদ্ধে জমির নথি জাল করা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জমি কেলেঙ্কারিতে জড়িত ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতার করে শিলিগুড়ি কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । তিনি আবার জলপাইগুড়ি জিলা পরিষদের সদস্যও বটে ৷ জলপাইগুড়ি আদালতে তোলা হলে ধৃত দেবাশিস প্রামাণিককে 7 দিনের রিমান্ড দেয় আদালত ।
- জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিমল রায়, মহম্মদ কালাম ও দেবাশিস প্রামাণিককে আদালতে পেশ করা হয়। তাঁদের পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । তাঁদের বিরুদ্ধে জমি জবরদখল, খুনের হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে । জুলাপি রায়ের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ 10 দিনের হেফাজত চেয়েছিল । 7 দিনের হেফাজত পেয়েছে । ধৃতদের বিরুদ্ধে 447, 457, 384, 307, 506, 120 বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
প্রসঙ্গত, ভোরের আলো এলাকার বাসিন্দা জুলাপি রায় অভিযোগ করেন, তাঁর প্রায় 2.6 ডেসিমেল জমি জোর করে দখলের চেষ্টা হয়েছে ৷ ব্যক্তিগত মালিকানাধীন জমি গায়ের জোরে দখল করার অভিযোগে বুধবার রাতেই গ্রেফতার করা হয় দেবাশিস প্রামাণিককে । পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের পাঘালুপাড়ার বাসিন্দা বিমল রায় ও জলডুমুরের বাসিন্দা মহম্মদ কালাম নামে আরও দু’জনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত হচ্ছে । আমার বলার কিছু নেই ।’’