জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: 2019 লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন নিশীথ প্রামাণিক ৷ সেই সময় নিশীথের বিরুদ্ধে একাধিক মামলা করেছিল শাসকদল তৃণমূল ৷ তখনকার একটি মামলায় বুধবার সাময়িক স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ নিশীথের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় এদিন 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷
নিশীথের আইনজীবী রাজদীপ মজুমদার এদিন সার্কিট বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে'র এজলাসে পাঁচ বছরের পুরনো মামলাটি খারিজ করার আবেদন করেছিলেন ৷ আবেদনে নিশীথের আইনজীবী উল্লেখ করেছিলেন, পাঁচবছর আগে নিশীথ প্রামাণিক যখন দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন, সেই সময় তাঁর নামে একাধিক মামলা দায়ের করা হয়েছিল ৷ যার মধ্যে একটি প্রতারণার মামলা করা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির 406 ও 420 ধারায় ৷
অভিযোগ ছিল নিশীথ সেই সময় এক ব্যক্তির থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন ৷ কিন্তু, চাকরি না দেওয়ায় নিশীথের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু, পুলিশ পাঁচবছর পরেও ওই মামলায় কোনও চার্জশিট দাখিল করেনি ৷ এতদিন দীর্ঘসময় পেরিয়ে যাওয়ায় নিশীথের বিরুদ্ধে মামলাটি খারিজ করার আবেদন জানানো হয় ৷ তবে, বিচারপতি বিভাসরঞ্জন দের বেঞ্চ ওই মামলায় আগামী 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে ৷ কেন পুলিশ এতদিনেও চার্জশিট দাখিল করতে পারেনি, সেই প্রশ্নও তুলেছে আদালত ৷
আপাতত মামলাটিতে পুলিশ আগামী আট সপ্তাহ কোনও পদক্ষেপ করতে পারবে না ৷ তারপর নিশীথ প্রামাণিকের আইনজীবীর মামলা খারিজের আবেদনের শুনানি হবে ৷ সেই শুনানিতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে ? তা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ উল্লেখ্য, সেই সময় নিশীথের বিরুদ্ধে হওয়া মামলাগুলির কোনওটি খারিজ হয়ে গিয়েছে অথবা স্থগিতাদেশ জারি রয়েছে ৷ এবার প্রতারণার মামলাটিতেও আট সপ্তাহের স্থগিতাদেশ দিল আদালত ৷
আরও পড়ুন: